নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের দিন রাজশাহী-২ (সদর) আসনের বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনুকে ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগে মামলা হয়েছে। রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ১৩, ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী আসনের সদ্য সাবেক কাউন্সিলর সামসুন নাহার বাদী হয়ে গতকাল শনিবার রাতে নগরের বোয়ালিয়া থানায় মামলাটি করেন।
মামলার এজাহারে সামসুন নাহার নিজেকে মহিলা দলের ১ নম্বর যুগ্ম সম্পাদক উল্লেখ করেছেন। তবে দলীয় সিদ্ধান্ত অমান্য করে রাজশাহী সিটি নির্বাচনে অংশগ্রহণ করায় ২০২৩ সালে বিএনপি ও সহযোগী সংগঠনের ১৬ নেতাকে আজীবনের জন্য দল থেকে বহিষ্কার করা হয়। এই ১৬ জনের মধ্যে তাঁর নামও রয়েছে।
যোগাযোগ করা হলে সামসুন নাহার স্বীকার করেন, তিনি এখনো বহিষ্কৃত। ওই বহিষ্কারাদেশ এখনো প্রত্যাহার হয়নি। এজাহারে ভুলবশত দলীয় পরিচয় দেওয়া হয়েছে। তবে মনে-প্রাণে তিনি সব সময় জাতীয়তাবাদী আদর্শ লালন করে থাকেন। তিনি বলেন, ২০১৪ সালে সাবেক সিটি মেয়র ও বিএনপি নেতা মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলের পোস্টার ছিঁড়ে ফেলার এক ঘটনায় আজ রোববার তিনি আরেকটি মামলা করবেন। সেখানে আর ভুল থাকবে না।
সামসুন নাহারের মামলার এজাহারে আসামি হিসেবে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৪ নেতা-কর্মীর নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া ২০০ থেকে ২৫০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে। এজাহারে বলা হয়েছে, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর ভোট গ্রহণের দিন বিএনপি প্রার্থী মিজানুর রহমান মিনু রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রে ভোট দিতে গেলে আসামিরা তাঁকে বাধা দেন। এ সময় ফাঁকা গুলি ছোড়া হয়। কয়েকজনকে পিটিয়ে আহত করা হয়।
এ ছাড়া কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এ ঘটনার পর আসামিরা সামসুন নাহারের বাড়ি ও অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ ছাড়া নগদ টাকা ও গয়না লুট করা হয়। ওই সময় রাজনৈতিক পরিস্থিতি অনুকূলে না থাকায় মামলা করা যায়নি। এখন মামলা করলেন।
এ বিষয়ে জানতে চাইলে নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ আজকের পত্রিকাকে বলেন, সাড়ে পাঁচ বছর আগের ঘটনায় মামলা হয়েছে। আসামিরা আত্মগোপনে রয়েছেন। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের দিন রাজশাহী-২ (সদর) আসনের বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনুকে ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগে মামলা হয়েছে। রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ১৩, ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী আসনের সদ্য সাবেক কাউন্সিলর সামসুন নাহার বাদী হয়ে গতকাল শনিবার রাতে নগরের বোয়ালিয়া থানায় মামলাটি করেন।
মামলার এজাহারে সামসুন নাহার নিজেকে মহিলা দলের ১ নম্বর যুগ্ম সম্পাদক উল্লেখ করেছেন। তবে দলীয় সিদ্ধান্ত অমান্য করে রাজশাহী সিটি নির্বাচনে অংশগ্রহণ করায় ২০২৩ সালে বিএনপি ও সহযোগী সংগঠনের ১৬ নেতাকে আজীবনের জন্য দল থেকে বহিষ্কার করা হয়। এই ১৬ জনের মধ্যে তাঁর নামও রয়েছে।
যোগাযোগ করা হলে সামসুন নাহার স্বীকার করেন, তিনি এখনো বহিষ্কৃত। ওই বহিষ্কারাদেশ এখনো প্রত্যাহার হয়নি। এজাহারে ভুলবশত দলীয় পরিচয় দেওয়া হয়েছে। তবে মনে-প্রাণে তিনি সব সময় জাতীয়তাবাদী আদর্শ লালন করে থাকেন। তিনি বলেন, ২০১৪ সালে সাবেক সিটি মেয়র ও বিএনপি নেতা মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলের পোস্টার ছিঁড়ে ফেলার এক ঘটনায় আজ রোববার তিনি আরেকটি মামলা করবেন। সেখানে আর ভুল থাকবে না।
সামসুন নাহারের মামলার এজাহারে আসামি হিসেবে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৪ নেতা-কর্মীর নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া ২০০ থেকে ২৫০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে। এজাহারে বলা হয়েছে, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর ভোট গ্রহণের দিন বিএনপি প্রার্থী মিজানুর রহমান মিনু রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রে ভোট দিতে গেলে আসামিরা তাঁকে বাধা দেন। এ সময় ফাঁকা গুলি ছোড়া হয়। কয়েকজনকে পিটিয়ে আহত করা হয়।
এ ছাড়া কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এ ঘটনার পর আসামিরা সামসুন নাহারের বাড়ি ও অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ ছাড়া নগদ টাকা ও গয়না লুট করা হয়। ওই সময় রাজনৈতিক পরিস্থিতি অনুকূলে না থাকায় মামলা করা যায়নি। এখন মামলা করলেন।
এ বিষয়ে জানতে চাইলে নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ আজকের পত্রিকাকে বলেন, সাড়ে পাঁচ বছর আগের ঘটনায় মামলা হয়েছে। আসামিরা আত্মগোপনে রয়েছেন। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
জামিনে কারাগার থেকে মুক্তি পাওয়ার পরই গ্রেপ্তার হয়েছেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা রাহেনুল হক। সোমবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান এবং এরপরই জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন
১৬ মিনিট আগেঅবশেষে কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। আগামী বৃহস্পতিবার কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএর ঘাট থেকে কেয়ারি সিন্দাবাদ নামক একটি জাহাজ পর্যটক নিয়ে সেন্ট মার্টিন যাবে
৩১ মিনিট আগেঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের আপ্যায়নবিষয়ক সম্পাদক ইমন খান জীবনকে (২৮) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার (২৪ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়
৪০ মিনিট আগেবরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নুরল ইসলাম মনি বলেছেন, স্বৈরাচারী শেখ হাসিনা ও তার নেতাকর্মীরা দীর্ঘসময় ক্ষমতায় থাকাকালীন বিএনপির নেতা-কর্মীসহ সাধারণ মানুষের ওপর অত্যাচার-নির্যাতন চালিয়েছেন। আমিও অনেক নির্যাতনের শিকার হয়েছি। অনেক হাজার হাজার কোটি টাকা লুট ও বিদেশে পাচার করেছেন। তাদের আর মাথাচাড়া দিয়
১ ঘণ্টা আগে