চাঁপাইনবাবগঞ্জ, প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে বাইসাইকেল চুরি সন্দেহে গলায় গামছা পেঁচিয়ে বুকে পা চাপা দিয়ে যুবককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। তবে ওই যুবক বলছেন, তিনি বাইসাইকেল চুরি করেননি। আর ইউপি চেয়ারম্যানের দাবি, সাইকেল চুরি যাওয়া ব্যক্তিকে সান্ত্বনা দিতেই যুবককে শাস্তি দিয়েছেন তিনি।
এ অভিযোগ সদর উপজেলার ১২ নম্বর চরবাগডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান শহীদ রানা টিপুর বিরুদ্ধে। গত রোববার চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে। এরপর সে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভুক্তভোগী শহিদুল জানান, রোববার বিকেলে চরবাগডাঙ্গা বাজারে ধাক্কা লেগে একটি বাইসাইকেল পড়ে যায়। সে সাইকেলটি তুলতে যায়। এ সময় চোর সন্দেহে মারধর শুরু করে এলাকাবাসী। একপর্যায়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহীদ রানা টিপু তাকে ধরে নিয়ে অনেক মারধর করে। এর আগেও চোর সন্দেহে কয়েকজনকে টর্চার সেলে নির্যাতনের অভিযোগ রয়েছে চেয়ারম্যানের বিরুদ্ধে।
ভুক্তভোগী এক বাসিন্দা বলেন, ‘আমরা প্রথম একসঙ্গে ২৫ জন তাঁর হাতে মার খেয়েছি। এটা তো আইনের আওতায় পড়ে না। উনি কেন শাস্তি দিবেন।’
টর্চার সেলের বিষয়টি স্বীকার করে বাইসাইকেল চুরি যাওয়া ব্যক্তিকে সান্ত্বনা দিতেই তিনি যুবককে শাস্তি দিয়েছেন বলে জানান ইউপি চেয়ারম্যান শাহীদ রানা টিপু। চেয়ারম্যান বলেন, ‘শত জনগণের মাঝ থেকে তাদের বুঝ দেওয়ার জন্য আমি তাকে নিয়ে আসি। আমি কি তাকে দুইটা বাড়ি মারতে পারি না? এটা কি আমার অধিকার নাই? আর এটা টর্চার সেল হবে কেন? সরকারের নীতিমালা অনুযায়ী সরকার টর্চার সেল করেছে।’
স্থানীয় প্রশাসন বলছে, অভিযোগ পেলে সত্যতা খতিয়ে দেখা হবে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মোজাফ্ফর হোসেন জানান, মারধরের ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইফফাত জাহান বলেন, ‘যদি অভিযোগ করে এবং অভিযোগের সত্যতা পাওয়া যায় তাইলে আমরা আইনানুগ যে ব্যবস্থা গ্রহণ করা যায় সেটি দেখব।’
চাঁপাইনবাবগঞ্জে বাইসাইকেল চুরি সন্দেহে গলায় গামছা পেঁচিয়ে বুকে পা চাপা দিয়ে যুবককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। তবে ওই যুবক বলছেন, তিনি বাইসাইকেল চুরি করেননি। আর ইউপি চেয়ারম্যানের দাবি, সাইকেল চুরি যাওয়া ব্যক্তিকে সান্ত্বনা দিতেই যুবককে শাস্তি দিয়েছেন তিনি।
এ অভিযোগ সদর উপজেলার ১২ নম্বর চরবাগডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান শহীদ রানা টিপুর বিরুদ্ধে। গত রোববার চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে। এরপর সে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভুক্তভোগী শহিদুল জানান, রোববার বিকেলে চরবাগডাঙ্গা বাজারে ধাক্কা লেগে একটি বাইসাইকেল পড়ে যায়। সে সাইকেলটি তুলতে যায়। এ সময় চোর সন্দেহে মারধর শুরু করে এলাকাবাসী। একপর্যায়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহীদ রানা টিপু তাকে ধরে নিয়ে অনেক মারধর করে। এর আগেও চোর সন্দেহে কয়েকজনকে টর্চার সেলে নির্যাতনের অভিযোগ রয়েছে চেয়ারম্যানের বিরুদ্ধে।
ভুক্তভোগী এক বাসিন্দা বলেন, ‘আমরা প্রথম একসঙ্গে ২৫ জন তাঁর হাতে মার খেয়েছি। এটা তো আইনের আওতায় পড়ে না। উনি কেন শাস্তি দিবেন।’
টর্চার সেলের বিষয়টি স্বীকার করে বাইসাইকেল চুরি যাওয়া ব্যক্তিকে সান্ত্বনা দিতেই তিনি যুবককে শাস্তি দিয়েছেন বলে জানান ইউপি চেয়ারম্যান শাহীদ রানা টিপু। চেয়ারম্যান বলেন, ‘শত জনগণের মাঝ থেকে তাদের বুঝ দেওয়ার জন্য আমি তাকে নিয়ে আসি। আমি কি তাকে দুইটা বাড়ি মারতে পারি না? এটা কি আমার অধিকার নাই? আর এটা টর্চার সেল হবে কেন? সরকারের নীতিমালা অনুযায়ী সরকার টর্চার সেল করেছে।’
স্থানীয় প্রশাসন বলছে, অভিযোগ পেলে সত্যতা খতিয়ে দেখা হবে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মোজাফ্ফর হোসেন জানান, মারধরের ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইফফাত জাহান বলেন, ‘যদি অভিযোগ করে এবং অভিযোগের সত্যতা পাওয়া যায় তাইলে আমরা আইনানুগ যে ব্যবস্থা গ্রহণ করা যায় সেটি দেখব।’
গাজীপুর মহানগরীর ছয়দানা এলাকায় একটি সোয়েটার কারখানা বন্ধ ঘোষণার প্রতিবাদে শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেছেন। আজ রোববার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকেরা। এতে মহাসড়কের উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন মানুষ।
৬ মিনিট আগেরাজধানীর বিভিন্ন এলাকায় ফের সড়ক অবরোধ করেছে ব্যাটারিচালিত রিকশা চালকেরা। এতে রাজধানীর বেশ কয়েকটি সড়কে যান চলাচল বন্ধসহ তীব্র যানজটের সৃষ্টি হয়েছে...
১০ মিনিট আগেরাজধানীর মিরপুরে একটি টিনশেড বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ ৭ জন দগ্ধ হয়েছেন। তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে...
৩৬ মিনিট আগেফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান শামীম তালুকদারকে (৪৬) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে শহরের কমলাপুরে নিজবাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল।
১ ঘণ্টা আগে