Ajker Patrika

পুঠিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত, সেই গাড়ি পুড়িয়ে দিল জনতা

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি 
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৩, ১৬: ০৯
পুঠিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত, সেই গাড়ি পুড়িয়ে দিল জনতা

রাজশাহীর পুঠিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে মাইক্রোবাসটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়।

এ সময় ঢাকা-রাজশাহী মহাসড়কে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর লোকজন ঘটনাস্থলে এসে আগুন ও সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।

আজ শুক্রবার বেলা একটার দিকে মহাসড়কের বিড়ালদহ এলাকায় এ দুর্ঘটনায় বাচ্চু মিয়া (১৮) নামের ওই যুবক নিহত হন। তিনি ওই এলাকার ইমরান আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী মনির হোসেন আজকের পত্রিকাকে বলেন, দুপুরের দিকে বাচ্চু মিয়া মোটরসাইকেল নিয়ে মাজারে আসছিলেন। এ সময় রাজশাহী থেকে নাটোরগামী একটি মাইক্রোবাস তাঁকে ধাক্কা দেয়। এতে বাচ্চু মিয়া ঘটনাস্থলেই নিহত হন। পরে লোকজন ধাওয়া দিয়ে মাইক্রোবাসটি আটক করে আগুন ধরিয়ে দেয়। এ সময় মাইক্রোবাসে থাকা সবাই পালিয়ে যান।

এ ব্যাপারে পবা হাইওয়ে পুলিশের (শিবপুরহাট থানা) ওসি মোফাক্কারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, দুর্ঘটনার জেরে লোকজন গাড়িটি পুড়িয়ে দেয়। আগুনের কারণে সড়কে কিছু সময় গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর লোকজন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত