রাজশাহীর বাঘায় নৌকার অস্থায়ী নির্বাচনী কার্যালয়ে আগুন

বাঘা (রাজশাহী) প্রতিনিধি 
আপডেট : ২২ ডিসেম্বর ২০২৩, ১২: ৪৪
Thumbnail image

 রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের বাঘায় নৌকার অস্থায়ী নির্বাচনী কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার বাউসা ইউনিয়নের ১ নম্বর দিঘা ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে বাউসা ইউনিয়নের ১ নম্বর দিঘা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান বলেন, ‘গতকাল বৃহস্পতিবার রাত ১১টা পর্যন্ত কয়েকজন কর্মী অফিসে বসে ছিল। তারপর তারা বাড়ি চলে যায়। ভোর ৪টার দিকে বাজার পাহারাদার মাসুদ আলী মাষ্টু খবর দেয় কে বা কারা নির্বাচনী অফিস পুড়িয়ে দিয়েছে। ঘটনাটি তৎক্ষণাৎ থানায় জানালে ভোর ৫টার দিকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। বিষয়টি নৌকার প্রার্থী পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে জানানো হয়েছে।’

দিঘা ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান আলী বলেন, এ ঘটনায় অফিসের দুটি টেবিল, আটটি চেয়ার, এক চাঁদোয়া, চারটি পর্দা পুড়ে গেছে। জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শান্তি দাবি করেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত