মেয়ের মৃত্যুর সংবাদ পেয়ে মায়ের মৃত্যু 

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
Thumbnail image

পাবনার আটঘরিয়ায় মেয়ের মৃত্যুর সংবাদ পাওয়ার পরই স্ট্রোক করেন মা। পরদিন হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে। সোমবার (১১ মার্চ) উপজেলার দেবোত্তর ইউনিয়নের পাটেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে। 

মেয়ে আমেনা খাতুন (৩৫)। তিনি পাটেশ্বর গ্রামের আলেম মোল্লার মেয়ে। আমেনার মা ইসমত আরা (৫৫)।

দেবোত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোহাইমীন হোসেন চঞ্চল বলেন, গত রোববার দিবাগত মধ্যরাতে আমেনা খাতুন পাবনার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই খবর শোনার পর মা ইসমত আরা স্ট্রোক করেন। তাঁকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সোমবার বিকেলে তার মৃত্যু হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত