‘বিকাশ থেকে বলছি’ বলে টাকা হাতানো ৫ জনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রকাশ : ০৭ জুন ২০২৩, ১৬: ১৬

‘আমি বিকাশ থেকে বলছি। আপনার বিকাশ অ্যাকাউন্টে সমস্যা হয়েছে। অ্যাকাউন্টটি সচল রাখতে চাইলে আপনার মোবাইলে পাঠানো ওটিপি নম্বরটি বলুন।’ প্রায়ই ফোন করে এ ধরনের কথা বলে প্রতারকেরা। কেউ সরল বিশ্বাসে ওটিপি নম্বর জানালে মুহূর্তেই হাওয়া বিকাশের টাকা। এমন প্রতারণার সঙ্গে জড়িত পাঁচজনকে জেল-জরিমানা করেছেন রাজশাহীর আদালত।

আজ বুধবার দুপুরে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন। এসব তথ্য নিশ্চিত করেছেন আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন পূর্বপাড়া গ্রামের তাপস কুমার মণ্ডল (২৭), পশ্চিম আরপাড়া গ্রামের বাপ্পি মোল্যা ওরফে বাকেল মোল্যা (৩৮), ডুমাইন মল্লিকপাড়ার সাকাওয়াত মল্লিক (২৪), রাজবাড়ীর বালিয়াকান্দি থানার বাঘুটিয়া গ্রামের জুয়েল শেখ ২২) এবং একই গ্রামের উজ্জ্বল বালা (২১)।

আইনজীবী ইসমত আরা আজকের পত্রিকাকে বলেন, ‘আসামি তাপস ও বাপ্পিকে ৫ বছর সশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে আরও তিন মাস বিনাশ্রম কারাদণ্ড। আসামি সাকাওয়াত, জুয়েল ও উজ্জ্বলকে একটি ধারায় তিন বছর সশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

এই তিন আসামিকে আরও একটি ধারায় এক বছর করে সশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার এই অর্থ পরিশোধ না করলে আরও তিন মাস বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে তাদের। সাজা একটির পর অন্যটি কার্যকর হবে বলে আদালত রায়ে উল্লেখ করেছেন।’

তিনি আরও বলেন, ‘রায় ঘোষণার সময় পাঁচজন আসামিই আদালতের কাঠগড়ায় হাজির ছিলেন। রায় ঘোষণার পর তাদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।’

আদালত সূত্রে জানা গেছে, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রতারণার এই চক্রটি ২০১৯ সালের ১৪ জুলাই পাবনার আতাইকুলা উপজেলার গঙ্গারামপুর গ্রামের এক নারীকে ফোন করেন। সেদিন বিকাশের কর্মকর্তা সেজে এই নারীর বিকাশ থেকে ২৯ হাজার টাকাসহ মোট ১ লাখ ৪৪ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়। এ নিয়ে সেদিনই ভুক্তভোগী নারী আতাইকুলা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে একটি মামলা করেন। পরে মামলার তদন্তের সময় আসামিদের পরিচয় বেরিয়ে আসে। বুধবার এই মামলারই রায় ঘোষণা করা হলো।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত