বগুড়া প্রতিনিধি
বগুড়ায় ট্রেনের ধাক্কায় সুমাইয়া আকতার (২০) নামের এক তরুণীর মৃত্যু হয়েছে। এদিকে ট্রেনে কাটা পড়ে মিলন (৩৫) নামের এক যুবকের দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ বৃহস্পতিবার সকালে গাবতলী উপজেলার নাড়ুয়ামালায় এবং গতকাল বুধবার সন্ধ্যায় বগুড়া রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
সুমাইয়া আকতার গাবতলী উপজেলা নাড়ুয়ামালা গ্রামের শামিম আহম্মেদের স্ত্রী এবং মিলন গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার শিমুল তাইড় গ্রামের আব্দুর রশিদের ছেলে।
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনাতন সরকার জানান, রেল লাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন সুমাইয়া আকতার। এ সময় বোনারপাড়া থেকে সান্তাহারগামী কলেজ ট্রেনের ধাক্কায় মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। ঘন কুয়াশার কারণে ট্রেন দেখতে না পারায় দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
অপরদিকে বগুড়া রেলওয়ে স্টেশন মাস্টার সাজেদুর রহমান জানান, ঢাকা থেকে রংপুরগামী রংপুর এক্সপ্রেস ট্রেনটি বুধবার সন্ধ্যা সোয়া ৬টায় বগুড়া রেলস্টেশনে যাত্রা বিরতি নেয়। ট্রেনটি ছেড়ে যাওয়ার সময় এক যুবক চলন্ত ট্রেনে উঠতে গিয়ে হাত ফসকে ট্রেনে নিচে কাটা পড়েন। এতে তাঁর দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে তাঁকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, দুই পা বিচ্ছিন্ন হওয়া যুবক রেলওয়ে স্টেশনে ভবঘুরে হিসেবে পরিচিত ছিলেন। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
বগুড়ায় ট্রেনের ধাক্কায় সুমাইয়া আকতার (২০) নামের এক তরুণীর মৃত্যু হয়েছে। এদিকে ট্রেনে কাটা পড়ে মিলন (৩৫) নামের এক যুবকের দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ বৃহস্পতিবার সকালে গাবতলী উপজেলার নাড়ুয়ামালায় এবং গতকাল বুধবার সন্ধ্যায় বগুড়া রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
সুমাইয়া আকতার গাবতলী উপজেলা নাড়ুয়ামালা গ্রামের শামিম আহম্মেদের স্ত্রী এবং মিলন গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার শিমুল তাইড় গ্রামের আব্দুর রশিদের ছেলে।
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনাতন সরকার জানান, রেল লাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন সুমাইয়া আকতার। এ সময় বোনারপাড়া থেকে সান্তাহারগামী কলেজ ট্রেনের ধাক্কায় মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। ঘন কুয়াশার কারণে ট্রেন দেখতে না পারায় দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
অপরদিকে বগুড়া রেলওয়ে স্টেশন মাস্টার সাজেদুর রহমান জানান, ঢাকা থেকে রংপুরগামী রংপুর এক্সপ্রেস ট্রেনটি বুধবার সন্ধ্যা সোয়া ৬টায় বগুড়া রেলস্টেশনে যাত্রা বিরতি নেয়। ট্রেনটি ছেড়ে যাওয়ার সময় এক যুবক চলন্ত ট্রেনে উঠতে গিয়ে হাত ফসকে ট্রেনে নিচে কাটা পড়েন। এতে তাঁর দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে তাঁকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, দুই পা বিচ্ছিন্ন হওয়া যুবক রেলওয়ে স্টেশনে ভবঘুরে হিসেবে পরিচিত ছিলেন। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
কয়েকজন শিক্ষার্থী সাংবাদিকদের সঙ্গে মারমুখী আচরণ করেন। তাঁরা চিৎকার শাসিয়ে শাসিয়ে বলার চেষ্টা করেন, ওই চিকিৎসকের আচরণের কারণে আজকের সংবাদ সম্মেলনের ইস্যু যেন সাংবাদিকেরা ধামাচাপা না দেন। শিক্ষার্থী অভিজিৎ হাওলাদারের মৃত্যু যে চিকিৎসায় অবহেলার কারণে ঘটেনি সেটি জানাতেই আজ সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল
১০ মিনিট আগেসাবেক খাদ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলামকে নিউমার্কেট থানায় দায়ের করা ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুব কারাগারে পাঠানোর এ আদেশ দেন।
১৩ মিনিট আগেরাজশাহীতে সেনা কর্মকর্তা পরিচয়ে মামলার ভয় দেখিয়ে এক ব্যক্তির কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। আজ মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১৪ মিনিট আগেবিক্ষোভে অংশ নেওয়া শ্রমিকেরা বলেন, চার বছর আগে লেনি ফ্যাশনস ও লেনি অ্যাপারেলস কারখানা বন্ধ হয়ে যায়। এরপর বেপজা কর্তৃপক্ষ সেই কারখানা দুটির একটি বিক্রি করে দেয়। কিন্তু তারা শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধ করেনি।
২০ মিনিট আগে