বাঘা (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর বাঘায় এসএসসি পরীক্ষার্থী নয়ন আহম্মেদ (১৬) মোটরসাইকেল দুর্ঘটনার ৪ দিনপর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু। নয়ন আহম্মেদ আড়ানী ইউনিয়নের বেড়েরবাড়ি মোল্লাপাড়া গ্রামের কাজল আহম্মেদের ছেলে।
স্থানীয়রা জানান, নয়ন আহম্মেদ ও তার বন্ধু অনিক হোসেন ২৭ ফেব্রুয়ারি মোটরসাইকেল যোগে আড়ানী পৌর বাজার থেকে বাড়িতে যাচ্ছিল। তারা আড়ানী ইউনিয়নের কটার মোড় এলাকায় পৌঁছালে অপরদিক থেকে আসা একটি অটোভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক নয়ন আহম্মেদ ও তার বন্ধু অনিক হোসেন রাস্তায় ছিটকে পড়ে। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী উভয়ে গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নয়ন আহম্মেদের শারীরিক অবস্থার অবনতি দেখে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে ৪ দিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর আজ বৃহস্পতিবার তার মৃত্যু হয়েছে।
বাউসা হারুন-অর-রশিদ শাহ্ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনীসুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘নয়ন আহম্মেদ আমার প্রতিষ্ঠানের মেধাবী ছাত্র ছিল। তার আগামী ৩০ এপ্রিল এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু তার আগে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হলো। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।’
এ বিষয়ে নয়ন আহম্মেদের বাবা কাজল আহম্মেদ বলেন, ওইদিন ছেলে বিদায় অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান শেষ করে এক বন্ধুর সঙ্গে আড়ানী বাজারে যায় তারা। বাজার থেকে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। পরে ছেলেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চার দিন চিকিৎসাধীন অবস্থা মারা গেছে। তবে তার মা আঁখি বেগম ছেলের মৃত্যুর পর থেকে কোনো কথা বলতে পারছে না।
এ বিষয়ে বাঘা থানার পরিদর্শক (তদন্ত) আবদুল করিম বলেন, ‘ওই দিন ৯৯৯ ফোন পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। তবে শুনেছি বৃহস্পতিবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা মারা গেছে।’
রাজশাহীর বাঘায় এসএসসি পরীক্ষার্থী নয়ন আহম্মেদ (১৬) মোটরসাইকেল দুর্ঘটনার ৪ দিনপর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু। নয়ন আহম্মেদ আড়ানী ইউনিয়নের বেড়েরবাড়ি মোল্লাপাড়া গ্রামের কাজল আহম্মেদের ছেলে।
স্থানীয়রা জানান, নয়ন আহম্মেদ ও তার বন্ধু অনিক হোসেন ২৭ ফেব্রুয়ারি মোটরসাইকেল যোগে আড়ানী পৌর বাজার থেকে বাড়িতে যাচ্ছিল। তারা আড়ানী ইউনিয়নের কটার মোড় এলাকায় পৌঁছালে অপরদিক থেকে আসা একটি অটোভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক নয়ন আহম্মেদ ও তার বন্ধু অনিক হোসেন রাস্তায় ছিটকে পড়ে। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী উভয়ে গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নয়ন আহম্মেদের শারীরিক অবস্থার অবনতি দেখে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে ৪ দিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর আজ বৃহস্পতিবার তার মৃত্যু হয়েছে।
বাউসা হারুন-অর-রশিদ শাহ্ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনীসুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘নয়ন আহম্মেদ আমার প্রতিষ্ঠানের মেধাবী ছাত্র ছিল। তার আগামী ৩০ এপ্রিল এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু তার আগে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হলো। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।’
এ বিষয়ে নয়ন আহম্মেদের বাবা কাজল আহম্মেদ বলেন, ওইদিন ছেলে বিদায় অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান শেষ করে এক বন্ধুর সঙ্গে আড়ানী বাজারে যায় তারা। বাজার থেকে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। পরে ছেলেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চার দিন চিকিৎসাধীন অবস্থা মারা গেছে। তবে তার মা আঁখি বেগম ছেলের মৃত্যুর পর থেকে কোনো কথা বলতে পারছে না।
এ বিষয়ে বাঘা থানার পরিদর্শক (তদন্ত) আবদুল করিম বলেন, ‘ওই দিন ৯৯৯ ফোন পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। তবে শুনেছি বৃহস্পতিবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা মারা গেছে।’
নেত্রকোনার কেন্দুয়ায় দুই সাংবাদিককে জিম্মি করে বেধড়ক মারধরের পর মুক্তিপণ আদায় করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে গাজীপুরে এই ঘটনা ঘটে। পরে সেখানে সড়কের পাশে তাঁদের ফেলে রেখে যায়।
৯ মিনিট আগেবাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র শ্রীপদ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী বলেছেন , দীর্ঘদিন সংখ্যালঘুদের ‘ইন্ডিয়ার দালাল’ ও ‘আওয়ামী লীগের দালাল’ আখ্যা দিয়ে রাজনীতি করা হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আর জ্বালানো যাবে না।
৩০ মিনিট আগেবাংলাদেশ-মিয়ানমার সীমান্তের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি পয়েন্টে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে এবং চোরাচালান বন্ধে বুলেটপ্রুফ গাড়ি নিয়ে টহল শুরু করেছে বিজিবি। আজ শুক্রবার দুপুর থেকে চোরাচালানের জোন বলে খ্যাত সীমান্ত সড়কের ৪২ নম্বর পিলার থেকে ৫৪ নম্বর পিলার পর্যন্ত আট কিলোমিটার এলাকায় টহল দিচ্ছেন বিজিবির
১ ঘণ্টা আগেবাগেরহাটের কচুয়ায় ‘চলো পাল্টাই’ সংগঠন ও শিক্ষার্থীরা বিনা লাভের বাজার চালু করেছে। খোলা বাজারের চেয়ে ১০-২০ টাকা কমে আলু, পেঁয়াজ, ডালসহ বিভিন্ন পণ্য বিক্রি হচ্ছে।
১ ঘণ্টা আগে