Ajker Patrika

রাজশাহীর সেই নির্বাচন কর্মকর্তাকে বদলি

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ২৭ জুন ২০২৩, ২৩: ৩০
রাজশাহীর সেই নির্বাচন কর্মকর্তাকে বদলি

রাজশাহীর জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা আবুল হোসেনকে বদলি করা হয়েছে। নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব হিসেবে তাঁকে বদলি করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। কমিশনের সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান গতকাল সোমবার এ প্রজ্ঞাপনে সই করেন।

গত ২১ জুন রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচন অনুষ্ঠিত হয়। এর আগে ১৮ জুন দিবাগত রাতে নগরীর সাগরপাড়া এলাকায় আবুল হোসেনের ভাড়া বাসায় যান নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর ইশতিয়াক আহমেদ লিমন। এ সময় তাঁকে অবরুদ্ধ করে প্রতিপক্ষের নেতা–কর্মীরা।

লিমন এবং তাঁর পরিবার এ নির্বাচনে নৌকার পক্ষে ছিলেন না বলে অভিযোগ আছে। লিমনের মামা আবদুল হামিদ সরকার টেকন এই নির্বাচনে নগরীর ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ছিলেন। নির্বাচনে তিনি জিতেছেন। লিমনকে নির্বাচন কর্মকর্তার বাসায় অবরুদ্ধ করা ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাদের দাবি, মামার বিজয় নিশ্চিত করতেই লিমন তাঁর বাসায় গিয়েছিলেন টাকা নিয়ে। অবরুদ্ধ করার সময় দুজন টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যান।

যদিও নির্বাচন কর্মকর্তা সেই অভিযোগ অস্বীকার করেছেন। ওই রাতে লিমনকে নির্বাচন কর্মকর্তার বাসা থেকে উদ্ধার করেছিল পুলিশ। পরদিন মুচলেকা নিয়ে লিমনের বাবা জেলা পরিষদ চেয়ারম্যান ও নগর আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর ইকবালের কাছে তাকে হস্তান্তর করা হয়।

এ দিন নির্বাচন কর্মকর্তা আবুল হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন। এই নির্বাচনে আবুল হোসেন সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাঁর বাসায় ঘটে যাওয়া ওই ঘটনার পর নির্বাচন সংক্রান্ত কোনো কাজে তাঁকে দেখা যায়নি।

এরই মধ্যে কারণ দর্শানোর নোটিশের জবাব দিয়েছেন নির্বাচন কর্মকর্তা আবুল হোসেন। তবে শেষপর্যন্ত তাঁকে বদলি করা হলো। বদলির প্রজ্ঞাপনে বলা হয়েছে, ৫ জুলাইয়ের মধ্যে আবুল হোসেনকে ঢাকায় নির্বাচন কমিশন সচিবালয়ে যোগ দিতে হবে। যোগ না দিলেও ৬ জুলাই তিনি রাজশাহীর জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তার পদ থেকে তাৎক্ষণিক অবমুক্ত হিসেবে গণ্য হবেন।

একই প্রজ্ঞাপনে দিনাজপুর জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা শাহিনুর ইসলাম প্রামাণিককে রাজশাহীর জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে। এ দায়িত্বে পাশাপাশি তিনি দিনাজপুরের ভারপ্রাপ্ত জেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করবেন বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত