নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীর এক স্কুলশিক্ষিকাকে নিয়ে ফেসবুকে আপত্তিকর কথাবার্তা ছড়ানোয় মোমিনুল ইসলাম ওরফে চঞ্চল (২৯) নামের এক যুবককে ৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আসামিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড।
আজ মঙ্গলবার দুপুরে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান মামলার এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামি চঞ্চল রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার মোন্নাফের মোড় এলাকার বাসিন্দা। রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা এ তথ্য নিশ্চিত করেছেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা জানান, আসামি চঞ্চল রাজশাহীর একটি স্কুলের এক শিক্ষককে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন। ওই নারী প্রেমের প্রস্তাব ফিরিয়ে দিলে ক্ষুব্ধ হয়ে তাঁর সম্পর্কে ফেসবুকে কুৎসা রটনা করছিলেন চঞ্চল। ফেসবুকে দেওয়া হচ্ছিল ওই নারীর ছবিও। এছাড়া স্কুল সম্পর্কেও আপত্তিকর মন্তব্য করা হচ্ছিল। এ নিয়ে ভুক্তভোগী শিক্ষক ২০১৭ সালের ১৭ এপ্রিল রাজশাহী নগরীর রাজপাড়া থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা করেন। সাক্ষ্য গ্রহণ শেষে আদালত মঙ্গলবার রায় ঘোষণা করলেন।
আইনজীবী ইসমত আরা আরও জানান, মামলার রায় ঘোষণার সময় আসামি চঞ্চল আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। পরে তাঁকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
রাজশাহীর এক স্কুলশিক্ষিকাকে নিয়ে ফেসবুকে আপত্তিকর কথাবার্তা ছড়ানোয় মোমিনুল ইসলাম ওরফে চঞ্চল (২৯) নামের এক যুবককে ৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আসামিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড।
আজ মঙ্গলবার দুপুরে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান মামলার এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামি চঞ্চল রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার মোন্নাফের মোড় এলাকার বাসিন্দা। রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা এ তথ্য নিশ্চিত করেছেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা জানান, আসামি চঞ্চল রাজশাহীর একটি স্কুলের এক শিক্ষককে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন। ওই নারী প্রেমের প্রস্তাব ফিরিয়ে দিলে ক্ষুব্ধ হয়ে তাঁর সম্পর্কে ফেসবুকে কুৎসা রটনা করছিলেন চঞ্চল। ফেসবুকে দেওয়া হচ্ছিল ওই নারীর ছবিও। এছাড়া স্কুল সম্পর্কেও আপত্তিকর মন্তব্য করা হচ্ছিল। এ নিয়ে ভুক্তভোগী শিক্ষক ২০১৭ সালের ১৭ এপ্রিল রাজশাহী নগরীর রাজপাড়া থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা করেন। সাক্ষ্য গ্রহণ শেষে আদালত মঙ্গলবার রায় ঘোষণা করলেন।
আইনজীবী ইসমত আরা আরও জানান, মামলার রায় ঘোষণার সময় আসামি চঞ্চল আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। পরে তাঁকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
রাজধানীতে বিশৃঙ্খলা হওয়ার আশঙ্কা রয়েছে এমন খবরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চেকপোস্ট বসিয়েছে। এ সময় ঢাকাগামী বিভিন্ন পরিবহন থামিয়ে যাত্রীদের তল্লাশি করা হচ্ছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।
১৬ মিনিট আগেড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের সঙ্গে কবি নজরুল সরকারি কলেজ ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের চলমান সংঘর্ষের জেরে দুই দিন ক্লাস বন্ধ ঘোষণা করেছে সোহরাওয়ার্দী কলেজ। সোমবার আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন অধ্যক্ষ ড. কাকলী মুখোপাধ্যায়।
২২ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী আফসানা কারিম রাচি নিহতের ঘটনায় রিকশাচালক আরজু মিয়াকে একদিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে এম মহিউদ্দিন এই রিমান্ড মঞ্জুর করেন।
৩৫ মিনিট আগেঝালকাঠি সদর হাসপাতালের গাইনি বিভাগের পেছনে থেকে এক ছেলে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নবজাতকটির আনুমানিক বয়স হবে একদিন।
৩৯ মিনিট আগে