শিবগঞ্জে নতুন আলুর কেজি ৪২০

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি 
আপডেট : ১৮ নভেম্বর ২০২৪, ১৮: ৩৩
Thumbnail image
বাজারে বিক্রি হওয়া নতুন আলু। ছবি: আজকের পত্রিকা

বগুড়ার শিবগঞ্জের কাঁচাবাজারগুলোতে উঠতে শুরু করেছে আগাম জাতের আলু। মৌসুমের শুরুতে বাজারে আলু ওঠায় আকার ও প্রকারভেদে ৩৮০-৪২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন, আমদানির তুলনায় চাহিদা বেশি হওয়ায় দাম বেশি নেওয়া হচ্ছে। তবে বেশি দামে আলু কিনেও ফুরফুরে মেজাজে দেখা গেছে ক্রেতাদের।

উত্তরবঙ্গের সবচেয়ে বড় সবজির বাজার শিবগঞ্জ উপজেলার মহাস্থান হাটে আজ সোমবার নতুন আলু বিক্রি হয়েছে ৩৮০ টাকা কেজি। আর মোকামতলা, শিবগঞ্জ, গুজিয়া ও কিচকের খুচরা বাজারে সেই আলু ৪২০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা গেছে ব্যবসায়ীদের।

মহাস্থান সবজি বাজারে আলু বিক্রি করতে আসা শামীম মিয়া জানান, বগুড়ায় এখনো পুরোদমে নতুন আলু তোলা শুরু হয়নি। কিছু কৃষক অল্প পরিমাণে আগাম আলু রোপণ করেছিলেন, তাঁরাই বাজারে বিক্রি করছেন। এ ছাড়া ঠাকুরগাঁও ও দিনাজপুর থেকে কিছু নতুন আলু আসছে। আমদানি কম ও চাহিদা বেশি থাকায় দাম একটু বেশি।

মোকামতলা বাজারে আলু কিনতে আসা অসীম মিয়া বলেন, ‘নবান্ন এলে নতুন সবজি পাওয়া যায়। আলু নতুন, শাকসবজি সবকিছুই নতুন। যেহেতু বাজারে পর্যাপ্ত নতুন আলু নেই, তাই দাম বেশিতেই কিনলাম। তবে এ ব্যাপারে আমার কোনো অভিযোগ নেই।’

জানা গেছে, শিবগঞ্জসহ বগুড়ার সব উপজেলায় এখন আলু চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। আগাম ধান কাটার পর আলু রোপণ করা হচ্ছে। অক্টোবর মাসের শেষ থেকে নভেম্বর পর্যন্ত চলে আলু রোপণ। রোপণের ৬০ দিন থেকে আলু উত্তোলন শুরু করেন চাষিরা। আগাম জাতের আলু চাষে প্রতি বিঘায় সর্বোচ্চ ৪০-৫০ হাজার টাকা খরচ হয়।

জানতে চাইলে কৃষি অধিদপ্তর বগুড়ার উপসহকারী কৃষি কর্মকর্তা ফরিদুল ইসলাম বলেন, ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারিতে নতুন আলু বাজারে আসবে। এ বছর বগুড়া জেলায় ২ হাজার ২৫০ হেক্টর জমি থেকে ৪০ হাজার ৫০০ টন আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

দেওয়ানি মামলা দ্রুত নিষ্পত্তিতে একগুচ্ছ সুপারিশ কমিশনের

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত