বগুড়া প্রতিনিধি
ধর্ষণ ও অপহরণ মামলা তুলে না নেওয়ায় বাদীর বাড়ির চলাচলের রাস্তা বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছেন আসামি ও তাঁর পরিবার। এতে শুধু বাদী নয় পাশের আরও পাঁচটি পরিবার হয়ে পড়েছে অবরুদ্ধ। বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় গতকাল রোববার রাতে ওই রাস্তায় এই বেড়া দেওয়া হয়।
স্থানীয়রা জানান, জিয়ারুল সরকার (৪২) ৬ বছর আগে এক বুদ্ধি প্রতিবন্ধী নারীকে (৩০) ধর্ষণ করেন। এতে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। ওই নারী চাচা বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা করেন। ওই মামলা চলমান থাকা অবস্থায় নারী একটি পুত্র সন্তানের জন্ম দেয়। ওই সন্তানের বয়স ৬ মাস হলে রাতের আঁধারে শিশুকেও চুরি করা হয়। পরদিন সিরাজগঞ্জ থেকে শিশুটি উদ্ধার করা হয়। এ সময় অভিযুক্ত জিয়ারুলের বিরুদ্ধে থানায় পৃথক অপহরণ মামলা করা হয়। পরে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়।
স্থানীয়রা আরও জানান, মামলা থেকে রক্ষা পেতে প্রতিবন্ধী ওই নারীকে দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ে করেন। তিনি জামিনে বেরিয়ে আসেন। তবে জামিন নেওয়ার পর থেকে খোঁজ নেননি দ্বিতীয় স্ত্রী ও সন্তানের। মামলা থেকে রেহায় পাওয়াসহ ওই স্ত্রীকে তালাক দিতে তিনি প্রস্তাব পাঠান। এ নিয়ে কয়েক দফা সালিস হয়।
গত রবিবার সন্ধ্যায় একই বিষয়ে ইউপি সদস্যের উপস্থিতিতে বৈঠক হয়। সেই বৈঠকে মোহরানায় ধার্য করা ৩ লাখ টাকা দিয়ে মীমাংসার প্রস্তাব দেন বাদীর পরিবার। কিন্তু জিয়ারুল তা দিতে অস্বীকৃতি জানালে বৈঠক ভেস্তে যায়। পরে ওই রাতেই জিয়ারুল ও তার পরিবারের লোকজন বাদীর পরিবারসহ পাঁচটি পরিবারের চলাচলের রাস্তা বাঁশের বেড়া দিয়ে আটকে দেয়।
বেড়ার কারণে আটকে পড়া এক ব্যক্তি বলেন, বাড়ির সামনে নদী, পেছনে খাল। বের হওয়ার একটাই রাস্তা সেটাও বন্ধ। বউ-বাচ্চা কেউ বাইরে বের হতে পারছে না।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য বলেন, ‘কয়েক দফা ওই ঘটনায় বৈঠক হয়েছে। জিয়ারুলের বিরুদ্ধে ধর্ষণ ও শিশু অপহরণের মামলা চলমান। মামলাসহ প্রতিবন্ধী ওই তরুণীকে তালাক দেওয়ার বিষয়ে গতকাল রাতে বৈঠক হয়। সেখানে তাঁকে ৩ লাখ টাকা মোহরানা পরিশোধ করে মীমাংসার প্রস্তাব দিলে সে দেড় লাখ টাকা দিতে চায়। এতে বাদীর পরিবার রাজি হননি। পরে রাতে জানতে পারি জিয়ারুল লোকজন নিয়ে বাদীর বাড়ির রাস্তায় বেড়া দিয়েছেন।’
এ বিষয়ে জানতে জিয়ারুলের বাড়িতে গেলে তাঁর প্রথম স্ত্রী বলেন, জিয়ারুল বাইরে গেছেন। বেড়া দেওয়ার বিষয়ে তিনি বলেন, তাঁর সঙ্গে কথা বলেন। তিনি ভালো বলতে পারবেন।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ চক্রবর্তী বলেন, ‘বেড়া দেওয়ায় বিষয়টি থানায় কেউ জানায়নি। যেহেতু বিষয়টি জানলাম, সেখানে পুলিশ পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
ধর্ষণ ও অপহরণ মামলা তুলে না নেওয়ায় বাদীর বাড়ির চলাচলের রাস্তা বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছেন আসামি ও তাঁর পরিবার। এতে শুধু বাদী নয় পাশের আরও পাঁচটি পরিবার হয়ে পড়েছে অবরুদ্ধ। বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় গতকাল রোববার রাতে ওই রাস্তায় এই বেড়া দেওয়া হয়।
