Ajker Patrika

ঈদের দিন যুবককে পিটিয়ে হত্যা, থানায় মামলা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ৩০ জুন ২০২৩, ১৯: ৫৯
ঈদের দিন যুবককে পিটিয়ে হত্যা, থানায় মামলা

ঈদের দিন তুচ্ছ ঘটনায় রাজশাহীর পবায় যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আজ শুক্রবার আটজনকে আসামি করে থানায় মামলা করেছে নিহতের পরিবার। 

নিহত যুবকের নাম মো. রাব্বানী ওরফে রাব্বি। তিনি তালগাছি গ্রামের ইসরাফিল হোসেনের ছেলে। 

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় আহত ওই যুবককে প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পরে নগরীর লক্ষ্মীপুরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। মধ্যরাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

পুলিশ জানায়, ঈদের দিন (বৃহস্পতিবার) বিকেলে জনি নামে এক ব্যক্তি তাঁর স্ত্রীকে নিয়ে উপজেলার তালগাছি বিলে এলাকায় বেড়াতে যান। এ সময় মাধাইপাড়া গ্রামের জীবন ও জাকির নামে দুই ব্যক্তি মোটরসাইকেলে চড়ে যাওয়ার সময় জনিকে ধাক্কা দেন। 

এ নিয়ে সেখানে উত্তেজনা সৃষ্টি হলে স্থানীয়রা তা সমঝোতা করে দুপক্ষকেই বাড়ি পাঠিয়ে দেন। কিন্তু এটিকে কেন্দ্র করে জনি তাঁর গ্রামের কয়েকজনকে সঙ্গে নিয়ে সন্ধ্যার দিকে তালগাছি বিলে এসে জীবন ও জাকিরকে খুঁজতে থাকেন। সেখানে তাঁদের না পেয়ে তালগাছি গ্রামের রাব্বিকে (২৬) পেয়ে মারধর করেন। এ সময় লাঠির আঘাতে রাব্বির ডান কানের ওপরে মাথায় গুরুতর জখম হয়। 

পরে আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ঈদের দিন কোনো চিকিৎসক না থাকায় নগরীর লক্ষ্মীপুরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। মধ্যরাতে তিনি মারা যান। 

পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ পারভেজ আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে জনিসহ আটজনকে আসামি করে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আর ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত