যাঁরা নির্বাচনী অপরাধ করেছেন, তাঁদের বিচার হওয়া উচিত: বদিউল আলম মজুমদার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৪, ১৬: ৪১
রাজশাহীতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বদিউল আলম মজুমদার। ছবি: আজকের পত্রিকা

দেশের বিগত কয়েকটি নির্বাচনে যাঁরা নির্বাচনী অপরাধ করেছেন, তাঁদের বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের চেয়ারম্যান বদিউল আলম মজুমদার। আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

বদিউল আলম মজুমদার বলেন, ‘যাঁরাই নির্বাচনী অপরাধ করেছে, নির্বাচনকে বিতর্কিত করেছে, নির্বাচনে কারচুপির আশ্রয় নিয়েছে কিংবা কারচুপিকে আশ্রয়-প্রশ্রয় দিয়েছে, তাঁদের অবশ্যই বিচারের আওতায় আনা উচিত। যাঁরা অন্যায় করেছে, নিরপেক্ষ বিচারের মাধ্যমে তাঁদের শাস্তি প্রদান করার প্রস্তাব এসেছে। আমি তো মনে করি এটা যৌক্তিক। কারণ অন্যায় করে পার পেয়ে গেলে অন্যায় উৎসাহিত হয়।’

এমন কোনো প্রশ্ন করবেন না, যেটা আমাদের এখতিয়ারের বাইরে—এমন অনুরোধ জানিয়ে সাংবাদিকদের প্রশ্ন করার সুযোগ দেন বদিউল আলম মজুমদার। ‘এটি এখতিয়ারের বাইরে’ উল্লেখ করে তিনি সাংবাদিকদের বেশ কিছু প্রশ্ন এড়িয়ে যান। তবে নির্বাচন ব্যবস্থা সংক্রান্ত প্রশ্নের জবাব দেন তিনি।

বদিউল আলম মজুমদার বলেন, ‘আমাদের সিস্টেমটা ভেঙে গিয়েছে। সিস্টেমটার পরিবর্তন করতে হবে। তা হলেই নির্বাচন ব্যবস্থা কার্যকর হবে। এ রকম অনেকগুলো প্রস্তাব মতবিনিময় সভায় এসেছে। নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে হবে, ভোটার তালিকায় প্রবাসীদের নাম অন্তর্ভুক্ত করতে হবে, সুষ্ঠু নির্বাচন করতে হবে, তাহলে জনগণের মতামতের প্রতিফলন হবে। আমরা যে প্রস্তাবগুলো করব, সবগুলো না হলেও যতগুলো করা সম্ভব হয় হবে।’

সংস্কার কমিশন কত দিন কাজ করবে জানতে চাইলে বদিউল আলম মজুমদার বলেন, ‘টাইম ইজ টিকিং। আমাদের কাজ তিন মাস। অক্টোবরের ৩ তারিখে প্রজ্ঞাপনটা জারি হয়েছে। আমরা চেষ্টা করব ডিসেম্বরের মধ্যেই আমাদের প্রস্তাবনাগুলো তুলে ধরার। আমরা যে প্রস্তাবগুলো দেব, সেগুলো কিছু বাস্তবায়ন করবে সরকার, কিছু নির্বাচন কমিশন, কিছু আপনারা (গণমাধ্যম) এবং সাধারণ মানুষ।’

ইভিএম প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে বদিউল আলম মজুমদার বলেন, ‘এটা নিশ্চিত করেই বোধ হয় বলা যায়, নির্বাচন কমিশনও বলেছে। ইভিএম হবে না। কারণ এটা দুর্বল যন্ত্র। এটার মাধ্যমে কারচুপি সম্ভব। নির্বাচন ব্যবস্থায় কোনো যন্ত্র ব্যবহার করতে হলে রাজনৈতিক ঐকমত্য দরকার। সেটা ছিল না। শুধু তা-ই নয়, ইভিএম কেনার ব্যাপারে কারিগরি উপদেষ্টা কমিটির যিনি প্রধান ছিলেন, জামিলুর রেজা চৌধুরী তিনিও এটাতে দ্বিমত করেছিলেন। সেটা উপেক্ষা করে এসব কেনা হয়েছিল। এবার এটা হবে না, নিশ্চিত করেই বলতে চাই।’

এ পর্যন্ত কী ধরনের সংস্কার প্রস্তাব আসছে জানতে চাইলে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের চেয়ারম্যান বলেন, ‘অনেক অনেক প্রস্তাব আসছে। সারা দিন লাগবে বলতে। নির্বাচন কমিশনকে নিরপেক্ষ করা; নির্বাচন কমিশনকে কার্যকর ও ক্ষমতায়ন করা; রাষ্ট্রপতি নির্বাচন; রাজনৈতিক দলের নিবন্ধন; নির্বাচনী অপরাধ; নারীর প্রতিনিধিত্ব; আচরণবিধি; গণমাধ্যমের আচরণবিধি এ সবগুলোই হলো আমাদের এখতিয়ারের অন্তর্ভুক্ত। এই নিয়েই আমরা আলোচনা করি, মতামত শুনি এবং এসব নিয়েই সুপারিশ করব।’

রাজশাহীতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বদিউল আলম মজুমদার। ছবি: আজকের পত্রিকা
রাজশাহীতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বদিউল আলম মজুমদার। ছবি: আজকের পত্রিকা

নির্বাচন কবে হতে পারে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বদিউল আলম বলেন, ‘আমাদের কাজটা কী? এই কমিশনের কাজ নির্বাচনের দিনক্ষণ নির্ধারণ করা না। আমাদের কাজ হলো নির্বাচন ব্যবস্থাটা ভেঙে গেছে, এ ব্যাপারে অংশীদারীর ভিত্তিতে কতগুলো সংস্কার প্রস্তাব করা। নির্বাচন কবে হতে পারে, এটা আমাদের এখতিয়ারের বাইরে।’ যোগ করেন বদিউল আলম মজুমদার।

এর আগে সকাল থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে নির্বাচনী ব্যবস্থা সংস্কার সংক্রান্ত মতবিনিময় সভায় মতামত গ্রহণ করেন বদিউল আলম মজুমদার। এ সময় সংস্কার কমিশনের সদস্য নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলি, শাসন প্রক্রিয়া ও প্রাতিষ্ঠানিক সংস্কার বিশেষজ্ঞ মীর নাদিয়া নিভিন, বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ, জেলা প্রশাসক আফিয়া আখতার প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত