চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
আমের রাজধানীখ্যাত চাঁপাইনবাবগঞ্জ এখন সারা বছর সুস্বাদু আম পাওয়া যাচ্ছে। চলছে চৈত্র মাস এ মাসে মূলত আমের গাছে মুকুল থাকার কথা। তবে জেলার কিছু ব্যতিক্রমী ব্যবসায়ীদের আয়োজনে এ মাসেও বাজারে ছড়িয়ে ছিটিয়ে বিক্রি হচ্ছে সুস্বাদু আম। তবে দাম অনেক বেশি। কেজি প্রতি বিক্রি হচ্ছে ৪০০-৫০০ টাকায়।
আজ বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বঙ্গবন্ধু লাইভ ম্যাঙ্গো মিউজিয়ামে দুদিনব্যাপী আম সম্মেলনে গিয়েও দেখা মেলে পাকা আমের। বিভিন্ন স্টলেই বিক্রি হচ্ছে, বারি-৪ বারি-১১ ও কাটিমনসহ হরেক জাতের সুস্বাদু কাঁচা ও পাকা আম।
আম বিক্রেতা স্বপন আজকের পত্রিকাকে বলেন, আমি গত ৫ বছর ধরে আমের ব্যবসার সঙ্গে জড়িত। কিন্তু সম্প্রতি মৌসুমি আমের দাম কমে যাওয়ায় ৩০ বিঘা জমিতে বারোমাসি আম বাগান গড়ে তুলেছি। গত দুই দিন আগে শুনলাম উপজেলা প্রশাসনের আয়োজনে দুই দিনব্যাপী আম সম্মেলন অনুষ্ঠিত হবে। এ জন্য এখানে আম বিক্রি করতে এসেছি। গতকাল ৩০ হাজার টাকার আম বিক্রি করছি। বুধবার পর্যন্ত প্রায় ৬ হাজার টাকার আম বিক্রি হয়েছে। আশা করছি ৪০ হাজার টাকার আম বিক্রি করতে পারব।
আম ক্রয় করতে আসা নাজমুল হক বলেন, আমি গতকাল মঙ্গলবার আম সম্মেলনে এসেছিলাম। এখানে আম বিক্রি করতে দেখে ২৫০ টাকা দিয়ে ৫০০ গ্রাম আম কিনেছিলাম। বাড়ি গিয়ে খেয়ে দেখি এ আম অনেক সুস্বাদু। তাই ফের ১ কেজি আম কিনলাম ৫০০ টাকা দিয়ে।
বঙ্গবন্ধু লাইভ ম্যাঙ্গো মিউজিয়ামে ঘুরতে আসা নাসিম মাহমুদ নামে এক ব্যক্তি বলেন, আম সম্মেলনে ঘুরতে এসে ভালোই লাগছে। অনেক ধরনের স্টল এখানে বসানো হয়েছে। নতুন কিছু দেখতে পাচ্ছি। উপজেলা প্রশাসনকে ধন্যবাদ এমন একটি আয়োজন করার জন্য। এমন আম সম্মেলন আমরা প্রতিবছর দেখতে চাই।
চাঁপাইনবাবগঞ্জের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, গত কয়েক বছর থেকে আম ব্যবসায়ীরা আমের দাম না পেয়ে লোকসানের মুখে পড়েছে। তাই বারোমাসি আম চাষ করেছেন অনেকেই। এ আমগুলোই মূলত হাট-বাজারে ছড়িয়ে ছিটিয়ে বিক্রি হচ্ছে। এ বারোমাসি আম এখন পর্যন্ত এ জেলায় প্রায় ১০০ হেক্টর জমিতে চাষ হয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বঙ্গবন্ধু লাইভ ম্যাঙ্গো মিউজিয়ামে দুদিনব্যাপী আম সম্মেলনের উদ্বোধন করেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক চলে বুধবার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত। এখানে আম ও অন্য কৃষি পণ্য নিয়ে ৭৫টি স্টল রয়েছে। সেখানে কাঁচা ও পাকা আম ছাড়াও রয়েছে মধুমতি গ্রুপের নিজস্ব উৎপাদিত আমের বিভিন্ন ধরনের আচার।
আমের রাজধানীখ্যাত চাঁপাইনবাবগঞ্জ এখন সারা বছর সুস্বাদু আম পাওয়া যাচ্ছে। চলছে চৈত্র মাস এ মাসে মূলত আমের গাছে মুকুল থাকার কথা। তবে জেলার কিছু ব্যতিক্রমী ব্যবসায়ীদের আয়োজনে এ মাসেও বাজারে ছড়িয়ে ছিটিয়ে বিক্রি হচ্ছে সুস্বাদু আম। তবে দাম অনেক বেশি। কেজি প্রতি বিক্রি হচ্ছে ৪০০-৫০০ টাকায়।
আজ বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বঙ্গবন্ধু লাইভ ম্যাঙ্গো মিউজিয়ামে দুদিনব্যাপী আম সম্মেলনে গিয়েও দেখা মেলে পাকা আমের। বিভিন্ন স্টলেই বিক্রি হচ্ছে, বারি-৪ বারি-১১ ও কাটিমনসহ হরেক জাতের সুস্বাদু কাঁচা ও পাকা আম।
আম বিক্রেতা স্বপন আজকের পত্রিকাকে বলেন, আমি গত ৫ বছর ধরে আমের ব্যবসার সঙ্গে জড়িত। কিন্তু সম্প্রতি মৌসুমি আমের দাম কমে যাওয়ায় ৩০ বিঘা জমিতে বারোমাসি আম বাগান গড়ে তুলেছি। গত দুই দিন আগে শুনলাম উপজেলা প্রশাসনের আয়োজনে দুই দিনব্যাপী আম সম্মেলন অনুষ্ঠিত হবে। এ জন্য এখানে আম বিক্রি করতে এসেছি। গতকাল ৩০ হাজার টাকার আম বিক্রি করছি। বুধবার পর্যন্ত প্রায় ৬ হাজার টাকার আম বিক্রি হয়েছে। আশা করছি ৪০ হাজার টাকার আম বিক্রি করতে পারব।
আম ক্রয় করতে আসা নাজমুল হক বলেন, আমি গতকাল মঙ্গলবার আম সম্মেলনে এসেছিলাম। এখানে আম বিক্রি করতে দেখে ২৫০ টাকা দিয়ে ৫০০ গ্রাম আম কিনেছিলাম। বাড়ি গিয়ে খেয়ে দেখি এ আম অনেক সুস্বাদু। তাই ফের ১ কেজি আম কিনলাম ৫০০ টাকা দিয়ে।
বঙ্গবন্ধু লাইভ ম্যাঙ্গো মিউজিয়ামে ঘুরতে আসা নাসিম মাহমুদ নামে এক ব্যক্তি বলেন, আম সম্মেলনে ঘুরতে এসে ভালোই লাগছে। অনেক ধরনের স্টল এখানে বসানো হয়েছে। নতুন কিছু দেখতে পাচ্ছি। উপজেলা প্রশাসনকে ধন্যবাদ এমন একটি আয়োজন করার জন্য। এমন আম সম্মেলন আমরা প্রতিবছর দেখতে চাই।
চাঁপাইনবাবগঞ্জের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, গত কয়েক বছর থেকে আম ব্যবসায়ীরা আমের দাম না পেয়ে লোকসানের মুখে পড়েছে। তাই বারোমাসি আম চাষ করেছেন অনেকেই। এ আমগুলোই মূলত হাট-বাজারে ছড়িয়ে ছিটিয়ে বিক্রি হচ্ছে। এ বারোমাসি আম এখন পর্যন্ত এ জেলায় প্রায় ১০০ হেক্টর জমিতে চাষ হয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বঙ্গবন্ধু লাইভ ম্যাঙ্গো মিউজিয়ামে দুদিনব্যাপী আম সম্মেলনের উদ্বোধন করেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক চলে বুধবার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত। এখানে আম ও অন্য কৃষি পণ্য নিয়ে ৭৫টি স্টল রয়েছে। সেখানে কাঁচা ও পাকা আম ছাড়াও রয়েছে মধুমতি গ্রুপের নিজস্ব উৎপাদিত আমের বিভিন্ন ধরনের আচার।
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকার বিটাক মোড়ে বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটির (বুটেক্স) শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশত শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের শমরিতা ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে কয়েকজ
৫ ঘণ্টা আগেরাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকার বিটাক মোড়ে বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটির (বুটেক্স) শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। রোববার (২৪ নভেম্বর) রাত ১০টা থেকে এ সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ গিয়ে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। রাত ১২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ঘট
৭ ঘণ্টা আগেব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে আটক করেছে বিজিবি। আজ রোববার বিকেলে আখাউড়া স্থলবন্দর বিজিবি চেকপোস্ট থেকে তাঁকে আটক করে বিজিবি আইসিপি ক্যাম্পের টহলরত জওয়ানরা।
৭ ঘণ্টা আগেপুরান ঢাকায় সেন্ট গ্রেগরি স্কুল অ্যান্ড কলেজে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। আজ রোববার রাজধানীর ৩৫ এর অধিক কলেজের শিক্ষার্থীরা সোহরাওয়ার্দী কলেজে ভাঙচুর ও লুটপাট করার পর ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা ৫টার দিকে এ হামলা চালায়।
৮ ঘণ্টা আগে