রাজশাহীতে মাদ্রাসার নামে জমি দখলচেষ্টার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী    
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৪, ১৮: ৩৬
জমি দখলচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে উম্মে হানী। ছবি: আজকের পত্রিকা

রাজশাহীতে মাদ্রাসা স্থাপনের নামে জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার দুপুরে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেছেন উম্মে হানী নামের এক নারী। জমির মালিকানা দাবিদার এই নারীর বাড়ি নগরের নতুন বুধপাড়া মহল্লায়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উম্মে হানী বলেন, চার বছর আগে নতুন বুধপাড়া এলাকায় সোয়া ছয় কাঠা জমি কেনেন তিনি। গত ২০ অক্টোবর সেই জমিতে সীমানা প্রাচীর দেওয়ার কাজ শুরু করেন। তখন ওই এলাকার বাসিন্দা মোজাম্মেল হকসহ ২০-২৫ জন গিয়ে প্রাচীর নির্মাণের কাজ বন্ধ করার নির্দেশ দেন। বাধা উপেক্ষা করে প্রাচীরের কাজ শেষ করা হয়।

তবে গত ২৭ অক্টোবর রাতে মোজাম্মেল হকের নেতৃত্বে বেশ কয়েকজন সীমানা প্রাচীরের উত্তর দিকের অংশ ভেঙে দেন। এ ঘটনায় গত ৩ নভেম্বর মতিহার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন হানী। তিনি বলেন, গত ৩ নভেম্বর আবারও ভাঙা অংশের প্রাচীর দেওয়ার জন্য কাজ শুরু করলে মোজাম্মেলসহ ৩০-৪০ জন দেশীয় অস্ত্র নিয়ে তাদের সীমানা প্রাচীরের নির্মাণকাজ বন্ধের নির্দেশ দেন। বলেন, জমির উত্তর দিকে মাদ্রাসা নির্মাণ করা হবে। তাই দুই ফুট জমি দান করতে হবে। এ অবস্থায় দুই ফুট জমি কিনে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়। তবে তারা কিনে নিতে অস্বীকৃতি জানিয়ে দুই ফুট জমি দখলে নেওয়ার চেষ্টা করছেন।

হানী বলেন, পরদিন সকালে গিয়ে দেখেন, তাঁর জমির উত্তর দিকের প্রাচীর ভেঙে ফেলা হয়েছে। এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে ভুক্তভোগী নারী বলেন, ‘ধর্মীয় প্রতিষ্ঠান মাদ্রাসা তৈরির কথা বলে ও রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে আমার জমি দখলে নেওয়ার চেষ্টা করছেন মোজাম্মেল। এ বিষয়ে থানায় জিডি করেও কোনো সহযোগিতা পাইনি।’

প্রতিপক্ষদের হুমকিতে আতঙ্কিত থাকার কথা জানিয়ে উম্মে হানী বলেন, ‘পরিবার নিয়ে আতঙ্কে দিন কাটাতে হচ্ছে। আমি চাই এর একটা সুষ্ঠু সমাধান হোক। তারা যদি এ দুই ফুট জমি নিতে চায়, তবে আমার কাছ থেকে কিনে নিতে হবে। এভাবে জোর করে নয়।’

এ বিষয়ে জানতে বেশ কয়েকবার মোজাম্মেল হকের মোবাইলে ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি। ফোন ধরেননি মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলামও। তাই পুলিশের বক্তব্যও পাওয়া যায়নি।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত