নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
‘আমি বিকাশ থেকে বলছি। আপনার বিকাশ অ্যাকাউন্টে সমস্যা হয়েছে। অ্যাকাউন্টটি সচল রাখতে চাইলে আপনার মোবাইলে পাঠানো ওটিপি নম্বরটি বলুন।’ প্রায়ই ফোন করে এ ধরনের কথা বলে প্রতারকেরা। কেউ সরল বিশ্বাসে ওটিপি নম্বর জানালে মুহূর্তেই হাওয়া বিকাশের টাকা। এমন প্রতারণার সঙ্গে জড়িত পাঁচজনকে জেল-জরিমানা করেছেন রাজশাহীর আদালত।
আজ বুধবার দুপুরে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন। এসব তথ্য নিশ্চিত করেছেন আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন পূর্বপাড়া গ্রামের তাপস কুমার মণ্ডল (২৭), পশ্চিম আরপাড়া গ্রামের বাপ্পি মোল্যা ওরফে বাকেল মোল্যা (৩৮), ডুমাইন মল্লিকপাড়ার সাকাওয়াত মল্লিক (২৪), রাজবাড়ীর বালিয়াকান্দি থানার বাঘুটিয়া গ্রামের জুয়েল শেখ ২২) এবং একই গ্রামের উজ্জ্বল বালা (২১)।
আইনজীবী ইসমত আরা আজকের পত্রিকাকে বলেন, ‘আসামি তাপস ও বাপ্পিকে ৫ বছর সশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে আরও তিন মাস বিনাশ্রম কারাদণ্ড। আসামি সাকাওয়াত, জুয়েল ও উজ্জ্বলকে একটি ধারায় তিন বছর সশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
এই তিন আসামিকে আরও একটি ধারায় এক বছর করে সশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার এই অর্থ পরিশোধ না করলে আরও তিন মাস বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে তাদের। সাজা একটির পর অন্যটি কার্যকর হবে বলে আদালত রায়ে উল্লেখ করেছেন।’
তিনি আরও বলেন, ‘রায় ঘোষণার সময় পাঁচজন আসামিই আদালতের কাঠগড়ায় হাজির ছিলেন। রায় ঘোষণার পর তাদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।’
আদালত সূত্রে জানা গেছে, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রতারণার এই চক্রটি ২০১৯ সালের ১৪ জুলাই পাবনার আতাইকুলা উপজেলার গঙ্গারামপুর গ্রামের এক নারীকে ফোন করেন। সেদিন বিকাশের কর্মকর্তা সেজে এই নারীর বিকাশ থেকে ২৯ হাজার টাকাসহ মোট ১ লাখ ৪৪ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়। এ নিয়ে সেদিনই ভুক্তভোগী নারী আতাইকুলা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে একটি মামলা করেন। পরে মামলার তদন্তের সময় আসামিদের পরিচয় বেরিয়ে আসে। বুধবার এই মামলারই রায় ঘোষণা করা হলো।
‘আমি বিকাশ থেকে বলছি। আপনার বিকাশ অ্যাকাউন্টে সমস্যা হয়েছে। অ্যাকাউন্টটি সচল রাখতে চাইলে আপনার মোবাইলে পাঠানো ওটিপি নম্বরটি বলুন।’ প্রায়ই ফোন করে এ ধরনের কথা বলে প্রতারকেরা। কেউ সরল বিশ্বাসে ওটিপি নম্বর জানালে মুহূর্তেই হাওয়া বিকাশের টাকা। এমন প্রতারণার সঙ্গে জড়িত পাঁচজনকে জেল-জরিমানা করেছেন রাজশাহীর আদালত।
আজ বুধবার দুপুরে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন। এসব তথ্য নিশ্চিত করেছেন আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন পূর্বপাড়া গ্রামের তাপস কুমার মণ্ডল (২৭), পশ্চিম আরপাড়া গ্রামের বাপ্পি মোল্যা ওরফে বাকেল মোল্যা (৩৮), ডুমাইন মল্লিকপাড়ার সাকাওয়াত মল্লিক (২৪), রাজবাড়ীর বালিয়াকান্দি থানার বাঘুটিয়া গ্রামের জুয়েল শেখ ২২) এবং একই গ্রামের উজ্জ্বল বালা (২১)।
আইনজীবী ইসমত আরা আজকের পত্রিকাকে বলেন, ‘আসামি তাপস ও বাপ্পিকে ৫ বছর সশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে আরও তিন মাস বিনাশ্রম কারাদণ্ড। আসামি সাকাওয়াত, জুয়েল ও উজ্জ্বলকে একটি ধারায় তিন বছর সশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
এই তিন আসামিকে আরও একটি ধারায় এক বছর করে সশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার এই অর্থ পরিশোধ না করলে আরও তিন মাস বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে তাদের। সাজা একটির পর অন্যটি কার্যকর হবে বলে আদালত রায়ে উল্লেখ করেছেন।’
তিনি আরও বলেন, ‘রায় ঘোষণার সময় পাঁচজন আসামিই আদালতের কাঠগড়ায় হাজির ছিলেন। রায় ঘোষণার পর তাদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।’
আদালত সূত্রে জানা গেছে, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রতারণার এই চক্রটি ২০১৯ সালের ১৪ জুলাই পাবনার আতাইকুলা উপজেলার গঙ্গারামপুর গ্রামের এক নারীকে ফোন করেন। সেদিন বিকাশের কর্মকর্তা সেজে এই নারীর বিকাশ থেকে ২৯ হাজার টাকাসহ মোট ১ লাখ ৪৪ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়। এ নিয়ে সেদিনই ভুক্তভোগী নারী আতাইকুলা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে একটি মামলা করেন। পরে মামলার তদন্তের সময় আসামিদের পরিচয় বেরিয়ে আসে। বুধবার এই মামলারই রায় ঘোষণা করা হলো।
অহিংস গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক মাহবুবুল আলম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের একটি টিম
৬ ঘণ্টা আগেজামিনে কারাগার থেকে মুক্তি পাওয়ার পরই গ্রেপ্তার হয়েছেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা রাহেনুল হক। সোমবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান এবং এরপরই জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন
৭ ঘণ্টা আগেঅবশেষে কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। আগামী বৃহস্পতিবার কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএর ঘাট থেকে কেয়ারি সিন্দাবাদ নামক একটি জাহাজ পর্যটক নিয়ে সেন্ট মার্টিন যাবে
৭ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের আপ্যায়নবিষয়ক সম্পাদক ইমন খান জীবনকে (২৮) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার (২৪ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়
৭ ঘণ্টা আগে