রিমন রহমান, চাঁপাইনবাবগঞ্জ থেকে
চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের উপনির্বাচনের কেন্দ্রগুলোতে ভোটারদের খরা দেখা দিয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত এ আসনের বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটারের উপস্থিতি অতি নগণ্য। কেন্দ্রের ভোটারের কোনো লাইন নেই, কেন্দ্রের পাশে কোনো জটলা নেই। দুপুর পর্যন্ত কেন্দ্রগুলোতে ৫ থেকে সর্বোচ্চ ১৩ শতাংশ ভোট গ্রহণের চিত্র দেখা গেছে।
আজ বুধবার দুপুর ১২টায় চাঁপাইনবাবগঞ্জের শংকরবাটী হিফজুল উলুম ফাইজা খানম কামিল মাদ্রাসা কেন্দ্রে গিয়ে দেখা যায়, একজন ভোটারও নেই ভোট দেওয়ার অপেক্ষায়।
এই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. কামরুজ্জামান জানান, নারীদের এই কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ২৪২ জন। বেলা ১১টা পর্যন্ত ৩ দশমিক ৫২ শতাংশ ভোটার ভোট দিয়েছেন।
ওই কেন্দ্রে ভোটারদের ভোট দেওয়ার জন্য অপেক্ষা করতে হয়েছে কি না, জানতে চাইলে দায়িত্বরত আনসার সদস্য সোশাল আলী আজকের পত্রিকাকে বলেন, ‘না, নাই। কেহু ভোট দিতিই আসছে না।’
কিছুক্ষণ পর এই কেন্দ্রে গিয়ে ভোট দেন স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী নাসরিন খাতুন। তিনি বলেন, ‘এটা আমার প্রথম ভোট ছিল। সে জন্য এসেছি, দেখলাম ভোট দিতে কেমন লাগে!’
নামোশংকরবাটী উচ্চবিদ্যালয় কেন্দ্রটি পুরুষ ভোটারদের। প্রিসাইডিং অফিসার নাসির উদ্দিন জানান, কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ১৪৮ জন। বেলা ১১টা ৫০ মিনিট পর্যন্ত ২৫৫ জন ভোট দিয়েছেন। ভোট গ্রহণের হার ১১ দশমিক ৮৭ শতাংশ। এই কেন্দ্রে একজনকেও ভোট দেওয়ার জন্য অপেক্ষা করতে দেখা যায়নি।
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের এমপি ছিলেন বিএনপি নেতা হারুনুর রশিদ। তিনি পদত্যাগ করায় শূন্য আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এখানে নৌকা প্রতীকের প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আবদুল ওদুদ বিশ্বাস। স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা যুবলীগের সাবেক সভাপতি সামিউল হক লিটন (আপেল) ও বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) মনোনীত প্রার্থী কামরুজ্জামান খাঁন (টেলিভিশন) প্রতীকে নির্বাচনে অংশ নিয়েছেন।
সকাল সাড়ে ৮টায় ভোট গ্রহণের শুরুতেই চাঁপাইনবাবগঞ্জ জেলা আদর্শ উচ্চবিদ্যালয় কেন্দ্রে আপেল ও নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। পরে র্যাব গিয়ে দুই পক্ষকে ধাওয়া দিয়ে সরিয়ে দেয়। এরপর ভোটকেন্দ্রের মাঠ থেকে একটি অবিস্ফোরিত তাজা ককটেল উদ্ধার করে র্যাব। ভোটে নৌকা ও আপেল প্রতীকের প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা রয়েছে। কিন্তু কেন্দ্রে কেন্দ্রে সাধারণ ভোটারের উপস্থিতি কোথাও চোখে পড়েনি।
চাঁপাইনবাবগঞ্জের দক্ষিণ চরাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নারী ও পুরুষের আলাদা আলাদা কেন্দ্র করা হয়েছে। নারী কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মোস্তাফিজুর রহমান আজকের পত্রিকাকে জানান, এখানে মোট ভোটার ২ হাজার ৩৮ জন। বেলা ১১টা পর্যন্ত মাত্র ১১১ জন ভোট দিয়েছেন। ভোট পড়েছে ৫ দশমিক ৪৪ শতাংশ।
