পাবনা প্রতিনিধি
পাবনার ভাঙ্গুরায় যৌতুক না পেয়ে স্ত্রীর নগ্ন ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার মামলায় সিয়াম আলী (২৪) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার উপজেলার খানমরিচ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।
সিয়াম উপজেলার হাটউধুনিয়া গ্রামের বাসিন্দা। তিনি ডেকোরেটরের শ্রমিকের কাজ করতেন।
এর আগে ৬ অক্টোবর ভুক্তভোগী (স্ত্রী) পাবনার ম্যাজিস্ট্রেট আদালতে যৌতুক, পর্নোগ্রাফি ও পারিবারিক আদালতে মোট তিনটি মামলা দায়ের করেন। পাবনার ৪ নম্বর আমলি আদালতের বিচারক বেবী নাজনীন বাদীর লিখিত আবেদন আমলে নিয়ে ভাঙ্গুরা থানাকে এজাহার গ্রহণের নির্দেশ দেন।
ভাঙ্গুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার নথি থেকে জানা যায়, ২০২২ সালের ২৪ জুলাই সিয়ামের সঙ্গে ভুক্তভোগীর বিয়ে হয়। বিয়ের পর যৌতুকের জন্য শারীরিক ও মানসিক নির্যাতন করে তাঁকে বাড়ি থেকে বের করে দেন সিয়াম। বিষয়টি নিয়ে তখন আদালতে একটি মামলাও করা হয়। বিপদ বুঝতে পেরে সিয়াম স্ত্রীকে সংসারে ফিরিয়ে নিয়ে মামলা প্রত্যাহার করিয়ে নেন।
এরপর স্বাভাবিক আচরণ করে সংসার করতে থাকেন। এর মধ্যে কৌশলে স্ত্রীর অন্তরঙ্গ মুহূর্তের কিছু ছবি ও ভিডিও তাঁর মোবাইল ফোনে গোপনে ধারণ করে রাখেন। পরে আবারও যৌতুকের জন্য স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন সিয়াম।
একপর্যায়ে সিয়াম তাঁর শ্যালকের ফেসবুক মেসেঞ্জারে ধারণকৃত ছবি পাঠিয়ে যৌতুক দাবি করেন। যৌতুক না দিলে ওই ছবি ফেসবুকে ভাইরাল করে দেওয়ারও হুমকি দেন।
বিষয়টি স্ত্রীর পরিবার গুরুত্ব না দিলে সিয়াম ওই ছবি ফেসবুকে একটি ভুয়া আইডি খুলে ছড়িয়ে দেন। পরে ভুক্তভোগী ৬ অক্টোবর পাবনার ৪ নম্বর আমলি আদালতে মামলা দায়ের করেন।
এ বিষয়ে ভাঙ্গুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আদালতের নির্দেশনা অনুয়ায়ী মামলা নথিভুক্ত করে আজ ভোররাতে খানমরিচ এলাকা থেকে সিয়ামকে গ্রেপ্তার ও তার কাছে থাকা মোবাইল ফোন জব্দ করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
পাবনার ভাঙ্গুরায় যৌতুক না পেয়ে স্ত্রীর নগ্ন ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার মামলায় সিয়াম আলী (২৪) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার উপজেলার খানমরিচ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।
সিয়াম উপজেলার হাটউধুনিয়া গ্রামের বাসিন্দা। তিনি ডেকোরেটরের শ্রমিকের কাজ করতেন।
এর আগে ৬ অক্টোবর ভুক্তভোগী (স্ত্রী) পাবনার ম্যাজিস্ট্রেট আদালতে যৌতুক, পর্নোগ্রাফি ও পারিবারিক আদালতে মোট তিনটি মামলা দায়ের করেন। পাবনার ৪ নম্বর আমলি আদালতের বিচারক বেবী নাজনীন বাদীর লিখিত আবেদন আমলে নিয়ে ভাঙ্গুরা থানাকে এজাহার গ্রহণের নির্দেশ দেন।
ভাঙ্গুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার নথি থেকে জানা যায়, ২০২২ সালের ২৪ জুলাই সিয়ামের সঙ্গে ভুক্তভোগীর বিয়ে হয়। বিয়ের পর যৌতুকের জন্য শারীরিক ও মানসিক নির্যাতন করে তাঁকে বাড়ি থেকে বের করে দেন সিয়াম। বিষয়টি নিয়ে তখন আদালতে একটি মামলাও করা হয়। বিপদ বুঝতে পেরে সিয়াম স্ত্রীকে সংসারে ফিরিয়ে নিয়ে মামলা প্রত্যাহার করিয়ে নেন।
এরপর স্বাভাবিক আচরণ করে সংসার করতে থাকেন। এর মধ্যে কৌশলে স্ত্রীর অন্তরঙ্গ মুহূর্তের কিছু ছবি ও ভিডিও তাঁর মোবাইল ফোনে গোপনে ধারণ করে রাখেন। পরে আবারও যৌতুকের জন্য স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন সিয়াম।
একপর্যায়ে সিয়াম তাঁর শ্যালকের ফেসবুক মেসেঞ্জারে ধারণকৃত ছবি পাঠিয়ে যৌতুক দাবি করেন। যৌতুক না দিলে ওই ছবি ফেসবুকে ভাইরাল করে দেওয়ারও হুমকি দেন।
বিষয়টি স্ত্রীর পরিবার গুরুত্ব না দিলে সিয়াম ওই ছবি ফেসবুকে একটি ভুয়া আইডি খুলে ছড়িয়ে দেন। পরে ভুক্তভোগী ৬ অক্টোবর পাবনার ৪ নম্বর আমলি আদালতে মামলা দায়ের করেন।
এ বিষয়ে ভাঙ্গুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আদালতের নির্দেশনা অনুয়ায়ী মামলা নথিভুক্ত করে আজ ভোররাতে খানমরিচ এলাকা থেকে সিয়ামকে গ্রেপ্তার ও তার কাছে থাকা মোবাইল ফোন জব্দ করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
রাজধানী ঢাকার যানজট কমাতে নেওয়া ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজ আবার শুরু হচ্ছে। সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) এই প্রকল্পের ঠিকাদারদের মধ্যে শেয়ার হস্তান্তর নিয়ে জটিলতা অবসানের পর শুরু হচ্ছে নতুন ধাপ, এতে গুরুত্ব দেওয়া হবে পান্থকুঞ্জ থেকে বুয়েট পর্যন্ত অংশ।
১ ঘণ্টা আগেথানা হলো জনসাধারণকে সেবা প্রদানের মূল কেন্দ্রস্থল। পুলিশের কাজ হচ্ছে জনগণকে সেবা দেওয়া। আমরা সম্মানিত নগরবাসীকে সর্বোচ্চ সেবা দিতে চাই। থানায় আসা একজন ব্যক্তিও যেন সেবা বঞ্চিত না হন, সেটা নিশ্চিত করতে হবে...
১ ঘণ্টা আগেঢাকার ধামরাইয়ে তিন দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার সকালে শ্রীরামপুর এলাকার গ্রাফিক্স টেক্সটাইল লিমিটেডের শ্রমিকেরা এ বিক্ষোভ করেন। এ সময় অবরোধস্থলের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
১০ ঘণ্টা আগেপটুয়াখালীর মির্জাগঞ্জে খালের পানিতে ডুবে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের কাকড়াবুনিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
১০ ঘণ্টা আগে