Ajker Patrika

ভুল সেটের প্রশ্নপত্রে পরীক্ষা: বাঘায় কেন্দ্রসচিবকে শোকজ

বাঘা (রাজশাহী) প্রতিনিধি 
ভুল সেটের প্রশ্নপত্রে পরীক্ষা: বাঘায় কেন্দ্রসচিবকে শোকজ

রাজশাহীর বাঘায় এসএসসি পরীক্ষায় প্রশ্নপত্রের এক নম্বরের পরিবর্তে তিন নম্বর সেটে গ্রহণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলার রহমতুল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২৫২ জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ গ্রহণ করে। এ ঘটনায় কেন্দ্রসচিবকে শোকজ করা হয়েছে। 

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল ফজল মোহাম্মদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি জানার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্যারকে নিয়ে কেন্দ্র গেলে এই ঘটনার সত্যতা পাওয়া যায়। এরপর ডিসি স্যার ও শিক্ষা বোর্ড জানানো হয়। বোর্ডের নির্দেশে পরীক্ষার খাতা আলাদাভাবে পাঠানো হয়েছে। ঘটনার পর কেন্দ্রসচিবকে তাৎক্ষণিকভাবে শোকজ করা হয়েছে।’ 

কেন্দ্রসচিব বাবুল ইসলাম বলেন, ‘অনিচ্ছাকৃতভাবে ঘটনাটি ঘটেছে। তিন নম্বর সেটের প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়া খাতা রাজশাহী বোর্ডে পৌঁছে দিয়েছি।’ 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ভুলক্রমে এক নম্বরের সেটের প্রশ্নপত্রের পরিবর্তে তিন নম্বর সেটের প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহণ করা হয়েছে। বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে তাদের নির্দেশনা অনুয়ায়ী খাতা তিন নম্বর প্রশ্নপত্র সেটে পাঠানো হয়েছে। সে মোতাবেক খাতা মূল্যায়ন করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত