চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে জেলা ছাত্রলীগের কমিটিতে এক নেতাকে পদ পাইয়ে দেওয়ার নামে কেন্দ্রীয় ছাত্রলীগের নেতা আতিকুল ইসলাম আতিকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের পদ পাইয়ে দেওয়ার নামে প্রায় আড়াই লাখ টাকা নিয়েছেন বলে অভিযোগ করেন পদপ্রত্যাশী এক নেতা।
আতিকুল ইসলাম আতিক কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-অর্থবিষয়ক সম্পাদক। অন্যদিকে পদপ্রত্যাশী ওই নেতার নাম সাব্বির আহমেদ। তিনি চাঁপাইনবাবগঞ্জে জেলা ছাত্রলীগের সদ্য বিদায়ী কমিটির সহসভাপতি।
গতকাল বুধবার (৯ নভেম্বর) রাতে এ ঘটনার একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এদিকে ২ মিনিট ৫৪ সেকেন্ডের ওই অডিও নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। অডিওতে তাঁরা বলেন,
আতিকুল ইসলাম: এই হ্যালো!
সাব্বির: ভাই, আসসালামু আলাইকুম।
আতিকুল ইসলাম: এ দাদা।
সাব্বির: জি ভাই।
আতিকুল ইসলাম: তুই আমারে ভাই মনে করিস না।
সাব্বির: কেন ভাই!
আতিকুল ইসলাম: ভাষা অপ্রকাশযোগ্য। শোন, তুই আমারে আগে এক লাখ দিয়েছিস, পেয়েছি। আমি খুব গর্বিত। খুব দ্রুত এখন ২৫ হাজার টাকা বিকাশ কর। আর সকালে ২৫ হাজার টাকা বিকাশ করবি।
সাব্বির: ২৫ হাজার টাকা তো এখন নাই ভাই, একটু সময় দেন, ম্যানেজ করি।
আতিকুল ইসলাম: এ তো এ কথাটা একটা বেয়াদবি কথা!
সাব্বির: না না ভাই, বেয়াদবি কেন করব আপনার সাথে? আজ পর্যন্ত করেছি কী?
আতিকুল ইসলাম: তোকে একটা কথা তো বললাম, তোর যদি।
সাব্বির: বলেন, আমি ব্যবস্থা করছি ভাই, একটু সময় দেন।
আতিকুল ইসলাম: তোকে একটা কথা তো বললাম, তুই যদি বেশিই করতে চাস কর, ক্ষতি হয়ে যাবে।
সাব্বির: আমি কি কিছু বললাম, একটু সময় দেন ভাই।
আতিকুল ইসলাম: আচ্ছা ঠিক আছে। সময় দিলাম, পাঁঠা। আমি মেডিকেলের দিকে আগালাম, একটু দরকার আছে। একজনকে দিতে হবে। ও আর হ্যাঁ, হ্যালো!
সাব্বির: জি ভাই।
আতিকুল ইসলাম: সবকিছু ওকে আছে। আমরা যখন যাব তখন আমার বাড়ি থেকে মাঠ পর্যন্ত ব্যানার-ফেস্টুনের যেন কমতি না হয়। যেভাবে যখন বলব তখন। এ মাসে সময় করতে পারলাম না, সময় দিতে পারল না লিডাররা। প্রথম সপ্তাহে একবারে। বুঝতে পারছিস?
সাব্বির: জি ভাই, জি ভাই।
আতিকুল ইসলাম: নুরুল ভাই তোর কথা বলে দিছে। তোর কথা বলে দিছে আর কী।
সাব্বির: জি ভাই।
আতিকুল ইসলাম: এখন চার কিস্তিতে তুই আমারে কালকের ভেতরে ১ পাঠিয়ে দিবি। তুই যেটা বলেছিলি, আমাকে বলেছিলি তুই। যে ওটা দিয়ে দিব।
সাব্বির: বলেছি তো ভাই।
আতিকুল ইসলাম: মানে আমি একটু অফ দিলাম, তুইও অফ দিয়ে দিলি।
সাব্বির: না, পরে আপনি আর কিছু বলেননি, তাই ভাবলাম যে।
আতিকুল ইসলাম: তখন দরকার হয়নি বলিনি, এখন যেটা বললাম সে কাজটা দ্রুত কর ভাইডি।
সাব্বির: আচ্ছা ভাই, আমি করছি।
এ বিষয়ে জানতে চাইলে সাব্বির আহমেদ আজকের পত্রিকাকে বলেন, বিভিন্ন সময়ে কমিটিতে পদ পাইয়ে দেওয়ার নামে আতিক আমার কাছ থেকে বিভিন্ন মাধ্যমে আড়াই লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।’
এ সময় ভাইরাল অডিওটি তাঁর ও কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আতিকুল ইসলামের কথোপকথন বলে জানান সাব্বির।
এ নিয়ে সদ্য বিদায়ী চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি নাহিদ শিকদার বলেন, ‘টাকা লেনদেনের অডিও রেকর্ডটি নবগঠিত কমিটির সঙ্গে কোনো সম্পৃক্ততা নাই। এটি আগের কোনো কমিটির হতে পারে। টাকা লেনদেনের বিষয়ে উভয়েই অপরাধী।’
তবে এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা কল রিসিভ করেননি।
উল্লেখ্য, গত ৭ নভেম্বর ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতি করা হয় মো. সাইফ জামান আনন্দকে এবং সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয় আশিকুজ্জামান আশিককে।
চাঁপাইনবাবগঞ্জে জেলা ছাত্রলীগের কমিটিতে এক নেতাকে পদ পাইয়ে দেওয়ার নামে কেন্দ্রীয় ছাত্রলীগের নেতা আতিকুল ইসলাম আতিকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের পদ পাইয়ে দেওয়ার নামে প্রায় আড়াই লাখ টাকা নিয়েছেন বলে অভিযোগ করেন পদপ্রত্যাশী এক নেতা।
আতিকুল ইসলাম আতিক কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-অর্থবিষয়ক সম্পাদক। অন্যদিকে পদপ্রত্যাশী ওই নেতার নাম সাব্বির আহমেদ। তিনি চাঁপাইনবাবগঞ্জে জেলা ছাত্রলীগের সদ্য বিদায়ী কমিটির সহসভাপতি।
গতকাল বুধবার (৯ নভেম্বর) রাতে এ ঘটনার একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এদিকে ২ মিনিট ৫৪ সেকেন্ডের ওই অডিও নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। অডিওতে তাঁরা বলেন,
আতিকুল ইসলাম: এই হ্যালো!
সাব্বির: ভাই, আসসালামু আলাইকুম।
আতিকুল ইসলাম: এ দাদা।
সাব্বির: জি ভাই।
আতিকুল ইসলাম: তুই আমারে ভাই মনে করিস না।
সাব্বির: কেন ভাই!
আতিকুল ইসলাম: ভাষা অপ্রকাশযোগ্য। শোন, তুই আমারে আগে এক লাখ দিয়েছিস, পেয়েছি। আমি খুব গর্বিত। খুব দ্রুত এখন ২৫ হাজার টাকা বিকাশ কর। আর সকালে ২৫ হাজার টাকা বিকাশ করবি।
সাব্বির: ২৫ হাজার টাকা তো এখন নাই ভাই, একটু সময় দেন, ম্যানেজ করি।
আতিকুল ইসলাম: এ তো এ কথাটা একটা বেয়াদবি কথা!
সাব্বির: না না ভাই, বেয়াদবি কেন করব আপনার সাথে? আজ পর্যন্ত করেছি কী?
আতিকুল ইসলাম: তোকে একটা কথা তো বললাম, তোর যদি।
সাব্বির: বলেন, আমি ব্যবস্থা করছি ভাই, একটু সময় দেন।
আতিকুল ইসলাম: তোকে একটা কথা তো বললাম, তুই যদি বেশিই করতে চাস কর, ক্ষতি হয়ে যাবে।
সাব্বির: আমি কি কিছু বললাম, একটু সময় দেন ভাই।
আতিকুল ইসলাম: আচ্ছা ঠিক আছে। সময় দিলাম, পাঁঠা। আমি মেডিকেলের দিকে আগালাম, একটু দরকার আছে। একজনকে দিতে হবে। ও আর হ্যাঁ, হ্যালো!
সাব্বির: জি ভাই।
আতিকুল ইসলাম: সবকিছু ওকে আছে। আমরা যখন যাব তখন আমার বাড়ি থেকে মাঠ পর্যন্ত ব্যানার-ফেস্টুনের যেন কমতি না হয়। যেভাবে যখন বলব তখন। এ মাসে সময় করতে পারলাম না, সময় দিতে পারল না লিডাররা। প্রথম সপ্তাহে একবারে। বুঝতে পারছিস?
সাব্বির: জি ভাই, জি ভাই।
আতিকুল ইসলাম: নুরুল ভাই তোর কথা বলে দিছে। তোর কথা বলে দিছে আর কী।
সাব্বির: জি ভাই।
আতিকুল ইসলাম: এখন চার কিস্তিতে তুই আমারে কালকের ভেতরে ১ পাঠিয়ে দিবি। তুই যেটা বলেছিলি, আমাকে বলেছিলি তুই। যে ওটা দিয়ে দিব।
সাব্বির: বলেছি তো ভাই।
আতিকুল ইসলাম: মানে আমি একটু অফ দিলাম, তুইও অফ দিয়ে দিলি।
সাব্বির: না, পরে আপনি আর কিছু বলেননি, তাই ভাবলাম যে।
আতিকুল ইসলাম: তখন দরকার হয়নি বলিনি, এখন যেটা বললাম সে কাজটা দ্রুত কর ভাইডি।
সাব্বির: আচ্ছা ভাই, আমি করছি।
এ বিষয়ে জানতে চাইলে সাব্বির আহমেদ আজকের পত্রিকাকে বলেন, বিভিন্ন সময়ে কমিটিতে পদ পাইয়ে দেওয়ার নামে আতিক আমার কাছ থেকে বিভিন্ন মাধ্যমে আড়াই লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।’
এ সময় ভাইরাল অডিওটি তাঁর ও কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আতিকুল ইসলামের কথোপকথন বলে জানান সাব্বির।
এ নিয়ে সদ্য বিদায়ী চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি নাহিদ শিকদার বলেন, ‘টাকা লেনদেনের অডিও রেকর্ডটি নবগঠিত কমিটির সঙ্গে কোনো সম্পৃক্ততা নাই। এটি আগের কোনো কমিটির হতে পারে। টাকা লেনদেনের বিষয়ে উভয়েই অপরাধী।’
তবে এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা কল রিসিভ করেননি।
উল্লেখ্য, গত ৭ নভেম্বর ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতি করা হয় মো. সাইফ জামান আনন্দকে এবং সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয় আশিকুজ্জামান আশিককে।
চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যার প্রতিবাদে মশাল মিছিল ও বিক্ষোভ করেছে ইনকিলাব মঞ্চ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিক্ষোভের পর রাত ১০টার দিকে টিএসসিতে গায়েবানা জানাজার নামাজও আদায় করা হয়
১ ঘণ্টা আগেচট্টগ্রাম আদালতে ইসকন নেতা ও সনাতন সম্মিলিত জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর জামিন নামঞ্জুরের পর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে বিক্ষোভ ও সহিংসতায় রাষ্ট্রপক্ষের এক আইনজীবী নিহতের ঘটনায় দিনভর উত্তপ্ত ছিল বন্দরনগরী। গতকাল সোমবার ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময়কে গ্রেপ্তার
২ ঘণ্টা আগেহবিগঞ্জের বানিয়াচংয়ে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। আজ মঙ্গলবার উপজেলার পুকড়া এলাকায় নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কে এই দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগেববি, ট্রেজারার, সেনা কর্মকর্তা, বরিশাল, জেলার খবর
৩ ঘণ্টা আগে