মোস্তাফিজুর রহমান বলেন, ‘আর ২০০ ভোট কাস্ট হবে বলে আশা করছি।’
এই স্কুলের পুরুষ কেন্দ্রে বেলা ১টা পর্যন্ত ভোট দিয়েছেন ১৩ শতাংশ ভোটার। এখানে মোট পুরুষ ভোটার সংখ্যা ২ হাজার ৪৮। এর মধ্যে বেলা ১টা পর্যন্ত ভোট দিয়েছেন ২৮৬ জন। প্রিসাইডিং অফিসার তাউহিদুজ্জামান জানান, ভোট গ্রহণকারী কর্মকর্তারা ভোটারদের জন্য অপেক্ষা করছেন। মাঝেমধ্যে একজন-দুজন ভোটার এসে ভোট দিয়ে যাচ্ছেন।
চাঁপাইনবাবগঞ্জ শহরের পাশ দিয়ে বয়ে গেছে মহানন্দা নদী। নদীর ওপারে ইসলামপুর ইউনিয়ন। ২০১৬ সালের আগপর্যন্ত এই চরের মানুষকে নদী পার হতে হতো নৌকায়। কিন্তু বর্তমান সরকারের আমলেই এখানে নির্মিত হয়েছে শেখ হাসিনা সেতু। ফলে জেলা সদরের সঙ্গে সদর উপজেলারই এই ইউনিয়নের যোগাযোগে মাইলফলক স্থাপন হয়েছে। বদলে গেছে চরের মানুষের জীবন। এই চরেও উপনির্বাচনের ভোট গ্রহণ করা হচ্ছে। কিন্তু সেতু পার হয়ে চরের তেররশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়েও কেন্দ্রে ভোটার দেখা গেল না।
তবে কেন্দ্রের বাইরে অন্য কেন্দ্রগুলোর চেয়ে মানুষের কোলাহল বেশি দেখা গেল। কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আবদুস সামাদ জানান, এই কেন্দ্রটি নারীদের। এখানে মোট ভোটার ২ হাজার ৩২৬ জন। বেলা ১টা পর্যন্ত এখানে ভোট দিয়েছেন মাত্র ১৩৬ জন। ভোট গ্রহণের হার ৫ দশমিক ৮৪ শতাংশ।
প্রিসাইডিং অফিসার বলেন, ‘আমি ১৯৯৬ সাল থেকে ভোট নিচ্ছি। এই রকম ভোটার খরা আমি আর দেখিনি। আমার সাতটা বুথের মধ্যে একটিতে দুপুর ১২টা পর্যন্ত একটি ভোটও পড়েনি। ১টা পর্যন্ত এক ঘণ্টায় দুজন ভোট দিয়েছেন।’
কেন্দ্রের বাইরে একটি দোকানে বসেছিলেন হাসেন আলী। ভোট দিয়েছেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘কী ভোট দিব? লিজের পয়সা খরচ করে খাইতে হোছে।’
পাশেই বসে ছিলেন আনোয়ার শেখ। তিনি ভোট দিয়েছেন বলে জানালেন। বললেন, ‘এই সরকার বিরিজ কইর্যা দিয়্যা হারঘেঁ জীবন সহজ কইর্যা দিয়্যাছে। এখন নৌকায় চহড়া লাগছে না। তাই নোকাত ভোটটা দেওয়া দরকার। কিন্তু লোকজন কই? কেহু তো ভোটই দিতে আসছে না।’
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে ১৭২ কেন্দ্রে ভোট গ্রহণ করা হচ্ছে। এর মধ্যে ৯৭টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ আসনে মোট ভোটার ৪ লাখ ১১ হাজার ৪৯৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫ হাজার ৮৮৩ জন এবং নারী ভোটার ২ লাখ ৫ হাজার ৬১২ জন। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হবে।
চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের উপনির্বাচনের কেন্দ্রগুলোতে ভোটারদের খরা দেখা দিয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত এ আসনের বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটারের উপস্থিতি অতি নগণ্য। কেন্দ্রের ভোটারের কোনো লাইন নেই, কেন্দ্রের পাশে কোনো জটলা নেই। দুপুর পর্যন্ত কেন্দ্রগুলোতে ৫ থেকে সর্বোচ্চ ১৩ শতাংশ ভোট গ্রহণের চিত্র দেখা গেছে।
