নাটোর প্রতিনিধি
নাটোরের গুরুদাসপুরে একসঙ্গে বিষপান পান করেন এক যুবক (১৮) ও কিশোরী (১৫)। এতে মারা যায় ওই কিশোরী। যুবকের বাড়ি থেকে ‘প্রেমের সম্পর্ক’ মেনে না নেওয়ায় তারা বিষপান করে বলে জানান স্থানীয়রা। অসুস্থ যুবককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ সোমবার দুপুরে উপজেলার একটি গ্রামে এ ঘটনা। কিশোরীর বাড়ি গুরুদাসপুরে এবং স্থানীয় একটি স্কুলের ছাত্রী। অন্যদিকে অসুস্থ যুবকের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলায়।
খোঁজ নিয়ে জানা গেছে, ছয় মাস আগে ফেসবুকের মাধ্যমে যুবকের সঙ্গে কিশোরীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গতকাল রোববার যুবক ওই কিশোরীর সঙ্গে দেখা করতে গুরুদাসপুরে আসেন। ওই দিন তারা দুজনে বিয়ের সিদ্ধান্ত নেয়। বিষয়টি দুই পরিবারকে অবহিত করে তারা। কিশোরীর পরিবার বিয়ে দিতে সম্মত হলেও যুবকের পরিবার অস্বীকৃতি জানায়। এতে কিশোরীর পরিবার ওই যুবককে ফিরে যেতে বলে।
সোমবার সকাল থেকে যুবক ও কিশোরী নিখোঁজ হয়। পরিবার তাদের সম্পর্ক মেনে না নেওয়ার অভিমানে দুপুরে বাড়ির অদূরে একটি নির্জন জায়গায় দুজনে এক সঙ্গে বিষপান করে। এ সময় প্রতিবেশিরা দুজনকে উদ্ধার করে গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বিকেলে কর্তব্যরত চিকিৎসক কিশোরীকে মৃত ঘোষণা করেন। পরে যুবককে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শামীমা আফরোজ বলেন, ‘জরুরি বিভাগে আসার পর বাঁচানোর চেষ্টা করা হলেও মেয়েটির মৃত্যু হয়। ছেলেটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রামেকে পাঠানো হয়েছে।’
কিশোরীর এক প্রতিবেশী বলেন, ‘যুবকের বিষপানের বিষয়ে মুরাদনগরে তাঁর মাকে জানানো হয়। কিন্তু তিনি বলেন—ছেলের বাবা বাসায় এলে ঘটনাটি জানাবো। এই বলে ফোন রেখে দেন।’
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. মশিউর রহমান বলেন, ‘এ ঘটনায় গুরুদাসপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। কিশোরের অবিভাবক না থাকায় গুরুদাসপুর থানা-পুলিশের সহযোগিতায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।’
নাটোরের গুরুদাসপুরে একসঙ্গে বিষপান পান করেন এক যুবক (১৮) ও কিশোরী (১৫)। এতে মারা যায় ওই কিশোরী। যুবকের বাড়ি থেকে ‘প্রেমের সম্পর্ক’ মেনে না নেওয়ায় তারা বিষপান করে বলে জানান স্থানীয়রা। অসুস্থ যুবককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ সোমবার দুপুরে উপজেলার একটি গ্রামে এ ঘটনা। কিশোরীর বাড়ি গুরুদাসপুরে এবং স্থানীয় একটি স্কুলের ছাত্রী। অন্যদিকে অসুস্থ যুবকের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলায়।
খোঁজ নিয়ে জানা গেছে, ছয় মাস আগে ফেসবুকের মাধ্যমে যুবকের সঙ্গে কিশোরীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গতকাল রোববার যুবক ওই কিশোরীর সঙ্গে দেখা করতে গুরুদাসপুরে আসেন। ওই দিন তারা দুজনে বিয়ের সিদ্ধান্ত নেয়। বিষয়টি দুই পরিবারকে অবহিত করে তারা। কিশোরীর পরিবার বিয়ে দিতে সম্মত হলেও যুবকের পরিবার অস্বীকৃতি জানায়। এতে কিশোরীর পরিবার ওই যুবককে ফিরে যেতে বলে।
সোমবার সকাল থেকে যুবক ও কিশোরী নিখোঁজ হয়। পরিবার তাদের সম্পর্ক মেনে না নেওয়ার অভিমানে দুপুরে বাড়ির অদূরে একটি নির্জন জায়গায় দুজনে এক সঙ্গে বিষপান করে। এ সময় প্রতিবেশিরা দুজনকে উদ্ধার করে গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বিকেলে কর্তব্যরত চিকিৎসক কিশোরীকে মৃত ঘোষণা করেন। পরে যুবককে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শামীমা আফরোজ বলেন, ‘জরুরি বিভাগে আসার পর বাঁচানোর চেষ্টা করা হলেও মেয়েটির মৃত্যু হয়। ছেলেটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রামেকে পাঠানো হয়েছে।’
কিশোরীর এক প্রতিবেশী বলেন, ‘যুবকের বিষপানের বিষয়ে মুরাদনগরে তাঁর মাকে জানানো হয়। কিন্তু তিনি বলেন—ছেলের বাবা বাসায় এলে ঘটনাটি জানাবো। এই বলে ফোন রেখে দেন।’
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. মশিউর রহমান বলেন, ‘এ ঘটনায় গুরুদাসপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। কিশোরের অবিভাবক না থাকায় গুরুদাসপুর থানা-পুলিশের সহযোগিতায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।’
মাদারীপুরে আড়িয়াল খাঁ নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেওয়ায় স্থানীয়দের ওপর হাতবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় এক গৃহবধূসহ আহত হয়েছে ৩ জন। গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে মাদারীপুর সদর উপজেলার পাচখোলা ইউনিয়নের তাল্লুক গ্রামে এ ঘটনা ঘটে। মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)...
২ ঘণ্টা আগেখাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় ১০ হাজারের বেশি বিদ্যুৎ-সংযোগ রয়েছে আবাসিক গ্রাহকের বাসাবাড়িতে। কিন্তু অনেকের বাড়ি, এমনকি মূল লাইনেও বিদ্যুতের খুঁটি নেই। স্থায়ী খুঁটিতে সংযোগ টানার কথা বলে খুঁটিপ্রতি ১৭-১৮ হাজার টাকা নেওয়া হলেও সেটি হয়নি।
২ ঘণ্টা আগেআজ সোমবার ভোর ৫টার দিকে এ ঘটনার পর চার ঘণ্টারও বেশি সময় ধরে ঢাকার কমলাপুর থেকে টঙ্গী পর্যন্ত রেল চলাচলে বিঘ্ন ঘটেছে বলে জানান কমলাপুরের স্টেশন মাস্টার মো. আনোয়ার হোসেন।
৩ ঘণ্টা আগেহবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় মোস্তাকিন মিয়া (১৭) নামে এক কিশোরের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে কালিয়ারভাঙ্গা ইউনিয়নের পুরানগাঁও গ্রামের বসতঘর থেকে মোস্তাকিন মিয়ার লাশ উদ্ধার করা হয়। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
৩ ঘণ্টা আগে