Ajker Patrika

বাগাতিপাড়ায় জমি নিয়ে বিরোধে মারামারি, আহত ১২ 

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২২, ১৯: ০৮
বাগাতিপাড়ায় জমি নিয়ে বিরোধে মারামারি, আহত ১২ 

নাটোরের বাগাতিপাড়ায় জমিসংক্রান্ত বিরোধে মামাতো-ফুপাতো ভাইদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের প্রায় ১২ জন আহত হয়েছেন। আজ শুক্রবার সকালে উপজেলার কসবে মালঞ্চি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে শামসুল ইসলাম ও আজবাহার আলীর পরিবারের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। সেই জেরে গতকাল সকালে দুই পক্ষের মধ্যে মারামারি হয়। এতে শামসুল ইসলাম (৪০), তাঁর ছেলে এমরাদ মাহমুদ (১৫), মাসুদ রানা (৩৮), মারুফা খাতুন (৩০), রিয়াজুল ইসলাম (৫০), রায়হানুল ইসলাম (৩৮), সাবিউল করিম (৬০), ঝুমুর খাতুন (৩০), শামীম (৫৮), মিতা খাতুন (৩০), আজবাহার আলী (৭০) ও মোজাহার আলী (৬০) আহত হন। স্বজনেরা প্রথমে তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। 

বাগাতিপাড়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, আহত ১২ জন হাসপাতালে এসেছিলেন। এর মধ্যে দুজন এখনো ভর্তি আছেন এবং দুজনের জখম গুরুতর হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন। 

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, এ ব্যাপারে থানায় কোনো অভিযোগ হয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

বগুড়ায় মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত