Ajker Patrika

১৪ বস্তা সরকারি চাল উদ্ধার, যুবলীগ নেতা গ্রেপ্তার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
১৪ বস্তা সরকারি চাল উদ্ধার, যুবলীগ নেতা গ্রেপ্তার

বগুড়ার আদমদীঘিতে একটি গুদাম ঘর থেকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ১৪ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দায়েরকৃত মামলায় এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। 

গ্রেপ্তার মাসুদ রানা উজ্জ্বলকে (৩২) উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। তিনি ছাতিয়ানগ্রাম ইউপির অন্তাহার গ্রামের বাসিন্দা। আজ শনিবার দুপুরে তাঁকে বগুড়া আদালতে পাঠানো হয়েছে। 

এ বিষয়ে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী আজকের পত্রিকাকে জানান, উপজেলার ছাতিয়ানগ্রাম বাজারে উজ্জ্বলের দোকানের পেছনের একটি গুদাম ঘরে সরকারি বস্তায় বেশ কিছু চাল রাখা হয়েছে। এমন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার সন্ধ্যায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ হোসেন ওই গুদাম ঘরে অভিযান চালায়। এ সময় খাদ্য অধিদপ্তরের মোড়কজাত পাটের বস্তায় ৩০ কেজি করে মোট ১৪ বস্তা টিসিবির চাল উদ্ধার করেন। 

এ ঘটনায় ওই দিন রাতেই আদমদীঘি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মকদুবুল হক বিশ্বাস বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলায় গতকাল শুক্রবার রাতে আদমদীঘি বাসস্ট্যান্ড এলাকা থেকে উজ্জ্বলকে গ্রেপ্তার করে পুলিশ। আজ শনিবার দুপুরে গ্রেপ্তারকৃত উজ্জ্বলকে আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত