দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর দুর্গাপুরে শ্রেণিকক্ষের ভেতরে এক ছাত্রীকে ক্রিকেট স্ট্যাম্প দিয়ে মারধরের অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। পরে আহত ওই ছাত্রীকে দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদিকে খবর পেয়ে আহত ওই স্কুলছাত্রীকে দেখতে স্বাস্থ্য কমপ্লেক্সে যান ইউএনওসহ শিক্ষা কর্মকর্তারা।
আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলার পাঁচুবাড়ী উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ছাত্রী ওই বিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়ে।
অভিযুক্ত শিক্ষক আব্দুর রাজ্জাক। তিনি ওই বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক।
ভুক্তভোগী ছাত্রীর মা জানান, বুধবার শ্রেণিকক্ষে বিজ্ঞান ক্লাস নিতে যান শিক্ষক আব্দুর রাজ্জাক। ক্লাসে ঢুকে তিনি এক ছাত্রকে বেত নিয়ে আসতে বলেন। ওই ছাত্র বেত না পেয়ে ক্রিকেট খেলার স্ট্যাম্প নিয়ে শ্রেণিকক্ষে যায়। পরে ক্লাস চলাকালীন ক্লাসের শিক্ষার্থীরা হট্টগোল শুরু করলে তাঁর মেয়েকে স্ট্যাম্প দিয়ে বেধড়ক মারপিট করেন।
তিনি বলেন, ‘আমার মেয়ে আগে আব্দুর রাজ্জাকের কাছে প্রাইভেট পড়ত। কিছুদিন পূর্বে তাঁর কাছে প্রাইভেট ছেড়ে দিয়ে অন্য শিক্ষকের কাছে প্রাইভেট নেন। এ কারণে আমার মেয়ের সঙ্গে তিনি খারাপ আচরণ করতেন।’
এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক আব্দুর রাজ্জাক বলেন, ‘ঘটনার পর এ বিষয়ে মীমাংসা হয়ে গেছে। এ বিষয়ে আমার কোনো বক্তব্য নেই।’ বলে ফোনের সংযোগ কেটে দেন তিনি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে ওই শিক্ষার্থীর খোঁজখবর নিয়েছি। তার শরীরে একটি আঘাতের চিহ্ন রয়েছে। বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীর অভিভাবককে ডেকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত (ইউএনও) কৃষ্ণ চন্দ্র বলেন, ‘খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে হাসপাতালে ওই শিক্ষার্থীকে দেখতে গিয়েছি। চিকিৎসকের সঙ্গেও কথা বলেছি। ওই শিক্ষার্থীর হাতে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার কিছুটা সত্যতা পাওয়া গেছে। তদন্ত করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
রাজশাহীর দুর্গাপুরে শ্রেণিকক্ষের ভেতরে এক ছাত্রীকে ক্রিকেট স্ট্যাম্প দিয়ে মারধরের অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। পরে আহত ওই ছাত্রীকে দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদিকে খবর পেয়ে আহত ওই স্কুলছাত্রীকে দেখতে স্বাস্থ্য কমপ্লেক্সে যান ইউএনওসহ শিক্ষা কর্মকর্তারা।
আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলার পাঁচুবাড়ী উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ছাত্রী ওই বিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়ে।
অভিযুক্ত শিক্ষক আব্দুর রাজ্জাক। তিনি ওই বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক।
ভুক্তভোগী ছাত্রীর মা জানান, বুধবার শ্রেণিকক্ষে বিজ্ঞান ক্লাস নিতে যান শিক্ষক আব্দুর রাজ্জাক। ক্লাসে ঢুকে তিনি এক ছাত্রকে বেত নিয়ে আসতে বলেন। ওই ছাত্র বেত না পেয়ে ক্রিকেট খেলার স্ট্যাম্প নিয়ে শ্রেণিকক্ষে যায়। পরে ক্লাস চলাকালীন ক্লাসের শিক্ষার্থীরা হট্টগোল শুরু করলে তাঁর মেয়েকে স্ট্যাম্প দিয়ে বেধড়ক মারপিট করেন।
তিনি বলেন, ‘আমার মেয়ে আগে আব্দুর রাজ্জাকের কাছে প্রাইভেট পড়ত। কিছুদিন পূর্বে তাঁর কাছে প্রাইভেট ছেড়ে দিয়ে অন্য শিক্ষকের কাছে প্রাইভেট নেন। এ কারণে আমার মেয়ের সঙ্গে তিনি খারাপ আচরণ করতেন।’
এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক আব্দুর রাজ্জাক বলেন, ‘ঘটনার পর এ বিষয়ে মীমাংসা হয়ে গেছে। এ বিষয়ে আমার কোনো বক্তব্য নেই।’ বলে ফোনের সংযোগ কেটে দেন তিনি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে ওই শিক্ষার্থীর খোঁজখবর নিয়েছি। তার শরীরে একটি আঘাতের চিহ্ন রয়েছে। বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীর অভিভাবককে ডেকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত (ইউএনও) কৃষ্ণ চন্দ্র বলেন, ‘খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে হাসপাতালে ওই শিক্ষার্থীকে দেখতে গিয়েছি। চিকিৎসকের সঙ্গেও কথা বলেছি। ওই শিক্ষার্থীর হাতে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার কিছুটা সত্যতা পাওয়া গেছে। তদন্ত করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
বগুড়ায় মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে অপর্ণা চক্রবর্তী (২৩) নামের এক নার্সিং শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাত ১১টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
১৫ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় নীলফামারী-১ আসনের (ডোমার-ডিমলা) সাবেক সংসদ সদস্য (এমপি) আফতাব উদ্দিন সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার (৫ মার্চ) মধ্যরাতে রংপুর নগরীর সেনপাড়ার গুড় মজিবরের বাড়ি থেকে তাঁকে...
১ ঘণ্টা আগেরাজধানীর গাবতলীতে ইউরোপিয়ান ইউনিভার্সিটির সামনে শাহী মসজিদ বস্তিতে অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক সালেহ উদ্দিন জানান, আগুনে বস্তির প্রায় শতাধিক ঘরবাড়ি পুড়ে গেছে।
১ ঘণ্টা আগেনেতৃত্বের শূন্যতায় ধুঁকছে গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি)। তার প্রভাব পড়ছে নগরজীবনে। নগরবাসীর অভিযোগ, অপরিকল্পিত নগরায়ণ, দূষণ, যানজট, জলজট, খানাখন্দে ভরা রাস্তাঘাট, মশার উপদ্রব, সড়কবাতির অভাবে রাতে ভুতুড়ে পরিবেশ—এসব এখন নগরবাসীর নিত্যসঙ্গী। কিন্তু এসব দেখার কেউ নেই।
৬ ঘণ্টা আগে