আজ বুধবার দুপুর ১২টায় চাঁপাইনবাবগঞ্জের শংকরবাটী হিফজুল উলুম ফাইজা খানম কামিল মাদ্রাসা কেন্দ্রে গিয়ে দেখা যায়, একজন ভোটারও নেই ভোট দেওয়ার অপেক্ষায়।
এই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. কামরুজ্জামান জানান, নারীদের এই কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ২৪২ জন। বেলা ১১টা পর্যন্ত ৩ দশমিক ৫২ শতাংশ ভোটার ভোট দিয়েছেন।
ওই কেন্দ্রে ভোটারদের ভোট দেওয়ার জন্য অপেক্ষা করতে হয়েছে কি না, জানতে চাইলে দায়িত্বরত আনসার সদস্য সোশাল আলী আজকের পত্রিকাকে বলেন, ‘না, নাই। কেহু ভোট দিতিই আসছে না।’
কিছুক্ষণ পর এই কেন্দ্রে গিয়ে ভোট দেন স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী নাসরিন খাতুন। তিনি বলেন, ‘এটা আমার প্রথম ভোট ছিল। সে জন্য এসেছি, দেখলাম ভোট দিতে কেমন লাগে!’
নামোশংকরবাটী উচ্চবিদ্যালয় কেন্দ্রটি পুরুষ ভোটারদের। প্রিসাইডিং অফিসার নাসির উদ্দিন জানান, কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ১৪৮ জন। বেলা ১১টা ৫০ মিনিট পর্যন্ত ২৫৫ জন ভোট দিয়েছেন। ভোট গ্রহণের হার ১১ দশমিক ৮৭ শতাংশ। এই কেন্দ্রে একজনকেও ভোট দেওয়ার জন্য অপেক্ষা করতে দেখা যায়নি।
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের এমপি ছিলেন বিএনপি নেতা হারুনুর রশিদ। তিনি পদত্যাগ করায় শূন্য আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এখানে নৌকা প্রতীকের প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আবদুল ওদুদ বিশ্বাস। স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা যুবলীগের সাবেক সভাপতি সামিউল হক লিটন (আপেল) ও বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) মনোনীত প্রার্থী কামরুজ্জামান খাঁন (টেলিভিশন) প্রতীকে নির্বাচনে অংশ নিয়েছেন।
সকাল সাড়ে ৮টায় ভোট গ্রহণের শুরুতেই চাঁপাইনবাবগঞ্জ জেলা আদর্শ উচ্চবিদ্যালয় কেন্দ্রে আপেল ও নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। পরে র্যাব গিয়ে দুই পক্ষকে ধাওয়া দিয়ে সরিয়ে দেয়। এরপর ভোটকেন্দ্রের মাঠ থেকে একটি অবিস্ফোরিত তাজা ককটেল উদ্ধার করে র্যাব। ভোটে নৌকা ও আপেল প্রতীকের প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা রয়েছে। কিন্তু কেন্দ্রে কেন্দ্রে সাধারণ ভোটারের উপস্থিতি কোথাও চোখে পড়েনি।
চাঁপাইনবাবগঞ্জের দক্ষিণ চরাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নারী ও পুরুষের আলাদা আলাদা কেন্দ্র করা হয়েছে। নারী কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মোস্তাফিজুর রহমান আজকের পত্রিকাকে জানান, এখানে মোট ভোটার ২ হাজার ৩৮ জন। বেলা ১১টা পর্যন্ত মাত্র ১১১ জন ভোট দিয়েছেন। ভোট পড়েছে ৫ দশমিক ৪৪ শতাংশ।
মোস্তাফিজুর রহমান বলেন, ‘আর ২০০ ভোট কাস্ট হবে বলে আশা করছি।’
এই স্কুলের পুরুষ কেন্দ্রে বেলা ১টা পর্যন্ত ভোট দিয়েছেন ১৩ শতাংশ ভোটার। এখানে মোট পুরুষ ভোটার সংখ্যা ২ হাজার ৪৮। এর মধ্যে বেলা ১টা পর্যন্ত ভোট দিয়েছেন ২৮৬ জন। প্রিসাইডিং অফিসার তাউহিদুজ্জামান জানান, ভোট গ্রহণকারী কর্মকর্তারা ভোটারদের জন্য অপেক্ষা করছেন। মাঝেমধ্যে একজন-দুজন ভোটার এসে ভোট দিয়ে যাচ্ছেন।
