নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীতে আওয়ামী লীগের এক নেতার সঙ্গে ছবি থাকায় তরুণকে পুলিশে সোপর্দ করেছেন ছাত্রদলের এক নেতা। আজ সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে রাজশাহীর লোকনাথ স্কুলের সামনে এ ঘটনা ঘটে।
তরুণের নাম আকিফ-ই-রাব্বি (১৯)। বাবার নাম গোলাম নবী, বাড়ি নগরের সাগরপাড়া মহল্লায়। তিনি ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে।
পুলিশের হাতে তুলে দেওয়ার আগে রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের সদস্যসচিব এমদাদুল হক লিমন ছাত্রলীগ কর্মী আকিফকে জিজ্ঞাসাবাদ করেন। লিমন এ সময় মোবাইল ফোন থেকে ভিডিও বের করে দেখান, যাতে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে আকিফকে নগরের ২৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রনির সঙ্গে দেখা যায়। এ ছাড়া ৫ আগস্ট রাজশাহীতে ছাত্র-জনতার ওপর দুই হাতে গুলি চালানো সন্ত্রাসী জহিরুল হক রুবেলের সঙ্গেও ছাত্রলীগ কর্মী আকিফের ছবি দেখান তিনি।
এ সময় ছাত্রদল নেতা এমদাদুল হক লিমন বলেন, ‘মেহেদী হাসান রনির সঙ্গে এই আকিফ ৪ ও ৫ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলায় অংশ নিয়েছিল। এখনো রনির সঙ্গে যোগাযোগ রয়েছে তার।’
ছাত্রদলের এই নেতা অভিযোগ করেন, ‘আমরা ছাত্রদল করি, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে কাউকে আমাদের ধরিয়ে দেওয়া লাগেনি। পুলিশই আমাদের খুঁজে খুঁজে গ্রেপ্তার করেছে। কিন্তু এখন ছাত্রলীগ ঘুরে বেড়াচ্ছে।’
নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ বলেন, ‘আটক ছাত্রলীগ কর্মীকে থানায় রাখা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলাকারী সবাইকেই গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
রাজশাহীতে আওয়ামী লীগের এক নেতার সঙ্গে ছবি থাকায় তরুণকে পুলিশে সোপর্দ করেছেন ছাত্রদলের এক নেতা। আজ সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে রাজশাহীর লোকনাথ স্কুলের সামনে এ ঘটনা ঘটে।
তরুণের নাম আকিফ-ই-রাব্বি (১৯)। বাবার নাম গোলাম নবী, বাড়ি নগরের সাগরপাড়া মহল্লায়। তিনি ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে।
পুলিশের হাতে তুলে দেওয়ার আগে রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের সদস্যসচিব এমদাদুল হক লিমন ছাত্রলীগ কর্মী আকিফকে জিজ্ঞাসাবাদ করেন। লিমন এ সময় মোবাইল ফোন থেকে ভিডিও বের করে দেখান, যাতে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে আকিফকে নগরের ২৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রনির সঙ্গে দেখা যায়। এ ছাড়া ৫ আগস্ট রাজশাহীতে ছাত্র-জনতার ওপর দুই হাতে গুলি চালানো সন্ত্রাসী জহিরুল হক রুবেলের সঙ্গেও ছাত্রলীগ কর্মী আকিফের ছবি দেখান তিনি।
এ সময় ছাত্রদল নেতা এমদাদুল হক লিমন বলেন, ‘মেহেদী হাসান রনির সঙ্গে এই আকিফ ৪ ও ৫ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলায় অংশ নিয়েছিল। এখনো রনির সঙ্গে যোগাযোগ রয়েছে তার।’
ছাত্রদলের এই নেতা অভিযোগ করেন, ‘আমরা ছাত্রদল করি, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে কাউকে আমাদের ধরিয়ে দেওয়া লাগেনি। পুলিশই আমাদের খুঁজে খুঁজে গ্রেপ্তার করেছে। কিন্তু এখন ছাত্রলীগ ঘুরে বেড়াচ্ছে।’
নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ বলেন, ‘আটক ছাত্রলীগ কর্মীকে থানায় রাখা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলাকারী সবাইকেই গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
টাঙ্গাইলের মির্জাপুরে আনন্দ সরকার নামের এক যুবক তাঁর মা-বাবা ও প্রতিবেশীসহ সাতজনকে কুপিয়ে জখম করেছেন। তাঁদের মধ্যে রাজেশ্বরী সরকার মিতু (৩৬) নামের এক প্রতিবেশীর মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা ৩টার দিকে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের ইচাইল গ্রামে এ ঘটনা ঘটে। ঘাতক যুবক আনন্দ সরকারকে পুলিশ আটক করেছে।
১২ মিনিট আগেচট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় ওয়াসার সরবরাহ করা পানিতে অতিরিক্ত লবণাক্ততার উপস্থিতি মিলেছে। পবিত্র রমজান মাস হওয়ায় এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে অতি দ্রুত সমস্যা সমাধানের দাবি জানিয়েছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। আজ বুধবার সংগঠনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানানো
১৭ মিনিট আগেসিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসের ভেতরের একটি টিলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার সন্ধ্যা ৬টার দিকে নগরের বালুচর এলাকায় অবস্থিত ছাত্রাবাসের টিলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
১৯ মিনিট আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চৌদ্দগ্রামে গত পাঁচ মাসে পাঁচটি ডাকাতির ঘটনা ঘটেছে। এর মধ্যে ১৫ জানুয়ারি মিশ্বানী এলাকায় পুলিশ পরিচয়ে চালবোঝাই ট্রাক ছিনতাই ও একটি গাড়ি ডাকাতির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
২৪ মিনিট আগে