স্থানীয়রা জানান, জিয়ারুল সরকার (৪২) ৬ বছর আগে এক বুদ্ধি প্রতিবন্ধী নারীকে (৩০) ধর্ষণ করেন। এতে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। ওই নারী চাচা বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা করেন। ওই মামলা চলমান থাকা অবস্থায় নারী একটি পুত্র সন্তানের জন্ম দেয়। ওই সন্তানের বয়স ৬ মাস হলে রাতের আঁধারে শিশুকেও চুরি করা হয়। পরদিন সিরাজগঞ্জ থেকে শিশুটি উদ্ধার করা হয়। এ সময় অভিযুক্ত জিয়ারুলের বিরুদ্ধে থানায় পৃথক অপহরণ মামলা করা হয়। পরে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়।
স্থানীয়রা আরও জানান, মামলা থেকে রক্ষা পেতে প্রতিবন্ধী ওই নারীকে দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ে করেন। তিনি জামিনে বেরিয়ে আসেন। তবে জামিন নেওয়ার পর থেকে খোঁজ নেননি দ্বিতীয় স্ত্রী ও সন্তানের। মামলা থেকে রেহায় পাওয়াসহ ওই স্ত্রীকে তালাক দিতে তিনি প্রস্তাব পাঠান। এ নিয়ে কয়েক দফা সালিস হয়।
গত রবিবার সন্ধ্যায় একই বিষয়ে ইউপি সদস্যের উপস্থিতিতে বৈঠক হয়। সেই বৈঠকে মোহরানায় ধার্য করা ৩ লাখ টাকা দিয়ে মীমাংসার প্রস্তাব দেন বাদীর পরিবার। কিন্তু জিয়ারুল তা দিতে অস্বীকৃতি জানালে বৈঠক ভেস্তে যায়। পরে ওই রাতেই জিয়ারুল ও তার পরিবারের লোকজন বাদীর পরিবারসহ পাঁচটি পরিবারের চলাচলের রাস্তা বাঁশের বেড়া দিয়ে আটকে দেয়।
বেড়ার কারণে আটকে পড়া এক ব্যক্তি বলেন, বাড়ির সামনে নদী, পেছনে খাল। বের হওয়ার একটাই রাস্তা সেটাও বন্ধ। বউ-বাচ্চা কেউ বাইরে বের হতে পারছে না।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য বলেন, ‘কয়েক দফা ওই ঘটনায় বৈঠক হয়েছে। জিয়ারুলের বিরুদ্ধে ধর্ষণ ও শিশু অপহরণের মামলা চলমান। মামলাসহ প্রতিবন্ধী ওই তরুণীকে তালাক দেওয়ার বিষয়ে গতকাল রাতে বৈঠক হয়। সেখানে তাঁকে ৩ লাখ টাকা মোহরানা পরিশোধ করে মীমাংসার প্রস্তাব দিলে সে দেড় লাখ টাকা দিতে চায়। এতে বাদীর পরিবার রাজি হননি। পরে রাতে জানতে পারি জিয়ারুল লোকজন নিয়ে বাদীর বাড়ির রাস্তায় বেড়া দিয়েছেন।’
এ বিষয়ে জানতে জিয়ারুলের বাড়িতে গেলে তাঁর প্রথম স্ত্রী বলেন, জিয়ারুল বাইরে গেছেন। বেড়া দেওয়ার বিষয়ে তিনি বলেন, তাঁর সঙ্গে কথা বলেন। তিনি ভালো বলতে পারবেন।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ চক্রবর্তী বলেন, ‘বেড়া দেওয়ায় বিষয়টি থানায় কেউ জানায়নি। যেহেতু বিষয়টি জানলাম, সেখানে পুলিশ পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র শ্রীপদ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী বলেছেন , দীর্ঘদিন সংখ্যালঘুদের ‘ইন্ডিয়ার দালাল’ ও ‘আওয়ামী লীগের দালাল’ আখ্যা দিয়ে রাজনীতি করা হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আর জ্বালানো যাবে না।
১ মিনিট আগেবাংলাদেশ-মিয়ানমার সীমান্তের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি পয়েন্টে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে এবং চোরাচালান বন্ধে বুলেটপ্রুফ গাড়ি নিয়ে টহল শুরু করেছে বিজিবি। আজ শুক্রবার দুপুর থেকে চোরাচালানের জোন বলে খ্যাত সীমান্ত সড়কের ৪২ নম্বর পিলার থেকে ৫৪ নম্বর পিলার পর্যন্ত আট কিলোমিটার এলাকায় টহল দিচ্ছেন বিজিবির
২৫ মিনিট আগেবাগেরহাটের কচুয়ায় ‘চলো পাল্টাই’ সংগঠন ও শিক্ষার্থীরা বিনা লাভের বাজার চালু করেছে। খোলা বাজারের চেয়ে ১০-২০ টাকা কমে আলু, পেঁয়াজ, ডালসহ বিভিন্ন পণ্য বিক্রি হচ্ছে।
৩৫ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় করা মামলায় কুড়িগ্রামের উলিপুরে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের চার নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
১ ঘণ্টা আগে