নওগাঁ প্রতিনিধি
সড়ক দুর্ঘটনার মামলায় গ্রেপ্তার বাসচালকের মুক্তির দাবিতে নওগাঁয় অনির্দিষ্টকালের বাস ধর্মঘটের ডাক দিয়েছে পরিবহন শ্রমিকেরা। আজ মঙ্গলবার জেলার অভ্যন্তরীণ সব সড়কে সকাল ৬টা থেকে এ ধর্মঘটের শুরু হয়। এতে পূর্ব ঘোষণা ছাড়া বাস ধর্মঘটের কারণে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
নওগাঁ জেলা বাস মালিক সমিতির সভাপতি শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘পরিবহন শ্রমিকদের মুক্তির দাবিতে কর্মবিরতি চলছে। এ অবস্থায় মালিকেরা বাস রাস্তায় নামাতে পারছে না। এখন বাস কবে চলবে এটা শ্রমিকদের ওপর নির্ভর করছে।’
জেলা শ্রমিক ইউনিয়ন ও বাস মালিক সমিতি সূত্রে জানা যায়, গত ১ জুলাই শহরের জলিল পার্ক এলাকায় নওগাঁ-সাপাহার সড়কে চলাচল করা একটি বাসের সঙ্গে দুটি মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে বাস ও মাইক্রোবাসে থাকা যাত্রী ছাড়াও পার্কে ঘুরতে আসা বেশ কয়েকজন আহত হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়।
পরে এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় বাসচালক ইমরান হোসেন গত ১৭ জুলাই আদালতে হাজির হয়ে জামিনের জন্য আবেদন করলে আদালত তাঁর জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠায়।
গত রোববার পরবর্তী শুনানিতেও আদালত ওই চালকের জামিন না মঞ্জুর করেন। বাসচালক ইমরানসহ বিভিন্ন দুর্ঘটনার মামলায় নওগাঁ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাতজন কারাগারে। এসব শ্রমিকদের মুক্তির দাবিতে আজ (মঙ্গলবার) থেকে অনির্দিষ্টকালের জন্য অভ্যন্তরীণ সব সড়কে বাস ধর্মঘটের ডাক দেয় শ্রমিকেরা।
জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, ‘জেলা মোটর শ্রমিক ইউনিয়ন কিংবা বাস মালিক সমিতির পক্ষ থেকে এই ধর্মঘট ডাকা হয়নি। নিজেদের দাবি আদায়ে ধর্মঘট ডেকেছেন সাধারণ শ্রমিকেরা।’
এদিকে কোনো রকম পূর্ব ঘোষণা ছাড়াই বাস ধর্মঘটের কারণে ভোগান্তিতে পড়েছেন সধারণ যাত্রীরা। দুপুরে বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে ছিলেন শিক্ষার্থী মিনহাজ হোসেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমার বাড়ি পত্নীতলায়। স্ট্যান্ডে এসে দেখি বাস বন্ধ। এখন বিকল্প উপায়ে অতিরিক্ত ভাড়া দিয়ে বাড়ি যাওয়ার চেষ্টা করছি।’
আরেক যাত্রী আব্দুল আজিজ বলেন, ‘আমি পরিবহন ধর্মঘটের কথা জানি না। বৃষ্টির মধ্যে টার্মিনালে এসে পরিবহন ধর্মঘটের কথা জানতে পারি। এখন বিকল্প বাহনে যেতে হবে।’
এ বিষয়ে নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান আজকের পত্রিকাকে বলেন, ‘সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনায় এক ভুক্তভোগী থানায় মামলা করেন। ওই মামলায় জামিন নিতে গিয়ে অভিযুক্ত বাসচালককে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। এ বিষয়ে পুলিশের কিছু করার নেই।’
সড়ক দুর্ঘটনার মামলায় গ্রেপ্তার বাসচালকের মুক্তির দাবিতে নওগাঁয় অনির্দিষ্টকালের বাস ধর্মঘটের ডাক দিয়েছে পরিবহন শ্রমিকেরা। আজ মঙ্গলবার জেলার অভ্যন্তরীণ সব সড়কে সকাল ৬টা থেকে এ ধর্মঘটের শুরু হয়। এতে পূর্ব ঘোষণা ছাড়া বাস ধর্মঘটের কারণে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
নওগাঁ জেলা বাস মালিক সমিতির সভাপতি শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘পরিবহন শ্রমিকদের মুক্তির দাবিতে কর্মবিরতি চলছে। এ অবস্থায় মালিকেরা বাস রাস্তায় নামাতে পারছে না। এখন বাস কবে চলবে এটা শ্রমিকদের ওপর নির্ভর করছে।’
