Ajker Patrika

খুপরি ঘরে অচেতন মানসিক ভারসাম্যহীন নারী, শরীরে নির্যাতনের চিহ্ন

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি 
জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল। ছবি: সংগৃহীত
জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল। ছবি: সংগৃহীত

খুপরি ঘরের দরজার সামনে বিবস্ত্র পড়েছিলেন ষাটোর্ধ্ব এক নারী। পাশেই পড়ে ছিল খালি বোতল, ঘরের এক কোনে একটি পাত্রে ছিল বাসি খাবার। চৌকির ওপরে কাপড়চোপড় ছিল এলোমেলো।

গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তুলসীগঙ্গা নদীর বন্যানিয়ন্ত্রণ বাঁধের নবাবগঞ্জ পারঘাটি এলাকায় স্থানীয় দুই নারী তাঁকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখান থেকে জয়পুরহাট আধুনিক হাসপাতালে রেফার করা হয়। অর্থাভাবে সেখানে নিয়ে যেতে না পারায় বাড়িতেই রাখা হয় তাঁকে।

খবর পেয়ে সাবেক এক নারী কাউন্সিলর সেখানে যান। পরে তাঁকে সরকারি খরচে পাঠানো হয় জয়পুরহাট আধুনিক হাসপাতালে।

সাবেক নারী কাউন্সিলর বলছেন, ওই নারীকে নেশাজাতীয় কিছু খাইয়ে যৌন নির্যাতন করা হয়েছে। তবে চিকিৎসক এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

খোঁজ নিয়ে জানা গেছে, ২০ বছর আগে অজ্ঞাত পরিচয়ের মানসিক ভারসাম্যহীন ওই নারী ওই এলাকায় এসে থাকতে শুরু করেন। তিনি ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন। আর রাতে তুলসীগঙ্গা নদীর তীরে পারঘাটি এলাকায় একটি টিনের খুপরি ঘরে থাকতেন।

ওই নারীর প্রতিবেশী হাসি রানী বলেন, ‘প্রতিদিন ওই মহিলাটি আমাদের বাসায় এসে খাওয়া দাওয়া করে। মঙ্গলবার সকালে সে খেতে না আসলে তার ঘরে গিয়ে দেখি সে বিবস্ত্র অবস্থায় অচেতন হয়ে পড়ে আছে। পরে আমরা তাকে হাসপাতালে নিয়ে যাই।’

সংরক্ষিত সাবেক নারী কাউন্সিলর বন্দনা রানী বাগচী বলেন, ‘খবর পেয়ে আমি ওই নারীকে দেখতে আসি। তাঁর শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম ছিল। স্পর্শকাতর স্থানেও নির্যাতনের আলামত পাই। মনে হচ্ছে তাঁকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করে যৌন নির্যাতন চালানো হয়েছে। বর্তমানে সে জয়পুরহাট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার কোনো স্বজন না থাকায় আমি নিজে বাদী হয়ে থানায় অভিযোগ দিয়েছি। এর সুষ্ঠু বিচার চাই।’

জয়পুরহাট আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সরদার রাশেদ মোবারক বলেন, নির্যাতনের শিকার হয়ে মানসিক ভারসাম্যহীন এক নারী হাসপাতালে ভর্তি রয়েছে। তাঁর চিকিৎসা চলছে।

ধর্ষণের শিকার হয়েছেন কিনা জানতে চাইলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। থানার একজন উপপরিদর্শকের তত্ত্বাবধানে জয়পুরহাট হাসপাতালে তার চিকিৎসা চলছে। আমরা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরিবারের সামনে পুলিশ কর্মকর্তা লাঞ্ছিত, স্বেচ্ছাসেবক দলের ৩ নেতা-কর্মী আটক

নয়াদিল্লি হাসিনা আমলের দৃষ্টিভঙ্গিই ধরে রেখেছে: ভারতীয় গণমাধ্যমকে দেবপ্রিয় ভট্টাচার্য

বিমসটেক সম্মেলনে ড. ইউনূস ও নরেন্দ্র মোদি বৈঠক হচ্ছে

গ্রেপ্তার আসামিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা, বিএনপির ১৭ নেতা-কর্মী আটক

তখন অন্য একটা সংগঠন করতাম, এখন বলতে লজ্জা হয়: জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত