পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর পুঠিয়ায় রথমেলা ঘিরে কয়েকটি স্থানে মাদক বেচাকেনার অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় চিহ্নিত একটি মাদক বিক্রেতা চক্র এই কাজ করছে।
জানা গেছে, উপজেলার রাজবাড়ী মাঠে গত ২১ জুন শুরু হওয়া রথমেলা চলবে আগামীকাল পর্যন্ত। আয়োজক কমিটি এ উপলক্ষে রাজবাড়ী মাঠে খেলাধুলা ও বিভিন্ন পণ্য বিক্রির স্টল বসিয়েছে। এই মেলা ঘিরে বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীর আনাগোনা বেড়ে যায়।
সেলিম রেজা নামে মেলায় আসা এক দর্শনার্থী বলেন, ‘কিছু লোককে মেলার আনাচ-কানাচে মাদক সেবন করতে দেখেছি। এই মেলায় আমি আগেও এসেছি, কিন্তু এমন দৃশ্য আর দেখিনি। এমন হতে থাকলে এই মেলায় সাধারণ মানুষ আসা বন্ধ করে দেবে।’
মেলার ব্যবসায়ী সাইদুর রহমান বলেন, একটি চক্র মেলাজুড়ে বিচরণ করছে। তারা প্যান্টের পকেটে ইয়াবা, হেরোইন, গাঁজা নিয়ে ঘোরে। হাঁটাচলার মধ্যেই তারা এসব বিক্রি করছে। পাশের একটি বাড়ি থেকে ফেনসিডিল সরবরাহ করা হচ্ছে। মাদক ব্যবসায়ীরা প্রভাবশালীদের মদদে চলে। যে কারণে প্রাণভয়ে কেউ প্রতিবাদ করতে সাহস পায় না।
তবে রথমেলা আয়োজক কমিটির সভাপতি চঞ্চল চৌধুরী বলেন, ‘মেলায় মাদক বিক্রি বা বেআইনি কোনো কাজ হচ্ছে কি না জানা নেই। যদি হয়ে থাকে, তবে তা পুলিশ-প্রশাসন দেখবে।’
এ ব্যাপারে জানতে চাইলে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন আজকের পত্রিকাকে বলেন, মেলায় মাদক কেনাবেচার বিষয়টি জানা নেই। তবে এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।
রাজশাহীর পুঠিয়ায় রথমেলা ঘিরে কয়েকটি স্থানে মাদক বেচাকেনার অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় চিহ্নিত একটি মাদক বিক্রেতা চক্র এই কাজ করছে।
জানা গেছে, উপজেলার রাজবাড়ী মাঠে গত ২১ জুন শুরু হওয়া রথমেলা চলবে আগামীকাল পর্যন্ত। আয়োজক কমিটি এ উপলক্ষে রাজবাড়ী মাঠে খেলাধুলা ও বিভিন্ন পণ্য বিক্রির স্টল বসিয়েছে। এই মেলা ঘিরে বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীর আনাগোনা বেড়ে যায়।
সেলিম রেজা নামে মেলায় আসা এক দর্শনার্থী বলেন, ‘কিছু লোককে মেলার আনাচ-কানাচে মাদক সেবন করতে দেখেছি। এই মেলায় আমি আগেও এসেছি, কিন্তু এমন দৃশ্য আর দেখিনি। এমন হতে থাকলে এই মেলায় সাধারণ মানুষ আসা বন্ধ করে দেবে।’
মেলার ব্যবসায়ী সাইদুর রহমান বলেন, একটি চক্র মেলাজুড়ে বিচরণ করছে। তারা প্যান্টের পকেটে ইয়াবা, হেরোইন, গাঁজা নিয়ে ঘোরে। হাঁটাচলার মধ্যেই তারা এসব বিক্রি করছে। পাশের একটি বাড়ি থেকে ফেনসিডিল সরবরাহ করা হচ্ছে। মাদক ব্যবসায়ীরা প্রভাবশালীদের মদদে চলে। যে কারণে প্রাণভয়ে কেউ প্রতিবাদ করতে সাহস পায় না।
তবে রথমেলা আয়োজক কমিটির সভাপতি চঞ্চল চৌধুরী বলেন, ‘মেলায় মাদক বিক্রি বা বেআইনি কোনো কাজ হচ্ছে কি না জানা নেই। যদি হয়ে থাকে, তবে তা পুলিশ-প্রশাসন দেখবে।’
এ ব্যাপারে জানতে চাইলে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন আজকের পত্রিকাকে বলেন, মেলায় মাদক কেনাবেচার বিষয়টি জানা নেই। তবে এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।
চট্টগ্রামে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে নগরের চান্দগাঁও থানার টেকবাজার এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৪ মিনিট আগেসিলেটে ১ কোটি ২১ লাখ টাকার চোরাই পণ্য আটক করেছে বিজিবি। গতকাল বৃহস্পতি ও আজ শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব আটক করা হয়।
২০ মিনিট আগেচট্টগ্রাম নগরে আত্মীয়ের বাসা থেকে সীতাকুণ্ড উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আরিফুল ইসলাম চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে নগরীর মনছুরাবাদ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে ডাবলমুরিং থানা-পুলিশ।
২৪ মিনিট আগেকিশোরগঞ্জে সাবেক জেলা প্রশাসক পরিচয়ের প্রভাব খাটিয়ে ছোট ভাইকে পারিবারিক বাসাবাড়ি থেকে উচ্ছেদ এবং সম্পত্তি দখলের পাঁয়তারা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। আজ শুক্রবার শহরের গৌরাঙ্গবাজারে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলেন ছোট ভাই আ. করিম মোল্লা।
৩৭ মিনিট আগে