Ajker Patrika

সিরাজগঞ্জে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৭ জেলের জেল-জরিমানা  

সিরাজগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৭ অক্টোবর ২০২৩, ১১: ১৫
সিরাজগঞ্জে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৭ জেলের জেল-জরিমানা  

নিষেধাজ্ঞা অমান্য করে সিরাজগঞ্জের যমুনা নদীতে ইলিশ ধরার অপরাধে সাত জেলেকে আটক করা হয়েছে। আটক জেলেদের মধ্যে চারজনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং তিনজনকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। 

সিরাজগঞ্জ সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রকিবুল হাসান আজ শুক্রবার সকালে তাঁদের আটক করেন।

সিরাজগঞ্জ সদরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন, মা ইলিশ রক্ষায় বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত যমুনা নদীতে অভিযান চালানো হয়। অভিযানে  ৭০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল, ৯৮টি চায়না দুয়ারি ও ১৯ কেজি ইলিশ মাছসহ সাত জেলেকে আটক করা হয়। পরবর্তী সময়ে মোবাইল কোর্টের মাধ্যমে চারজনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং তিনজনকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত