বিদ্যালয়ের পুকুর থেকে মাছ চুরির চেষ্টা, ছাত্রদলের ৭ জন গ্রেপ্তার

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি 
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ০০: ৪২
Thumbnail image
প্রতীকী ছবি

নাটোরের বড়াইগ্রামে পারকোল উচ্চবিদ্যালয়ের পুকুর থেকে মাছ চুরি করতে গিয়ে ছাত্রদলের সাত নেতা-কর্মী গ্রেপ্তার হয়েছে। আজ রোববার ভোরে উপজেলার পারকোল গ্রামে এ ঘটনা ঘটে।

এ সময় মাছ ধরার জাল ও একটি ব্যাটারিচালিত ভ্যান জব্দ করে পুলিশ। এ ঘটনায় বিদ্যালয়ের অভিভাবক সদস্য ইব্রাহিম হোসেন বাদী হয়ে বড়াইগ্রাম থানায় একটি মামলা দায়ের করেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বনপাড়া ছাত্রদলের সভাপতি সোহেল রানা। বাকিরা হলেন আলমগীর হোসেন, কৌশিক আহমেদ, জামিল হোসেন, রাজু আহমেদ, তুষার হোসেন, সুমন আলী ও আমজেল হোসেন। তাঁরা সবাই পৌর ছাত্রদলের সদস্য।

বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি ইব্রাহিম হোসেন জানান, পারকোল উচ্চবিদ্যালয়ের খেলার মাঠসংলগ্ন ৫০ শতক আয়তনের একটি পুকুর রয়েছে, যেখানে প্রায় পাঁচ লাখ টাকার মাছ আছে। স্থানীয় মসলম উদ্দিন, ইসলাম আলী, আনোয়ার হোসেনসহ কয়েকজন মাছ চুরির পরিকল্পনা করেন।

আজ রোববার ভোররাতে ১০-১২ জনের একটি দল মাছ পরিবহনের জন্য ট্রাক, ভ্যান ও জাল নিয়ে পুকুরে মাছ ধরতে আসে। এ সময় বিদ্যালয়ের নৈশপ্রহরী আমজাদ হোসেন বিষয়টি দেখতে পেয়ে চিৎকার করেন। তাঁর চিৎকারে স্থানীয়রা দলবদ্ধভাবে ঘটনাস্থলে গিয়ে তাদের ঘিরে ফেলে। অধিকাংশ অভিযুক্ত পালিয়ে গেলেও সাতজনকে স্থানীয়রা ধরে ফেলে এবং পুলিশে সোপর্দ করে।

এ ঘটনায় ইব্রাহিম হোসেন বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৭-৮ জনকে আসামি করে থানায় মামলা করা হয়েছে।

পারকোল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সোবহান এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

জানতে চাইলে বড়াইগ্রাম উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান বিপুল মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, তদন্ত সাপেক্ষে ঊর্ধ্বতন রাজনৈতিক নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাছ চুরির ঘটনায় জড়িত অন্য আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত