Ajker Patrika

বিএনপি নেতা রিজভীর মুক্তির দাবিতে রাবিতে ছাত্রসমাবেশ

রাবি প্রতিনিধি
বিএনপি নেতা রিজভীর মুক্তির দাবিতে রাবিতে ছাত্রসমাবেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাবেক ভিপি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভীর মুক্তির দাবিতে ছাত্রসমাবেশ করেছে ছাত্রদল। আজ বৃহস্পতিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রধান ফটকের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও সাবেক রাসিক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, ‘বর্তমানে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে দেশের মানুষ হাঁসফাঁস করছেন। অথচ রাষ্ট্রপতির বাড়িতে গিয়ে হরেক রকমের মাছ, মাংস, মিষ্টান্ন দিয়ে ভূরিভোজ করে বেড়াচ্ছেন প্রধানমন্ত্রী। এই সরকার জুলুমবাজ সরকারে পরিণত হয়েছে। এই বিশ্ববিদ্যালয়ের নক্ষত্র অ্যাডভোকেট রিজভীকে প্রায় অর্ধশতাধিক গায়েবি মামলায় জেলে আটকে রাখা হয়েছে। সরকারের কাছে তাঁর মুক্তি চাইব না, আইনের গতিতেই তাঁর মুক্তি হবে।’ 

বিশ্ববিদ্যালয়ের ব্যবসা শিক্ষা অনুষদের অধ্যাপক ফরিদুল ইসলাম বলেন, ‘আমার আজকে চক ডাস্টার নিয়ে ক্লাসে থাকার কথা, কিন্তু আজ আমি শিক্ষার্থীদের সঙ্গে রাজপথে নেমে এসেছি। কারণ নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করে তাঁদের প্রতিনিয়ত হেনস্তা করা হচ্ছে। অবিলম্বে সকল মিথ্যা মামলা তুলে নিয়ে তাঁদের মুক্তি দিন।’ 

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী বলেন, ‘স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে এই ক্যাম্পাসে গুলিবিদ্ধ হয়েছিলেন রুহুল কবির রিজভী। তখন মৃত্যুর মুখ থেকে ফিরে এসে এখনো সকল স্বৈরাচারী কর্মকাণ্ডের বিরুদ্ধে কথা বলেন তিনি। তবে নানা ষড়যন্ত্র করে, মিথ্যা মামলা দিয়ে তাঁকে হত্যার ষড়যন্ত্র করছে এই সরকার।’ 

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল মিঠু ও শাকিলুর রহমান সোহাগের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন রাজশাহী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন, ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) সহসভাপতি অধ্যাপক মামুনুর রশীদ মামুন, বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাবেক সভাপতি অধ্যাপক হাবিবুর রহমান, বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর অধ্যাপক এনামুল হক প্রমুখ। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী কয়েকজন শিক্ষকসহ রাজশাহী বিশ্ববিদ্যালয়, জেলা ও মহানগর ছাত্রদল ও বিএনপির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

পাগল বেশে রাস্তায় মেয়েদের উত্ত্যক্ত করা কন্টেন্ট ক্রিয়েটর সম্পর্কে যা জানা গেল

হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

প্রধান উপদেষ্টার নতুন বিশেষ সহকারী কে এই আনিসুজ্জামান চৌধুরী

সেনাবাহিনীর ভূমিকা নিয়ে জাতিসংঘের ফলকার তুর্কের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল আইএসপিআর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত