বগুড়া প্রতিনিধি
মুহুর্মুহু ডিম নিক্ষেপ আর মিছিলের মুখে আওয়ামী লীগ নেতা আবু সুফিয়ান শফিক ও তাঁর স্ত্রী লিপি আক্তারকে আদালতে হাজির না করে কারাগারে নিয়ে গেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে শফিক ও তাঁর স্ত্রীকে বহনকারী প্রিজন ভ্যানে ডিম নিক্ষেপ করে যুবদল ও ছাত্রদলের নেতা–কর্মীরা।
বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সুফিয়ান শফিক ও তাঁর স্ত্রী বগুড়া জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য ও বগুড়া জেলা পরিষদের সাবেক সদস্য লিপি আক্তার গত ৫ আগস্টের পর থেকে আত্মগোপন করেন। গতকাল বুধবার (১৮ ডিসেম্বর) রাতে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
এরপর বগুড়া সদর থানা-পুলিশের একটি দল তাদের বগুড়ায় নিয়ে আসে। সন্ধ্যায় শফিক ও তাঁর স্ত্রীকে আদালতে হাজির করা হবে এমন সংবাদে বগুড়া শহর যুবদলের সভাপতি আহসান হাবিব মমি ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এমআর হাসান পলাশের নেতৃত্বে নেতা কর্মীরা আদালত চত্বরে বিক্ষোভ মিছিল শুরু করে।
এ সময় আদালত চত্বরে সেনাবাহিনী ও পুলিশ অবস্থান নেয়। সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে শফিক ও তাঁর স্ত্রী লিপি আক্তারকে বহনকারী প্রিজন ভ্যান আদালত চত্বরে পৌঁছালে মিছিল থেকে প্রিজন ভ্যান লক্ষ্য করে ডিম নিক্ষেপ শুরু করা হয়। একপর্যায়ে তাঁদের আদালতে না তুলে পুলিশ ও সেনাসদস্যদের পাহারায় প্রিজন ভ্যান কারাগারের দিকে চলে যায়।
বগুড়া শহর যুবদলের সভাপতি আহসান হাবিব মমি আজকের পত্রিকাকে বলেন, ‘আওয়ামী লীগ নেতা শফিক গত ১৫ বছরে আমাদের ওপর জুলুম নির্যাতন করেছে। এ ছাড়া তিনি উপজেলা চেয়ারম্যান থেকে লুটপাট করে সম্পদের পাহাড় গড়ে তুলেছে। ৫ আগস্টের পর তিনি স্ত্রীসহ আত্মগোপন করেন। আজকে তাঁকে কারাগারে আনার খবর পেয়ে যুবদল ও ছাত্রদলের নেতা–কর্মীরা প্রতিবাদ হিসেবে বিক্ষোভ মিছিল করে এবং তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয়।’
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন বলেন, নিরাপত্তার কারণে শফিক ও তাঁর স্ত্রীকে আদালতে হাজির না করেই কারাগারে নিয়ে যাওয়া হয়।
মুহুর্মুহু ডিম নিক্ষেপ আর মিছিলের মুখে আওয়ামী লীগ নেতা আবু সুফিয়ান শফিক ও তাঁর স্ত্রী লিপি আক্তারকে আদালতে হাজির না করে কারাগারে নিয়ে গেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে শফিক ও তাঁর স্ত্রীকে বহনকারী প্রিজন ভ্যানে ডিম নিক্ষেপ করে যুবদল ও ছাত্রদলের নেতা–কর্মীরা।
বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সুফিয়ান শফিক ও তাঁর স্ত্রী বগুড়া জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য ও বগুড়া জেলা পরিষদের সাবেক সদস্য লিপি আক্তার গত ৫ আগস্টের পর থেকে আত্মগোপন করেন। গতকাল বুধবার (১৮ ডিসেম্বর) রাতে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
এরপর বগুড়া সদর থানা-পুলিশের একটি দল তাদের বগুড়ায় নিয়ে আসে। সন্ধ্যায় শফিক ও তাঁর স্ত্রীকে আদালতে হাজির করা হবে এমন সংবাদে বগুড়া শহর যুবদলের সভাপতি আহসান হাবিব মমি ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এমআর হাসান পলাশের নেতৃত্বে নেতা কর্মীরা আদালত চত্বরে বিক্ষোভ মিছিল শুরু করে।
এ সময় আদালত চত্বরে সেনাবাহিনী ও পুলিশ অবস্থান নেয়। সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে শফিক ও তাঁর স্ত্রী লিপি আক্তারকে বহনকারী প্রিজন ভ্যান আদালত চত্বরে পৌঁছালে মিছিল থেকে প্রিজন ভ্যান লক্ষ্য করে ডিম নিক্ষেপ শুরু করা হয়। একপর্যায়ে তাঁদের আদালতে না তুলে পুলিশ ও সেনাসদস্যদের পাহারায় প্রিজন ভ্যান কারাগারের দিকে চলে যায়।
বগুড়া শহর যুবদলের সভাপতি আহসান হাবিব মমি আজকের পত্রিকাকে বলেন, ‘আওয়ামী লীগ নেতা শফিক গত ১৫ বছরে আমাদের ওপর জুলুম নির্যাতন করেছে। এ ছাড়া তিনি উপজেলা চেয়ারম্যান থেকে লুটপাট করে সম্পদের পাহাড় গড়ে তুলেছে। ৫ আগস্টের পর তিনি স্ত্রীসহ আত্মগোপন করেন। আজকে তাঁকে কারাগারে আনার খবর পেয়ে যুবদল ও ছাত্রদলের নেতা–কর্মীরা প্রতিবাদ হিসেবে বিক্ষোভ মিছিল করে এবং তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয়।’
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন বলেন, নিরাপত্তার কারণে শফিক ও তাঁর স্ত্রীকে আদালতে হাজির না করেই কারাগারে নিয়ে যাওয়া হয়।
বগুড়ার শিবগঞ্জে বাস চাপায় পুলিশের এক অবসরপ্রাপ্ত কর্মকর্তা নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার মোকামতলা পল্লী বিদ্যুৎ অফিসের দক্ষিণে মুরাদপুর এলাকায় রংপুর-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
৬ মিনিট আগেরাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বিআরটিসি বাস চাপায় অজ্ঞাত (৪৫) এক নারী মৃত্যু হয়েছে। তিনি ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে কৃষি ব্যাংকের সামনে ঘটনাটি ঘটে।
৭ মিনিট আগেসংবাদ সম্মেলনে এসপি বলেন, আত্মসমর্পণ করা ৩ ডাকাতের মধ্যে ১ জনের বয়স ২২ বছর এবং ২ জনের বয়স ১৬ বছর। তাদের বয়স খুবই কম। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি ভিডিও গেম ও মুভি দেখে অ্যাডভেঞ্চার হিসেবে তারা ব্যাংক ডাকাতির প্রস্তুতি নিয়েছে।
১৭ মিনিট আগেসমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, তরুণ প্রজন্মের আত্মত্যাগ ও অবদানের ভিত্তিতেই নতুন বাংলাদেশের স্বপ্ন দেখা সম্ভব হয়েছে। বুনিয়াদি প্রশিক্ষণ থেকে এই তরুণদের অর্জিত জ্ঞান সমাজসেবা ও মানুষের কল্যাণে ব্যবহার করতে হবে।
১ ঘণ্টা আগে