জেলা শ্রমিক ইউনিয়ন ও বাস মালিক সমিতি সূত্রে জানা যায়, গত ১ জুলাই শহরের জলিল পার্ক এলাকায় নওগাঁ-সাপাহার সড়কে চলাচল করা একটি বাসের সঙ্গে দুটি মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে বাস ও মাইক্রোবাসে থাকা যাত্রী ছাড়াও পার্কে ঘুরতে আসা বেশ কয়েকজন আহত হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়।
পরে এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় বাসচালক ইমরান হোসেন গত ১৭ জুলাই আদালতে হাজির হয়ে জামিনের জন্য আবেদন করলে আদালত তাঁর জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠায়।
গত রোববার পরবর্তী শুনানিতেও আদালত ওই চালকের জামিন না মঞ্জুর করেন। বাসচালক ইমরানসহ বিভিন্ন দুর্ঘটনার মামলায় নওগাঁ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাতজন কারাগারে। এসব শ্রমিকদের মুক্তির দাবিতে আজ (মঙ্গলবার) থেকে অনির্দিষ্টকালের জন্য অভ্যন্তরীণ সব সড়কে বাস ধর্মঘটের ডাক দেয় শ্রমিকেরা।
জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, ‘জেলা মোটর শ্রমিক ইউনিয়ন কিংবা বাস মালিক সমিতির পক্ষ থেকে এই ধর্মঘট ডাকা হয়নি। নিজেদের দাবি আদায়ে ধর্মঘট ডেকেছেন সাধারণ শ্রমিকেরা।’
এদিকে কোনো রকম পূর্ব ঘোষণা ছাড়াই বাস ধর্মঘটের কারণে ভোগান্তিতে পড়েছেন সধারণ যাত্রীরা। দুপুরে বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে ছিলেন শিক্ষার্থী মিনহাজ হোসেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমার বাড়ি পত্নীতলায়। স্ট্যান্ডে এসে দেখি বাস বন্ধ। এখন বিকল্প উপায়ে অতিরিক্ত ভাড়া দিয়ে বাড়ি যাওয়ার চেষ্টা করছি।’
আরেক যাত্রী আব্দুল আজিজ বলেন, ‘আমি পরিবহন ধর্মঘটের কথা জানি না। বৃষ্টির মধ্যে টার্মিনালে এসে পরিবহন ধর্মঘটের কথা জানতে পারি। এখন বিকল্প বাহনে যেতে হবে।’
এ বিষয়ে নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান আজকের পত্রিকাকে বলেন, ‘সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনায় এক ভুক্তভোগী থানায় মামলা করেন। ওই মামলায় জামিন নিতে গিয়ে অভিযুক্ত বাসচালককে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। এ বিষয়ে পুলিশের কিছু করার নেই।’
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, সংস্কৃতির নতুন রূপ হচ্ছে সিনেমা, যা সমাজ পরিবর্তনে ভূমিকা রেখে চলেছে। সিনেমার মাধ্যমে একটি জাতিকে উজ্জীবিত করা যায়। তাই ভালো সিনেমা বিনির্মাণের বিকল্প নেই।
১ মিনিট আগেচট্টগ্রামের কর্ণফুলীতে কক্সবাজারগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে শাহ আমানত সেতুর টোলবক্সের সঙ্গে ধাক্কা লেগে সড়ক বিভাজকের ওপর উঠে পড়ে। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে।
২১ মিনিট আগেআহত শিক্ষার্থী সোহেলুল হক বলেন, “আমরা গিয়ে বলেছিলাম স্যার আমাদের জীবনটা বাঁচান স্যার। তিন বছরেও আপনি কিছু করতে পারেননি। আমরা এনওসি এনেছি। আপনি সাইন করে দেন। এনওসিতে লেখা ছিল, ‘আমরা যেহেতু ওদের নিবন্ধনের ব্যবস্থা করতে পারছি না। অন্য কোথাও পড়াশোনা করলে আমাদের আপত্তি নেই।’ এই এনওসিতে তিনি...
২৫ মিনিট আগেবরিশালের গৌরনদীতে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে দুজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে উপজেলার বার্থী ইউনিয়নের তাঁরাকূপি আরিফ ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে