Ajker Patrika

গরু চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার

নওগাঁ প্রতিনিধি
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২২, ১৯: ৩২
গরু চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার

নওগাঁয় সিঁধ কেটে বিভিন্ন বাড়ি থেকে গরু চুরির ঘটনায় চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে জেলার বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় চুরির কাজে ব্যবহৃত পিকআপ ও সিঁধ কাটার সুঁচালো লোহার কাঠি জব্দ করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে মহাদেবপুর থানা ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল লিখিত বক্তব্যে এসব তথ্য জানান।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন ধামইরহাটের দেবীপুর গ্রামের গোলাপ হোসেন (২৬), সাপাহারের আমডাঙ্গার বাসিন্দা জাহাঙ্গীর হোসেন (৩০), আমডাঙ্গা গ্রামের বাসিন্দা পিকআপের ড্রাইভার নিরেন চন্দ্র (৫০) ও পোরশার ইটখোলা দীঘিপাড়া গ্রামের তারিফ হোসেন (৩৫)। 

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, গত বুধবার দিবাগত রাতে উপজেলার খাজুর গ্রামের ইসরাইল হোসেনের বাড়ির প্রাচীরে সিঁধ কেটে তিনটি গরু চুরি করে ওই চক্র। এ সময় পাশের গ্রাম দেবীপুরে গরুগুলো পিকআপে তোলার সময় স্থানীয়দের সহযোগিতায় পুলিশ চার জনকে আটক করে। এরপর গরুর মালিক ইসরাইল হোসেন বাদী হয়ে থানায় মামলা করেন। এ মামলায় বাকি চার আসামিকে গ্রেপ্তার করা হয়। 

মহাদেবপুর থানার ওসি মোজাফ্ফর হোসেন বলেন, ‘গ্রেপ্তার ব্যক্তিরা চোর চক্রের সদস্য। গ্রেপ্তার দেখিয়ে তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

বগুড়ায় ইফতারের পর ডেকে নিয়ে যুবককে হত্যা

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত