শেরপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শেরপুরে নিজের ভাড়াবাড়িতে আশ্রয় দেওয়া মেয়েশিশুকে (৭) ধর্ষণ করার মামলায় আসামি স্বপন মিয়াকে (৩১) গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বুধবার ভোরে তাঁকে ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ধর্ষণ মামলার তদন্তকারী কর্মকর্তা শেরপুর টাউন পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শাহ আলম। তিনি বলেন, ‘গতকাল ভোরে স্বপন মিয়াকে বগুড়ার র্যাব-১২ ও র্যাব-১৪ সহযোগিতায় ময়মনসিংহের সদর থেকে স্বপন মিয়াকে গ্রেপ্তার করা হয়। ধর্ষণ মামলায় গ্রেপ্তার এড়াতে তিনি সেখানে আত্মগোপনে ছিলেন। বিকেলে তাঁকে শেরপুর থানা-পুলিশের কাছে হস্তান্তর করে র্যাব।’
শেরপুর থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তার স্বপন মিয়ার বাড়ি গাইবান্ধার সদর থানার টিনদহ গ্রামে। আর শিশুটির মায়ের বাড়ি গোপালগঞ্জ জেলার সদর থানা এলাকায়। তার মায়ের সঙ্গে বাবার বিচ্ছেদ হয়। এরপর থেকে দেশের বিভিন্ন শহরে প্লাস্টিকের বোতল কুড়িয়ে জীবন জীবিকা চালান তাঁরা। সাত বছরের শিশুটি তার মায়ের সঙ্গে থাকে।
শিশুটি মায়ের সঙ্গে কয়েক দিন আগে বগুড়ার শেরপুর শহরে প্লাস্টিকের বোতল কুড়াতে আসেন। এ সময় শহরের ধুনট রোড বাসস্ট্যান্ড এলাকায় স্বপন মিয়ার সঙ্গে পরিচয় হয়। স্বপন মা-মেয়েকে নিজের ভাড়া বাড়িতে থাকার জন্য আশ্রয় দেন। গত ১৫ মার্চ দুপুরে শিশুটির মা খাবার কিনতে হোটেলে যান। এ সময় স্বপন তাকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করেন। পরের দিন সকালে শিশুটির মা বাদী হয়ে স্বপন মিয়ার বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন। এরপর থেকে তিনি পালিয়ে বেড়াচ্ছিলেন। অবশেষে তাঁকে ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ নিয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, ‘স্বপন মিয়া এখন থানা-পুলিশের হেফাজতে রয়েছে। এই শিশু ধর্ষণ মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আজ বৃহস্পতিবার আদালতে তোলা হবে।’
বগুড়ার শেরপুরে নিজের ভাড়াবাড়িতে আশ্রয় দেওয়া মেয়েশিশুকে (৭) ধর্ষণ করার মামলায় আসামি স্বপন মিয়াকে (৩১) গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বুধবার ভোরে তাঁকে ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ধর্ষণ মামলার তদন্তকারী কর্মকর্তা শেরপুর টাউন পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শাহ আলম। তিনি বলেন, ‘গতকাল ভোরে স্বপন মিয়াকে বগুড়ার র্যাব-১২ ও র্যাব-১৪ সহযোগিতায় ময়মনসিংহের সদর থেকে স্বপন মিয়াকে গ্রেপ্তার করা হয়। ধর্ষণ মামলায় গ্রেপ্তার এড়াতে তিনি সেখানে আত্মগোপনে ছিলেন। বিকেলে তাঁকে শেরপুর থানা-পুলিশের কাছে হস্তান্তর করে র্যাব।’
শেরপুর থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তার স্বপন মিয়ার বাড়ি গাইবান্ধার সদর থানার টিনদহ গ্রামে। আর শিশুটির মায়ের বাড়ি গোপালগঞ্জ জেলার সদর থানা এলাকায়। তার মায়ের সঙ্গে বাবার বিচ্ছেদ হয়। এরপর থেকে দেশের বিভিন্ন শহরে প্লাস্টিকের বোতল কুড়িয়ে জীবন জীবিকা চালান তাঁরা। সাত বছরের শিশুটি তার মায়ের সঙ্গে থাকে।
শিশুটি মায়ের সঙ্গে কয়েক দিন আগে বগুড়ার শেরপুর শহরে প্লাস্টিকের বোতল কুড়াতে আসেন। এ সময় শহরের ধুনট রোড বাসস্ট্যান্ড এলাকায় স্বপন মিয়ার সঙ্গে পরিচয় হয়। স্বপন মা-মেয়েকে নিজের ভাড়া বাড়িতে থাকার জন্য আশ্রয় দেন। গত ১৫ মার্চ দুপুরে শিশুটির মা খাবার কিনতে হোটেলে যান। এ সময় স্বপন তাকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করেন। পরের দিন সকালে শিশুটির মা বাদী হয়ে স্বপন মিয়ার বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন। এরপর থেকে তিনি পালিয়ে বেড়াচ্ছিলেন। অবশেষে তাঁকে ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ নিয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, ‘স্বপন মিয়া এখন থানা-পুলিশের হেফাজতে রয়েছে। এই শিশু ধর্ষণ মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আজ বৃহস্পতিবার আদালতে তোলা হবে।’
পদ্মা বহুমুখী সেতু প্রকল্পে ভূমি অধিগ্রহণে দুর্নীতির অভিযোগে একজন সিনিয়র সহকারী সচিব ও দুই সার্ভেয়ারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় তাঁদের বিরুদ্ধে ভূমি মালিকদের ক্ষতিপূরণের প্রায় ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে...
১১ মিনিট আগেকুমিল্লার আদর্শ সদর উপজেলার পালপাড়া এলাকায় গোমতী নদীর চর থেকে মাটি কাটার অভিযোগে সাতটি ট্রাক জব্দ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে আজ বুধবার ভোররাত ৬টা পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান এই অভিযান চালান।
১৮ মিনিট আগেকারাগারে বন্দীদের সঙ্গে দেখা করতে আসা স্বজনদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। মোবাইল ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা ও কারারক্ষীদের দুর্ব্যবহারে দর্শনার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
১ ঘণ্টা আগেযশোরের মনিরামপুরে গোয়ালঘরের তালা ভেঙে বিধবা এক নারীর ছয়টি গরু চুরির ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার মধ্যরাতে উপজেলার মাঝিয়ালী গ্রামে এ ঘটনা ঘটেছে। চুরি হওয়া ছোট-বড় ছয়টি গরুর আনুমানিক মূল্য চার লাখ টাকা হবে বলে জানান ভুক্তভোগীরা।
১ ঘণ্টা আগে