মৃত্যুশূন্য রামেকের করোনা ইউনিট, নেই নতুন রোগী

রাজশাহী প্রতিনিধি
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২২, ১১: ০০
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২২, ১১: ৪১

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে মৃত্যুশূন্য ছিল এই ইউনিট। হাসপাতালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়, ওই ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন কোনো রোগী ভর্তি হননি। ছাড়পত্র পেয়েছেন পাঁচজন। রোববার সকাল ৮টা পর্যন্ত করোনা ইউনিটে মোট রোগী ভর্তি ছিলেন ২১ জন।

শনিবার রাজশাহীর ১২৬টি নমুনা পরীক্ষা হয়েছে। এতে সাতজনের করোনা পজিটিভ রিপোর্ট হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার ৫ দশমিক ৫৬ শতাংশ। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত