বগুড়ায় বিএনপির সমাবেশে যুবদল নেতার মৃত্যু

বগুড়া প্রতিনিধি
আপডেট : ১৯ জুন ২০২৩, ২২: ৪৭
Thumbnail image

বগুড়ায় বিএনপির তারুণ্যের সমাবেশে যোগ দিতে এসে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে যুবদল নেতা আজিজুল হক (৪৩) মারা গেছেন। আজ সোমবার বিকেল ৪টার দিকে বগুড়া শহরের সেন্ট্রাল হাইস্কুল মাঠে সমাবেশ স্থলে তিনি অসুস্থ হন। পরে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করে। আজিজুল হক সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার কয়রা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক এবং কয়রা গ্রামের জমশেদ আলীর ছেলে। 

বগুড়া শহরের ছিলিমপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আনিছুর রহমান নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে রাত ৮টার দিকে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

বগুড়া শহর যুবদলের আহ্বায়ক আহসান হাবিব মমি আজকের পত্রিকাকে বলেন, নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে আজিজুল হক বগুড়ায় বিএনপির তারুণ্যের সমাবেশে যোগ দিতে আসেন। বিকেল ৪টার দিকে সমাবেশস্থলে হঠাৎ করে তিনি বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন। নেতা-কর্মীরা তাঁকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত