জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটে পৃথক দুই মাদক মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাঁদের প্রত্যেকের ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আজ বুধবার দুপুরে জয়পুরহাট স্পেশাল ট্রাইব্যুনাল আদালত-৫ এর বিচারক আব্বাস উদ্দিন আসামিদের অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্তরা হলেন—নওগাঁর ধামুইরহাট উপজেলার মৃত বাবুল হোসেনের ছেলে জাহাঙ্গীর আলম (৩৫), দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার লক্ষণপুর গ্রামের তৌবার প্রামানিকের ছেলে মমিনুল প্রামানিক (৪৫) একই জেলার বিরামপুর উপজেলার ওয়াকিল সরকারের ছেলে সুজন সরকার (২৮)। তাঁরা সকলেই জামিন নিয়ে পলাতক রয়েছেন।
জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি নৃপেন্দ্রনাথ মণ্ডল এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণ জানা গেছে, ২০২২ সালের ২৮ মার্চ দুপুরে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার খাসবাড়ি গ্রামের কাঁচা রাস্তার ওপর ১০০ বোতল ফেনসিডিলসহ জাহাঙ্গীর আলম নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। এ ঘটনায় র্যাব ক্যাম্পের এসআই শাহীনুর রহমান বাদী হয়ে পাঁচবিবি থানায় মামলা দায়ের করেন। পরে মামলার তৎকালীন তদন্তকারী কর্মকর্তা আনিছুর রহমান ওই বছরের ৩০ এপ্রিল আদালতে অভিযোগপত্র জমা দেন।
অন্যদিকে ২০২০ সালের ৫ জুলাই জয়পুরহাট সদর উপজেলার হিচমী বাজার এলাকায় পাটের বস্তার ভেতরে রাখা ৩০০ বোতল ফেনসিডিলসহ মমিনুল প্রামাণিক ও সুজন সরকার নামে দুজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেন র্যাব। এ ঘটনায় ওই র্যাব ক্যাম্পের ডিএডি আজাদুল ইসলাম জয়পুরহাট সদর থানায় মামলা দায়ের করেন। পরে মামলার তৎকালীন তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুল মান্নান ২০২০ সালের ৩১ আগস্ট আদালতে অভিযোগপত্র জমা দেন।
এরপর মামলা দুটির দীর্ঘ শুনানি ও আইনগত প্রক্রিয়া শেষে আজ দুপুরে আদালতের বিচারক আব্বাস উদ্দীন আসামিদের অনুপস্থিতিতেই এ রায় ঘোষণা করেন।
জয়পুরহাটে পৃথক দুই মাদক মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাঁদের প্রত্যেকের ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আজ বুধবার দুপুরে জয়পুরহাট স্পেশাল ট্রাইব্যুনাল আদালত-৫ এর বিচারক আব্বাস উদ্দিন আসামিদের অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্তরা হলেন—নওগাঁর ধামুইরহাট উপজেলার মৃত বাবুল হোসেনের ছেলে জাহাঙ্গীর আলম (৩৫), দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার লক্ষণপুর গ্রামের তৌবার প্রামানিকের ছেলে মমিনুল প্রামানিক (৪৫) একই জেলার বিরামপুর উপজেলার ওয়াকিল সরকারের ছেলে সুজন সরকার (২৮)। তাঁরা সকলেই জামিন নিয়ে পলাতক রয়েছেন।
জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি নৃপেন্দ্রনাথ মণ্ডল এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণ জানা গেছে, ২০২২ সালের ২৮ মার্চ দুপুরে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার খাসবাড়ি গ্রামের কাঁচা রাস্তার ওপর ১০০ বোতল ফেনসিডিলসহ জাহাঙ্গীর আলম নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। এ ঘটনায় র্যাব ক্যাম্পের এসআই শাহীনুর রহমান বাদী হয়ে পাঁচবিবি থানায় মামলা দায়ের করেন। পরে মামলার তৎকালীন তদন্তকারী কর্মকর্তা আনিছুর রহমান ওই বছরের ৩০ এপ্রিল আদালতে অভিযোগপত্র জমা দেন।
অন্যদিকে ২০২০ সালের ৫ জুলাই জয়পুরহাট সদর উপজেলার হিচমী বাজার এলাকায় পাটের বস্তার ভেতরে রাখা ৩০০ বোতল ফেনসিডিলসহ মমিনুল প্রামাণিক ও সুজন সরকার নামে দুজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেন র্যাব। এ ঘটনায় ওই র্যাব ক্যাম্পের ডিএডি আজাদুল ইসলাম জয়পুরহাট সদর থানায় মামলা দায়ের করেন। পরে মামলার তৎকালীন তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুল মান্নান ২০২০ সালের ৩১ আগস্ট আদালতে অভিযোগপত্র জমা দেন।
এরপর মামলা দুটির দীর্ঘ শুনানি ও আইনগত প্রক্রিয়া শেষে আজ দুপুরে আদালতের বিচারক আব্বাস উদ্দীন আসামিদের অনুপস্থিতিতেই এ রায় ঘোষণা করেন।
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার বিপক্ষে অবস্থান নেওয়াসহ বিভিন্ন অভিযোগে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) দৈনিক মজুরিভিত্তিক ১৫৯ কর্মচারীকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ছাড়া একই কারণে সিটি করপোরেশনের স্থায়ী দুই কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
৩ মিনিট আগেরাজধানী ঢাকার যানজট কমাতে নেওয়া ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজ আবার শুরু হচ্ছে। সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) এই প্রকল্পের ঠিকাদারদের মধ্যে শেয়ার হস্তান্তর নিয়ে জটিলতা অবসানের পর শুরু হচ্ছে নতুন ধাপ, এতে গুরুত্ব দেওয়া হবে পান্থকুঞ্জ থেকে বুয়েট পর্যন্ত অংশ।
১ ঘণ্টা আগেথানা হলো জনসাধারণকে সেবা প্রদানের মূল কেন্দ্রস্থল। পুলিশের কাজ হচ্ছে জনগণকে সেবা দেওয়া। আমরা সম্মানিত নগরবাসীকে সর্বোচ্চ সেবা দিতে চাই। থানায় আসা একজন ব্যক্তিও যেন সেবা বঞ্চিত না হন, সেটা নিশ্চিত করতে হবে...
১ ঘণ্টা আগেঢাকার ধামরাইয়ে তিন দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার সকালে শ্রীরামপুর এলাকার গ্রাফিক্স টেক্সটাইল লিমিটেডের শ্রমিকেরা এ বিক্ষোভ করেন। এ সময় অবরোধস্থলের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
১০ ঘণ্টা আগে