কনস্টেবলকে মারধরের পর যুবলীগ নেতার বাড়ি থেকে অস্ত্র উদ্ধার

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৩, ১৭: ১৮
আপডেট : ২৪ এপ্রিল ২০২৩, ১৭: ৩৯

বগুড়ার শিবগঞ্জে মাহমুদুল হাসান আপেল নামের এক যুবলীগ নেতার বাড়ি থেকে অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। গতকাল রোববার বেলা তিনটার দিকে উপজেলার মোকামতলা ইউনিয়নের শংকরপুর এলাকায় ওই যুবলীগ নেতার বাসা থেকে এসব দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। 

এর আগে গতকাল রোববার দুপুরে ট্রাফিক আইন ভঙ্গ করে গাড়ি চালানোর সময় ওই যুবলীগ নেতার সঙ্গে হাইওয়ে পুলিশের কনস্টেবল তৌহিদের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে ওই কনস্টেবলকে তিনি মারধর করেন বলে অভিযোগ পাওয়া যায়। ওই ঘটনায়ও গতকাল রাতে থানায় মামলা হয়। মারধর ও অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ওসি মনজুরুল আলম।

অভিযুক্ত যুবলীগ নেতা মাহমুদুল হাসান আপেল সরকার মোকামতলা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও শংকরপুর গ্রামের বাসিন্দা। মোবাইল ফোন বন্ধ থাকায় তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে যুবলীগ নেতা মাহমুদুল হাসান আপেল সরকারের বাসায় অভিযান চালিয়ে হাঁসুয়া, চাপাতিসহ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গতকাল রাতে ওই যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত যুবলীগ নেতাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত