Ajker Patrika

নির্বাচনে না থাকলেও ভোট দিলেন বগুড়া বিএনপির নেতা-কর্মীরা

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ১৭ অক্টোবর ২০২২, ২২: ১৪
নির্বাচনে না থাকলেও ভোট দিলেন বগুড়া বিএনপির নেতা-কর্মীরা

দেশের সকল প্রকার স্থানীয় নির্বাচন বর্জন করেছে বিএনপি। কিন্তু বগুড়ার সারিয়াকান্দিতে জেলা পরিষদের নির্বাচনে ভোট প্রদান করেছেন একাধিক বিএনপি সমর্থিত জন প্রতিনিধি। 

বগুড়া জেলা পরিষদের নির্বাচনে এই উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) এবং একটি পৌরসভার সর্বমোট ভোটার ১৪৬ জন। বিভিন্ন ইউপির চেয়ারম্যানদের সঙ্গে কথা বলে জানা গেছে, এর মধ্যে ৪৭ জন নির্বাচিত জন প্রতিনিধি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। 

বগুড়া জেলা পরিষদের নির্বাচনে এ উপজেলার সর্বমোট ১৪৬ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রদান করেছে ১৪৫ জন। এর মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মকবুল হোসেন আনারস প্রতীক নিয়ে ৭৮ ভোট পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল মান্নান আকন্দ মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ৬৫ ভোট। সাধারণ সদস্য পদে আব্দুল রশিদ ফারাজী উটপাখি প্রতীক নিয়ে ৭৪ ভোট পেয়ে বেসরকারিভাবে সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল খালেক দুলু হাতি প্রতীক নিয়ে পেয়েছেন ৪৭ ভোট। সংরক্ষিত মহিলা আসনে লাবনী খাতুন ফুটবল প্রতীক নিয়ে ৪৩ ভোট পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আছমা বেগম মাইক প্রতীক নিয়ে পেয়েছেন ২৮ ভোট। 

এ উপজেলার ১৪৬টি ভোটের মধ্যে সর্বমোট ১৪৫টি ভোট পরেছে। অর্থাৎ বিএনপি সমর্থিত জন প্রতিনিধিরাও জেলা পরিষদের ভোটে অংশগ্রহণ করছেন। কোথাও কোথাও একাধিক নেতা কর্মীরা আওয়ামী লীগের প্রার্থীদের পক্ষে কাজ করেছেন এবং তাদের নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেন। গত কয়েক দিন আগে আওয়ামী লীগের প্রার্থীদের পক্ষে কাজ করার অপরাধে কয়েকজন নেতা কর্মীদের নামে কারণ দর্শানোর নোটিশও প্রদান করেছে বগুড়া জেলা বিএনপি। 

সারিয়াকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও কাজলা ইউপির চেয়ারম্যান অধ্যক্ষ এস এম রফিকুল ইসলাম বলেন, ‘ভোট আমাদের একটি গণতান্ত্রিক অধিকার। এ অধিকার নিশ্চিত করতেই বিএনপির জন প্রতিনিধিরাও জেলা পরিষদের নির্বাচনে ভোট দিয়েছেন। তবে আমি ভোট দিতে যাইনি।’

 বগুড়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ্যাড. এ কে এম সাইফুল ইসলাম বলেন, ‘বিষয়টি আসলেই দলীয় শৃঙ্খলা ভঙ্গের শামিল বলে মনে হচ্ছে। এ বিষয়ে দলের হাইকমান্ডের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

বগুড়ায় ইফতারের পর ডেকে নিয়ে যুবককে হত্যা

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত