ধামইরহাটে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যু

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২১, ১৫: ৫৪

নওগাঁর ধামইরহাটে মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে চন্দন হাসদা (৫৫) নামে এক আদিবাসী কৃষক নিহত হয়েছেন। আজ সোমবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। 

চন্দন হাসদা পত্নীতলা উপজেলার ডাঙাপাড়া এলাকার মৃত মুন্সী হাসদার ছেলে। তিনি ২০ বছর ধরে উপজেলার আলমপুর ইউনিয়নের চৌঘাট নামক গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করতেন। 

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, আজ সকাল ৯টার দিকে চন্দন হাসদা বাড়ির পাশের মাঠে মাছ ধরতে যান চন্দন হাসদা। এ সময় মাঠের পাশ দিয়ে একটি পুকুরে নেওয়া মোটরের বৈদ্যুতিক লাইনের তারের সঙ্গে জড়িয়ে যান তিনি। পরে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। 

এ বিষয়ে ওসি কে এম রাকিবুল হুদা আজকের পত্রিকাকে বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। আমি এবং আমার সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

আলমপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য আব্দুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত