Ajker Patrika

থানায় গিয়ে শিক্ষার্থীকে ছাড়াতে পারলেন না রাবির ২ শিক্ষক

রাবি প্রতিনিধি
আপডেট : ০১ আগস্ট ২০২৪, ১৪: ১৬
থানায় গিয়ে শিক্ষার্থীকে ছাড়াতে পারলেন না রাবির ২ শিক্ষক

রাজশাহী নগরীর রাজপাড়া থানায় আলাপ-আলোচনার পরেও পুলিশের হাতে আটক শিক্ষার্থীকে ছাড়াতে পারেননি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক। পুলিশের হাতে নিজ বিভাগের এক শিক্ষার্থী আটকের খবর শুনে গতকাল বুধবার রাত ৩টার দিকে প্রায় ঘণ্টাব্যাপী তাঁকে ছাড়ানোর চেষ্টা করে ব্যর্থ হন এ দুই শিক্ষক।

শিক্ষক-শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, গতকাল বুধবার দুপুর ২টার দিকে রাজশাহীর আদালত এলাকা থেকে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী আব্দুল হালিমকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আটকের সঙ্গে সঙ্গে তাঁর মোবাইল ফোন নিয়ে নেওয়ায় বিষয়টি কাউকে অবগত করতে পারেননি ওই শিক্ষার্থী। ওই শিক্ষার্থীকে নগরের রাজপাড়া থানায় আটক রাখা হয়েছে এমন খবর পেয়ে দিবাগত রাত ৩টার দিকে থানায় যান বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক শহীদ ইকবাল ও অধ্যাপক সৌভিক রেজা।

শহীদ ইকবাল ও সৌভিক রেজা ঘণ্টাব্যাপী পুলিশের সঙ্গে আলাপ-আলোচনা করেন। তবে পুলিশ তাঁকে ছাড়তে রাজি হয়নি। পুলিশ তাঁদের জানিয়েছে, শিক্ষকেরা থানায় আসতে দেরি করে ফেলেছেন। আবার জানিয়েছে, হালিমের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ যাচাই-বাছাই করেই আটক করা হয়েছে।

অধ্যাপক সৌভিক রেজা বলেন, ‘হালিমকে আটকের সঙ্গে সঙ্গে তাঁর মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। ফলে সে কাউকেই বিষয়টি জানাতে পারেনি। এমনকি তার পরিবারকেও না। আমরা জানতে পেরে যখন থানায় যাই, তখন রাত ৩টা। হালিমকে ছাড়ার জন্য তাঁদের বললে তাঁরা একবার বলেন, “আপনারা অনেক দেরি করে ফেলেছেন। তাই আমরা কিছু করতে পারছি না।” আরেকবার বলেন, “তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ যাচাই-বাছাই করেই তাঁকে আটক করা হয়েছে।”’ এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ফোনে কল করলে তাঁরাও দায়সারা কথা বলেন।

অধ্যাপক শহীদ ইকবাল বলেন, ‘ওই (হালিম) শিক্ষার্থীকে বেলা ২টার দিকে রাজশাহীর আদালত এলাকা থেকে আটক করা হয়েছে। সেখান থেকে ধরে রাজপাড়া থানায় নিয়ে আসে। আটকের বিষয়টি রাত আড়াইটার দিকে আমরা জানতে পারি। পরে আমি এবং সৌভিক রেজা থানায় যাই। থানা কর্তৃপক্ষ বলে দেয়, তারা ওই শিক্ষার্থীকে ছাড়তে পারবে না। তাদের অনুসন্ধানে সে বিভিন্ন অভিযোগে অভিযুক্ত। তাকে আইনে সোপর্দ করা হবে। থানা থেকে রাত সাড়ে ৪টার পর আমরা চলে আসি।’

এ বিষয়ে জানতে রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হককে একাধিকবার মোবাইল ফোনে কল করা হলে তিনি ধরেননি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ‘আটক নিরপরাধ শিক্ষার্থীদের ছেড়ে দিতে আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনুরোধ করেছি। তারা কয়েকজনকে ছেড়েও দিয়েছে। তবে যাদের ছাড়া হয়নি, তাদের বিরুদ্ধে হয়তো সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকতে পারে। তবে আমাদের চেষ্টা অব্যাহত আছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

বিএনপি নেতার ঘরে তালা মেরে অগ্নিসংযোগের অভিযোগ, ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ ৩

মাগুরায় বিটিভির মহাপরিচালক ও ট্রাইব্যুনালের প্রসিকিউটর জোহার বাড়িতে অগ্নিসংযোগ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