চাঁপাইনবাবগঞ্জ শহরের পাশ দিয়ে বয়ে গেছে মহানন্দা নদী। নদীর ওপারে ইসলামপুর ইউনিয়ন। ২০১৬ সালের আগপর্যন্ত এই চরের মানুষকে নদী পার হতে হতো নৌকায়। কিন্তু বর্তমান সরকারের আমলেই এখানে নির্মিত হয়েছে শেখ হাসিনা সেতু। ফলে জেলা সদরের সঙ্গে সদর উপজেলারই এই ইউনিয়নের যোগাযোগে মাইলফলক স্থাপন হয়েছে। বদলে গেছে চরের মানুষের জীবন। এই চরেও উপনির্বাচনের ভোট গ্রহণ করা হচ্ছে। কিন্তু সেতু পার হয়ে চরের তেররশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়েও কেন্দ্রে ভোটার দেখা গেল না।
তবে কেন্দ্রের বাইরে অন্য কেন্দ্রগুলোর চেয়ে মানুষের কোলাহল বেশি দেখা গেল। কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আবদুস সামাদ জানান, এই কেন্দ্রটি নারীদের। এখানে মোট ভোটার ২ হাজার ৩২৬ জন। বেলা ১টা পর্যন্ত এখানে ভোট দিয়েছেন মাত্র ১৩৬ জন। ভোট গ্রহণের হার ৫ দশমিক ৮৪ শতাংশ।
প্রিসাইডিং অফিসার বলেন, ‘আমি ১৯৯৬ সাল থেকে ভোট নিচ্ছি। এই রকম ভোটার খরা আমি আর দেখিনি। আমার সাতটা বুথের মধ্যে একটিতে দুপুর ১২টা পর্যন্ত একটি ভোটও পড়েনি। ১টা পর্যন্ত এক ঘণ্টায় দুজন ভোট দিয়েছেন।’
কেন্দ্রের বাইরে একটি দোকানে বসেছিলেন হাসেন আলী। ভোট দিয়েছেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘কী ভোট দিব? লিজের পয়সা খরচ করে খাইতে হোছে।’
পাশেই বসে ছিলেন আনোয়ার শেখ। তিনি ভোট দিয়েছেন বলে জানালেন। বললেন, ‘এই সরকার বিরিজ কইর্যা দিয়্যা হারঘেঁ জীবন সহজ কইর্যা দিয়্যাছে। এখন নৌকায় চহড়া লাগছে না। তাই নোকাত ভোটটা দেওয়া দরকার। কিন্তু লোকজন কই? কেহু তো ভোটই দিতে আসছে না।’
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে ১৭২ কেন্দ্রে ভোট গ্রহণ করা হচ্ছে। এর মধ্যে ৯৭টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ আসনে মোট ভোটার ৪ লাখ ১১ হাজার ৪৯৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫ হাজার ৮৮৩ জন এবং নারী ভোটার ২ লাখ ৫ হাজার ৬১২ জন। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হবে।
অহিংস গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক মাহবুবুল আলম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের একটি টিম
৮ ঘণ্টা আগেজামিনে কারাগার থেকে মুক্তি পাওয়ার পরই গ্রেপ্তার হয়েছেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা রাহেনুল হক। সোমবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান এবং এরপরই জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন
৮ ঘণ্টা আগেঅবশেষে কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। আগামী বৃহস্পতিবার কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএর ঘাট থেকে কেয়ারি সিন্দাবাদ নামক একটি জাহাজ পর্যটক নিয়ে সেন্ট মার্টিন যাবে
৮ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের আপ্যায়নবিষয়ক সম্পাদক ইমন খান জীবনকে (২৮) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার (২৪ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়
৯ ঘণ্টা আগে