বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৪

বগুড়া প্রতিনিধি
প্রকাশ : ১৭ জুলাই ২০২৩, ১৬: ২৩
আপডেট : ১৭ জুলাই ২০২৩, ১৬: ৫১

বগুড়ায় পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় শিশুসহ চারজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। 

আজ সোমবার দুপুরে বগুড়া সদরের ফনির মোড়ে ও গতকাল রোববার রাতে বগুড়া সদরের বাঘোপাড়া এবং কাহালুর শিতলাই পৃথক এ তিনটি সড়ক দুর্ঘটনা ঘটে। 

বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিম জানান, গতকাল রাত ১১টার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কে বগুড়া সদরের বাঘোপাড়া এলাকায় ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাচালক বাপ্পি মিয়া (৩৫) এবং যাত্রী আরিফ রহমান (২৮) মারা যান। দুর্ঘটনায় আহত আশোকালা গ্রামের টুটু মিয়া (৪০) বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনার পরপরই মহাসড়কের পাশের বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে বাসটিতে আগুন ধরে যায়। যাত্রীরা তাড়াহুড়া করে নেমে যাওয়ায় হতাহতের ঘটনা ঘটেনি। 

অপর দিকে কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান জানান, গতকাল রাত ৮টার দিকে বগুড়া-কাহালু সড়কের শিতলাই এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় নয়ন মিয়া (২৮) ও মামুন হোসেন (৩০) নামের দুই বাইসাইকেল আরোহী আহত হন। তাঁদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত ১০টার দিকে নয়ন মিয়া মারা যান। 

আজ দুপুরে রাস্তা পারাপারের সময় মাইক্রোবাসের ধাক্কায় সুমাইয়া আকতার (৬) নামের এক শিশু নিহত হয়েছে। এ সময় আঞ্জুয়ারা নামের আরেক নারী আহত হয়েছেন। 

বগুড়া শহরের নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ তারিকুল ইসলাম জানান, সুমাইয়া তাঁর ফুফু আঞ্জুয়ারার সঙ্গে মহাসড়ক পারাপারের সময় ঢাকাগামী একটি মাইক্রোবাসের ধাক্কায় গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে সুমাইয়াকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় আঞ্জুয়ারা হাসপাতালে চিকিৎসাধীন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চট্টগ্রামে নিহত আইনজীবী সাইফুল ইসলামকে নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে গুজব

ববির ট্রেজারার সাবেক সেনা কর্মকর্তাকে যোগদানে বাধা

বিগত সরকারে বঞ্চিত কর্মকর্তাদের ক্ষতিপূরণ দিতেই যাবে শতকোটি টাকা

দুই দিনে ৭ ব্যাংককে ২০ হাজার ৫০০ কোটি টাকা দিল বাংলাদেশ ব্যাংক

কোনো পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা বলেননি রয়টার্সের প্রতিবেদক: সিএমপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত