প্রতিনিধি, রাজশাহী
কখনো কখনো একসঙ্গে অনেক গাছের চারা রোপণ করা হয়। কিন্তু ঠিকমতো পরিচর্যা হয় না। ফলে বেশির ভাগ গাছই মারা যায়। তাই কম করে গাছ লাগিয়ে বেশি করে পরিচর্যার আহ্বান জানিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘রিথিংক’।
শনিবার রাতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক সংলাপে সংগঠনটির পক্ষ থেকে এ আহ্বান জানানো হয়। রাজশাহী সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
ব্রিটিশ কাউন্সিলের সহায়তায় ও দ্য হাঙ্গার প্রজেক্টের অর্থায়নে ২০১৬ সাল থেকে বর্জ্য ব্যবস্থাপনায় মানুষের মাঝে সচেতনতা সৃষ্টিতে রাজশাহীতে কাজ করে যাচ্ছে রিথিংক। বর্তমানে রাজশাহী মহানগরে এ সংগঠনের সদস্য সংখ্যা ৭০ জন। এ ছাড়া জেলার চারঘাট উপজেলায়ও তাঁদের ৪০ জন সদস্য রয়েছেন। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তরুণ স্বেচ্ছাসেবীদের এই কার্যক্রম তুলে ধরতেই গণমাধ্যমকর্মীদের সঙ্গে সংলাপের আয়োজন করা হয়।
সংলাপে রিথিংকের ফ্যাসিলিটেটর জিহাদুল ইসলাম বলেন, রাজশাহীকে বলা হয় গ্রীণসিটি। অথচ এখন বড় বড় গাছগুলো কেটে ফেলা হচ্ছে। সেই তুলনায় গাছ লাগানো হচ্ছে না। আবার অনেক সময় একসঙ্গে অনেক চারা রোপণ করা হয়। কিন্তু সেগুলোর আর পরিচর্যা হয় না। ফলে গাছ মরে যায়। তাই কম করে গাছ লাগিয়ে সেগুলোরই বেশি করে পরিচর্যা করা উচিত। তাহলে অল্প করে হলেও গাছ হবে।
জিহাদুল ইসলাম তাঁদের সংগঠনের কার্যক্রমও তুলে ধরেন। জানান, বর্জ্য ব্যবস্থাপনায় মানুষকে সচেতন করতে তাঁরা কাজ করছেন। প্লাস্টিক বর্জ্য পুনরায় ব্যবহার কীভাবে করা যায় সে বিষয়েও তাঁরা কাজ করছেন। তিনি বলেন, বৃষ্টি হলে এখন রাজশাহী শহরের অনেক এলাকা পানিতে ডুবে যাচ্ছে। এর জন্য আমরাই দায়ী। প্লাস্টিক বর্জ্য যত্রতত্র ফেলে আমরা ড্রেন ভর্তি করে ফেলছি। ফলে আমরাই পানিতে ডুবছি। এ ব্যাপারে সবাইকে সচেতন হওয়ারও আহ্বান জানান জিহাদুল ইসলাম।
সংলাপে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম, রিথিংকের সমন্বয়কারী মনিরুল ইসলাম সবুজ, যুগ্ম সমন্বয়কারী জরিনা খাতুন প্রমুখ বক্তব্য দেন। এ সময় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক এবং রিথিংকের অন্যান্য স্বেচ্ছাসেবকেরা উপস্থিত ছিলেন।
কখনো কখনো একসঙ্গে অনেক গাছের চারা রোপণ করা হয়। কিন্তু ঠিকমতো পরিচর্যা হয় না। ফলে বেশির ভাগ গাছই মারা যায়। তাই কম করে গাছ লাগিয়ে বেশি করে পরিচর্যার আহ্বান জানিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘রিথিংক’।
শনিবার রাতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক সংলাপে সংগঠনটির পক্ষ থেকে এ আহ্বান জানানো হয়। রাজশাহী সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
ব্রিটিশ কাউন্সিলের সহায়তায় ও দ্য হাঙ্গার প্রজেক্টের অর্থায়নে ২০১৬ সাল থেকে বর্জ্য ব্যবস্থাপনায় মানুষের মাঝে সচেতনতা সৃষ্টিতে রাজশাহীতে কাজ করে যাচ্ছে রিথিংক। বর্তমানে রাজশাহী মহানগরে এ সংগঠনের সদস্য সংখ্যা ৭০ জন। এ ছাড়া জেলার চারঘাট উপজেলায়ও তাঁদের ৪০ জন সদস্য রয়েছেন। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তরুণ স্বেচ্ছাসেবীদের এই কার্যক্রম তুলে ধরতেই গণমাধ্যমকর্মীদের সঙ্গে সংলাপের আয়োজন করা হয়।
সংলাপে রিথিংকের ফ্যাসিলিটেটর জিহাদুল ইসলাম বলেন, রাজশাহীকে বলা হয় গ্রীণসিটি। অথচ এখন বড় বড় গাছগুলো কেটে ফেলা হচ্ছে। সেই তুলনায় গাছ লাগানো হচ্ছে না। আবার অনেক সময় একসঙ্গে অনেক চারা রোপণ করা হয়। কিন্তু সেগুলোর আর পরিচর্যা হয় না। ফলে গাছ মরে যায়। তাই কম করে গাছ লাগিয়ে সেগুলোরই বেশি করে পরিচর্যা করা উচিত। তাহলে অল্প করে হলেও গাছ হবে।
জিহাদুল ইসলাম তাঁদের সংগঠনের কার্যক্রমও তুলে ধরেন। জানান, বর্জ্য ব্যবস্থাপনায় মানুষকে সচেতন করতে তাঁরা কাজ করছেন। প্লাস্টিক বর্জ্য পুনরায় ব্যবহার কীভাবে করা যায় সে বিষয়েও তাঁরা কাজ করছেন। তিনি বলেন, বৃষ্টি হলে এখন রাজশাহী শহরের অনেক এলাকা পানিতে ডুবে যাচ্ছে। এর জন্য আমরাই দায়ী। প্লাস্টিক বর্জ্য যত্রতত্র ফেলে আমরা ড্রেন ভর্তি করে ফেলছি। ফলে আমরাই পানিতে ডুবছি। এ ব্যাপারে সবাইকে সচেতন হওয়ারও আহ্বান জানান জিহাদুল ইসলাম।
সংলাপে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম, রিথিংকের সমন্বয়কারী মনিরুল ইসলাম সবুজ, যুগ্ম সমন্বয়কারী জরিনা খাতুন প্রমুখ বক্তব্য দেন। এ সময় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক এবং রিথিংকের অন্যান্য স্বেচ্ছাসেবকেরা উপস্থিত ছিলেন।
সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের সঙ্গে ডেমরার ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনায় কেউ নিহত হয়নি। তবে ২৫ জন শিক্ষার্থী আহত হয়েছে
১৯ মিনিট আগেচট্টগ্রামে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) নেতা চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে। বিকেলে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে নগরীর জামালখানে তাঁর অনুসারীরা জড়ো হতে থাকেন।
২৩ মিনিট আগেঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের জন্য উত্তরা দিয়াবাড়ীতে নির্মিত পুনর্বাসন ভিলেজে লটারির মাধ্যমে প্রথম ধাপে ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হয়েছে। আজ সোমবার বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে এই লটারি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
২৮ মিনিট আগেরাজধানী ঢাকায় পুলিশের গুলিভর্তি ম্যাগাজিন চুরি ও এপিসি গাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজসহ বিভিন্ন কলেজের অজ্ঞাতনামা আট হাজার শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
৪২ মিনিট আগে