Ajker Patrika

নওগাঁর জগদ্দল বিহারে আবার খননকাজ শুরু

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৩, ১০: ২৩
নওগাঁর জগদ্দল বিহারে আবার খননকাজ শুরু

নওগাঁর ধামইরহাটে জগদ্দল মহাবিহারের খননকাজ আবার শুরু হয়েছে। আজ শনিবার বেলা ১১টার দিকে উপজেলার ধামইরহাট ইউনিয়নের জগদ্দল এলাকায় প্রত্নতত্ত্ব অধিদপ্তর ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বিহারের চতুর্থ পর্যায়ের খননকাজের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মো. শহিদুজ্জামান সরকার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুল ইসলাম প্রমুখ। 

প্রত্নতত্ত্ব অধিদপ্তর সূত্র জানায়, জগদ্দল মহাবিহারে প্রথম খননকাজ শুরু হয় ১৯৯৬ সালে। মাঝে কিছুদিন বন্ধ থাকে। দ্বিতীয়বার ২০১২ সালের ১ ডিসেম্বর আবার শুরু হয় খননকাজ। এরপর তৃতীয় পর্যায়ে খনন শুরু হয় ২০১৩ সালে, চলে ২০১৪ সালের জানুয়ারি পর্যন্ত। এ সময় খনন করতে গিয়ে ছোট ছোট ব্রোঞ্জের বুদ্ধমূর্তি, কালো পাথরের একটি মূর্তি, পোড়ামাটির গুটিকা, পোড়ামাটির বল, প্রদীপ, অলংকৃত ইট, পাথর, পাথরের গুটিকাসহ প্রচুর লোহার পেরেক ও কাঁটা পাওয়া যায়। 

প্রত্নতত্ত্ব অধিদপ্তরের রাজশাহী ও রংপুর বিভাগের আঞ্চলিক পরিচালক মোছা. নাহিদ সুলতানা বলেন, প্রাথমিক অবস্থায় এক মাসের জন্য খননকাজ শুরু করা হয়েছে। পুরো কাজ সম্পন্ন করতে এখনো অনেক সময় প্রয়োজন। 

প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক চন্দন কুমার দে আজকের পত্রিকাকে বলেন, ‘আগে কিছু খননকাজ হয়েছিল। বাকি অংশটুকু খননকাজের জন্য আমরা এর উদ্বোধন করলাম। পরে অন্যান্য বিহার যেমন মহাস্থানগড়ের মতো জনগণের জন্য উন্মুক্ত করা হবে এই বিহার।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অতিরিক্ত দায়িত্ব পালনে খাওয়ার খরচ চায় পুলিশ

রেমিট্যান্সের নামে ৭৩০ কোটি টাকার কর ফাঁকি দিয়েছেন একজন, কার কথা বললেন এনবিআর চেয়ারম্যান

ভারতে বসেছে বিশ্বের গোয়েন্দাপ্রধানদের আসর, কী হচ্ছে সেখানে

মামলা করতে যাওয়া নারীর কাছ থেকে টাকা ‘কেড়ে নিলেন’ এসআই

বিয়ে করলেন গণতান্ত্রিক ছাত্রসংসদ নেতা রাফি, কনে বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত