এনায়েতপুর থানা আওয়ামী লীগের সভাপতি আর নেই

 চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২১, ১৯: ৩২

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুর থানা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি ডা. আবদুল হাই সরকার (৮৩) হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে খামারগ্রাম নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)।

আজ বাদ আসর বেতিল বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে নামাজের জানাজা শেষে বেতিল কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

প্রবীণ রাজনৈতিক ডা. আবদুল হাই সরকার সদিয়া চাঁদুপুর ইউনিয়ন পরিষদের ২ বারের চেয়ারম্যান ছিলেন, বর্তমান তাঁর ছেলে রাশিদুল ইসলাম সিরাজ ওই ইউনিয়নের চেয়ারম্যান। এ ছাড়া তিনি জেলা আওয়ামী লীগের উপদেষ্টা, ও এনায়েতপুর থানা কেমিস্ট অ্যান্ড ড্রাগিষ্ট সমিতির সভাপতির দায়িত্ব পালন করেছেন। সবশেষ ২৫ অক্টোবর কাউন্সিলের মধ্য দিয়ে তিনি এনায়েতপুর থানা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন।

তাঁর মৃত্যুতে সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মমিন মণ্ডল, সিরাজগঞ্জ জেলা, এনায়েতপুর থানা, চৌহালী ও বেলকুচি উপজেলা আওয়ামী লীগ ও এনায়েতপুর প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আবু সাঈদকে ৪–৫ ঘণ্টা পরে হাসপাতালে নেওয়া হয়—শেখ হাসিনার দাবির সত্যতা কতটুকু

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

বিমানবন্দরে সাংবাদিক নূরুল কবীরকে হয়রানির তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

ভারত ও তরুণ প্রজন্মের নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রসঙ্গে যা বললেন মির্জা ফখরুল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত