Ajker Patrika

কাল বিয়ে, আজ চুল কাটাতে বেরিয়ে সড়কে প্রাণ গেল যুবকের

বাঘা (রাজশাহী) প্রতিনিধি 
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০৯: ২৭
কাল বিয়ে, আজ চুল কাটাতে বেরিয়ে সড়কে প্রাণ গেল যুবকের

রাত পেরোলেই বিয়ে, বাড়িতে প্রস্তুতিও প্রায় শেষ পর্যায়ে। বিয়ের আগের দিন আজ বৃহস্পতিবার মাথার চুল ছাঁটাতে স্থানীয় বাজারে গিয়েছিলেন হবু বর জুয়েল রানা (২৪)। হঠাৎ খবর আসে, সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন তিনি। এমন খবরে মুহূর্তের মধ্যে বদলে যায় বাড়ির পরিবেশ। 

আজ দুপুরে মাথার চুল ছাঁটিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন জুয়েল রানাসহ এক আত্মীয়। ফেরার পথে রাজশাহীর বাঘা উপজেলার বাঘা-চারঘাট মহাসড়কের বিনোদপুর সাজির বটতলা এলাকায় ভটভটির ধাক্কায় জুয়েলের মৃত্যু হয়। এ সময় আহত হন অপর আরোহী জাকির হোসেন (২০)। 

জুয়েল রানা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের মহদিপুর বান্দা বটতলা গ্রামের মোস্তফা আলীর ছেলে। আর জাকির হোসেন উপজেলার মনিগ্রাম ইউনিয়নের হরিরামপুর গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে। 

জুয়েল রানার আত্মীয় শামীম হোসেন জানান, আগামীকাল শুক্রবার একই উপজেলার মনিগ্রাম ইউনিয়নের মীরগঞ্জ পালপাড়া গ্রামের পাখি খাতুনের সঙ্গে জুয়েল রানার বিয়ের আনুষ্ঠানিকতা ছিল। বাড়িতে প্রস্তুতিও শেষ পর্যায়ে। জুয়েল রানা আজ দুপুরে চুল ছাঁটাতে বিনোদপুর বাজারে গিয়েছিলেন। বেলা ৩টার দিকে আত্মীয় জাকির হোসেনের সঙ্গে মোটরসাইকেল করে বাড়ি ফিরছিলেন। 

তাঁরা বাঘা-চারঘাট মহাসড়কের বিনোদপুর সাজির বটতলা এলাকায় পৌঁছালে অপরদিক থেকে আসা ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয় তাঁদের। রাস্তা ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান জুয়েল রানা। আহত হন জাকির হোসেন। তাঁকে উদ্ধার করে বাঘা উপজেলার পার্শ্ববর্তী চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। 

জানতে চাইলে বাঘা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স, রাজশাহী অফিসের ইনচার্জ রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বর থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে বাঘা থানায় দেওয়া হয়েছে। তারা ব্যবস্থা নেবে।’ 

এ বিষয়ে বাঘা থানার পরিদর্শক খায়রুল ইসলাম জানান, ‘কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ বিষয়ে একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত