সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জে আদালত ভবনের তৃতীয় তলা থেকে লাফ দিয়ে আব্দুর রাজ্জাক রনি (২৬) নামে এক পুলিশ সদস্য আত্মহত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পরে আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে সিরাজগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
আজ রোববার দুপুরে স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় আদালতে হাজিরা দিতে এসে সিরাজগঞ্জের জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এ এই ঘটনা ঘটে।
আহত পুলিশ কনস্টেবল আব্দুর রাজ্জাকের বাড়ি জেলার কাজীপুর উপজেলার কুনকুনিয়া গ্রামে।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর পেশকার মো. রাসেল জানান, ২০২২ সালের মার্চ মাসে তিথি আক্তার বন্যা নামে এক নারী বাদী হয়ে তাঁর স্বামী পুলিশ কনস্টেবল আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে মামলা করেন। আজ সেই মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। আদালতের বিচারক বেগম সালমা খাতুন উভয়পক্ষের আইনজীবীকে বলে মামলাটি আপস মীমাংসার চেষ্টা করেন।
প্রথম পর্যায়ে আব্দুর রাজ্জাক রনি সংসার করার জন্য রাজি হন। পরে তিনি বলেন, সংসার করবেন না। এ সময় বিচারক আইনজীবীদের সঙ্গে কথা বলে আপস মীমাংসা জন্য ৩০ মিনিট সময় দেন। পরে ফের ডাকা হলে আব্দুর রাজ্জাক রনি বলেন, ‘আমি সংসার করব না। আমাকে জেল দেন, ফাঁসি দেন।’ এ কথা শুনে আবারও মীমাংসা জন্য সময় দেন বিচারক। তৃতীয়বার যখন ডাকা হয়, তখন ওই পুলিশ সদস্য আদালতের তিনতলা ভবন থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এ সময় সেখানে উপস্থিত লোকজন তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করে দেন।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর পিপি (ভারপ্রাপ্ত) অ্যাডভোকেট জাহিদা সুলতানা বীথি বলেন, বিচারক আপস মীমাংসার কথা বলেন। মামলার বাদী তিথি আক্তার বন্যা রাজি হলেও আসামি রাজি হননি। একপর্যায়ে তিনি এজলাস থেকে বেরিয়ে বারান্দা থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যার চেষ্টা করেন।
সিরাজগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক রোকন উদ্দিন বলেন, ‘আব্দুর রাজ্জাক রনি নামে এক ব্যক্তিকে আহত অবস্থায় হাসপাতালে আনা হলে দ্রুত তাঁকে চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি আছেন। তাঁর আঘাত গুরুতর নয়। দুই-এক দিনের মধ্যেই বাড়িতে চলে যেতে পারবেন তিনি।’
সিরাজগঞ্জে আদালত ভবনের তৃতীয় তলা থেকে লাফ দিয়ে আব্দুর রাজ্জাক রনি (২৬) নামে এক পুলিশ সদস্য আত্মহত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পরে আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে সিরাজগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
আজ রোববার দুপুরে স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় আদালতে হাজিরা দিতে এসে সিরাজগঞ্জের জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এ এই ঘটনা ঘটে।
আহত পুলিশ কনস্টেবল আব্দুর রাজ্জাকের বাড়ি জেলার কাজীপুর উপজেলার কুনকুনিয়া গ্রামে।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর পেশকার মো. রাসেল জানান, ২০২২ সালের মার্চ মাসে তিথি আক্তার বন্যা নামে এক নারী বাদী হয়ে তাঁর স্বামী পুলিশ কনস্টেবল আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে মামলা করেন। আজ সেই মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। আদালতের বিচারক বেগম সালমা খাতুন উভয়পক্ষের আইনজীবীকে বলে মামলাটি আপস মীমাংসার চেষ্টা করেন।
প্রথম পর্যায়ে আব্দুর রাজ্জাক রনি সংসার করার জন্য রাজি হন। পরে তিনি বলেন, সংসার করবেন না। এ সময় বিচারক আইনজীবীদের সঙ্গে কথা বলে আপস মীমাংসা জন্য ৩০ মিনিট সময় দেন। পরে ফের ডাকা হলে আব্দুর রাজ্জাক রনি বলেন, ‘আমি সংসার করব না। আমাকে জেল দেন, ফাঁসি দেন।’ এ কথা শুনে আবারও মীমাংসা জন্য সময় দেন বিচারক। তৃতীয়বার যখন ডাকা হয়, তখন ওই পুলিশ সদস্য আদালতের তিনতলা ভবন থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এ সময় সেখানে উপস্থিত লোকজন তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করে দেন।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর পিপি (ভারপ্রাপ্ত) অ্যাডভোকেট জাহিদা সুলতানা বীথি বলেন, বিচারক আপস মীমাংসার কথা বলেন। মামলার বাদী তিথি আক্তার বন্যা রাজি হলেও আসামি রাজি হননি। একপর্যায়ে তিনি এজলাস থেকে বেরিয়ে বারান্দা থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যার চেষ্টা করেন।
সিরাজগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক রোকন উদ্দিন বলেন, ‘আব্দুর রাজ্জাক রনি নামে এক ব্যক্তিকে আহত অবস্থায় হাসপাতালে আনা হলে দ্রুত তাঁকে চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি আছেন। তাঁর আঘাত গুরুতর নয়। দুই-এক দিনের মধ্যেই বাড়িতে চলে যেতে পারবেন তিনি।’
আজ রোববার ভোর ৬টায় ও ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। যা আজ সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা বলে নিশ্চিত করেছে আবহাওয়া অফিস। গতকাল শনিবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গত বৃহস্পতিবার তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
২৪ মিনিট আগেরাত ১০টার দিকে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রথম বর্ষের এক ছাত্রীর সঙ্গে কপালে টিপ পরে, ঘোমটা দিয়ে হলে প্রবেশ করে ওই যুবক। এ সময় পোশাক ও হাঁটা দেখে আশপাশের শিক্ষার্থীদের সন্দেহ হয়। পরে তাঁরা হল সুপারকে সিসিটিভি ফুটেজ চেক করতে বলেন। সিসিটিভি ফুটেজ চেক করে হল সুপারসহ ওই নারী শিক্ষার্থীর কক্ষে যান...
২ ঘণ্টা আগেবরগুনার তালতলীর জেলেরা নিষিদ্ধ বেহুন্দি জাল দিয়ে বঙ্গোপসাগর উপকূলে দেদার নিধন করছেন মাছের পোনাসহ ছোট চিংড়ি। এতে ধ্বংস হচ্ছে সমুদ্রের জীববৈচিত্র্য। এ ক্ষেত্রে দাদন ব্যবসায়ীরা মদদ দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। তাঁরা প্রশাসনকে হাত করতে জেলেদের কাছ থেকে চাঁদা তোলেন। তবে সরকারি কর্মকর্তারা এ অভিযোগ...
২ ঘণ্টা আগেডেমরায় ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) খালের ওপর নির্মিত হাজীনগর সেতু প্রয়োজনের তুলনায় কম প্রশস্ত হওয়ায় পারাপারে দুর্ভোগে পড়েছে এলাকার বহু মানুষ। স্টাফ কোয়ার্টার-হাজীনগর এলাকার এই গার্ডার সেতু প্রায় দেড় দশক আগে নির্মিত।
৯ ঘণ্টা আগে