উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দত্তবাড়ী এলংজানীতে বিবদমান জমি ও পুকুরের দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আজ রোববার সকাল ১০টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুজন নারীসহ ছয়জনকে আটক করে। খাসপুকুরের দখল নিয়ে ওই গ্রামের মোতালেব হোসেন ও ঠান্ডু মোল্লার নেতৃত্বে দুই দলের সংঘর্ষ ঘটে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় নিহত ব্যক্তি হলেন—উপজেলার দত্তবাড়ী এলংজানী গ্রামের জামাল উদ্দিন (৩৮)। তিনি এলংজানী গ্রামের মোশারফ হোসেনের ছেলে।
আহতেরা হলেন মুকুল (৪৫), শাহ আলম (৪৮), মোশারফ হোসেন (৭০), ইমরান হোসেন (২৩), জুলমতসহ (৬০) আরও চারজন। আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতাল ও বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
আটককৃতরা হলেন দত্তবাড়ীর এলংজানী গ্রামের মিঠুন (২৬), রাকিব (১৮), ছাব্বির (১৯), আমিরুল (৩০), দেলোয়ারা (৩০) ও ফাতেমা (২৮)।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ওই গ্রামের (এলংজানী) খাস পুকুরটি দীর্ঘদিন ধরে মোতালেব হোসেনের লোকজন দখল করে মাছ ধরতেন। রোববার সকালে গ্রামের প্রতিপক্ষ ঠান্ডু মোল্লার লোকজন ওই পুকুর দখল করতে গেলে মোতালেব হোসেনের লোকজনের সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মারা যান জামাল উদ্দিন। খবর পেয়ে দ্রুত পুলিশ ফোর্স নিয়ে ওই গ্রামে গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে সেখানকার পরিস্থিতি শান্ত রয়েছে।’
জামালের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। নিহত ব্যক্তির পক্ষে থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি নজরুল।
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দত্তবাড়ী এলংজানীতে বিবদমান জমি ও পুকুরের দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আজ রোববার সকাল ১০টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুজন নারীসহ ছয়জনকে আটক করে। খাসপুকুরের দখল নিয়ে ওই গ্রামের মোতালেব হোসেন ও ঠান্ডু মোল্লার নেতৃত্বে দুই দলের সংঘর্ষ ঘটে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় নিহত ব্যক্তি হলেন—উপজেলার দত্তবাড়ী এলংজানী গ্রামের জামাল উদ্দিন (৩৮)। তিনি এলংজানী গ্রামের মোশারফ হোসেনের ছেলে।
আহতেরা হলেন মুকুল (৪৫), শাহ আলম (৪৮), মোশারফ হোসেন (৭০), ইমরান হোসেন (২৩), জুলমতসহ (৬০) আরও চারজন। আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতাল ও বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
আটককৃতরা হলেন দত্তবাড়ীর এলংজানী গ্রামের মিঠুন (২৬), রাকিব (১৮), ছাব্বির (১৯), আমিরুল (৩০), দেলোয়ারা (৩০) ও ফাতেমা (২৮)।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ওই গ্রামের (এলংজানী) খাস পুকুরটি দীর্ঘদিন ধরে মোতালেব হোসেনের লোকজন দখল করে মাছ ধরতেন। রোববার সকালে গ্রামের প্রতিপক্ষ ঠান্ডু মোল্লার লোকজন ওই পুকুর দখল করতে গেলে মোতালেব হোসেনের লোকজনের সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মারা যান জামাল উদ্দিন। খবর পেয়ে দ্রুত পুলিশ ফোর্স নিয়ে ওই গ্রামে গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে সেখানকার পরিস্থিতি শান্ত রয়েছে।’
জামালের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। নিহত ব্যক্তির পক্ষে থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি নজরুল।
গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার চক্রবর্তী এলাকায় আজ সোমবার আবারও চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করেছে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা। এক মাসের বকেয়া বেতনের দাবিতে ৭ দিন চন্দ্রা -নবীনগর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভের পর রোববারে বেতন দেওয়া হবে এমন আশ্বাসে শ্রমিকেরা গত বৃহস্পতিবার রাতে অবরোধ তুলে ন
২ মিনিট আগেনোয়াখালী হাতিয়ায় অভিযান চালিয়ে অস্ত্রসহ ১৪ জন ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড । এ বিষয়ে হাতিয়া থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। গতকাল রোববার রাত ১২টার সময় তাদের হাতিয়া থানায় হস্তান্তর করা হয়। এর আগে শনিবার দিবাগত রাত ৩টার সময় উপজেলার হরণী ইউনিয়নের চর ঘাসিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
১৩ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) থেকে বনভোজনে যাওয়া দোতলা বাস বিদ্যুতায়িত হয়ে তিন শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় বিদ্যুৎ বিভাগ, বিআরটিসি কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সবার দায় রয়েছে মন্তব্য করেছে বুয়েটের স্বাধীন কমিটি। আজ সোমবার বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) গঠিত তদন্ত কমি
২১ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় ফজলুল করিম নামের এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে তিন দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এই নির্দেশ দেন।
২৪ মিনিট আগে