রাজশাহী প্রতিনিধি
স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা অনুযায়ী রাজশাহী জেলা পরিষদের নতুন সীমা নির্ধারণ করা হয়েছে। নতুন সীমানা অনুযায়ী ছয়টি সাধারণ ওয়ার্ড কমে গেছে। আর সংরক্ষিত নারী আসনের ওয়ার্ড কমছে দুটি। আজ সোমবার জেলা প্রশাসক আবদুল জলিল ও সীমা নির্ধারণ কর্মকর্তা আবদুল জলিল নতুন সীমানা চূড়ান্ত করার কথা জানিয়েছেন।
আগে রাজশাহী জেলা পরিষদের সাধারণ ওয়ার্ড ছিল ১৫টি। এ ছাড়া সংরক্ষিত ওয়ার্ড ছিল পাঁচটি। স্থানীয় সরকার বিভাগ সীমানা পুনর্নির্ধারণের নির্দেশনা দিলে গত ৫ মে জেলা প্রশাসক সীমানা নির্ধারণের একটি খসড়া প্রকাশ করেন। কারও কোনো আপত্তি বা পরামর্শ থাকলে ১৫ কার্যদিবসের মধ্যে লিখিতভাবে তাঁকে জানাতে বলা হয়।
এ প্রক্রিয়া শেষে গতকাল রোববার চূড়ান্ত সীমানা নির্ধারণ করা হয়েছে। আগের ১৫টি সাধারণ ওয়ার্ড ও ৫টি সংরক্ষিত ওয়ার্ডকে এবার ৯টি সাধারণ ওয়ার্ড ও ৩টি সংরক্ষিত ওয়ার্ড করা হয়েছে। নতুন সীমানা অনুযায়ী জেলার ৯ উপজেলার প্রতিটি উপজেলাকে একটি করে সাধারণ ওয়ার্ড করা হয়েছে। শুধু পবা উপজেলার ৩ নম্বর ওয়ার্ডের সঙ্গে পড়ছে রাজশাহী সিটি করপোরেশন এলাকা। আর তিনটি সাধারণ ওয়ার্ড নিয়ে নারী সদস্যদের জন্য করা হয়েছে একটি করে সংরক্ষিত ওয়ার্ড।
জেলার গোদাগাড়ী উপজেলা হয়েছে ১ নম্বর ওয়ার্ড। এ ছাড়া তানোর ২ নম্বর ওয়ার্ড, পবা ও রাজশাহী সিটি করপোরেশন ৩ নম্বর ওয়ার্ড, মোহনপুর ৪ নম্বর ওয়ার্ড, দুর্গাপুর ৫ নম্বর ওয়ার্ড, বাগমারা ৬ নম্বর ওয়ার্ড, পুঠিয়া ৭ নম্বর ওয়ার্ড, চারঘাট ৮ নম্বর ওয়ার্ড এবং বাঘা ৯ নম্বর ওয়ার্ড। আর ১, ২ ও ৩ নম্বর সাধারণ ওয়ার্ড নিয়ে করা হয়েছে ১ নম্বর সংরক্ষিত ওয়ার্ড। ৪, ৫ ও ৬ নম্বর সাধারণ ওয়ার্ড নিয়ে হয়েছে ১ নম্বর সংরক্ষিত ওয়ার্ড। এ ছাড়া ৭, ৮ ও ৯ নম্বর সাধারণ ওয়ার্ড নিয়ে হয়েছে সংরক্ষিত ওয়ার্ড-৩।
রাজশাহীর জেলা প্রশাসক ও সীমানা নির্ধারণ কর্মকর্তা আবদুল জলিল জানান, যথাযথ প্রক্রিয়া মেনে জেলা পরিষদের নতুন সীমা নির্ধারণ করা হয়েছে। এরই মধ্যে নতুন সীমানা নির্ধারণের নথিপত্র মন্ত্রিপরিষদ সচিব ও স্থানীয় সরকার বিভাগের সচিবের কাছে পাঠানো হয়েছে। নতুন সীমা নিয়ে এখন কারও আর কোনো আপত্তি তোলার সুযোগ নেই।
স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা অনুযায়ী রাজশাহী জেলা পরিষদের নতুন সীমা নির্ধারণ করা হয়েছে। নতুন সীমানা অনুযায়ী ছয়টি সাধারণ ওয়ার্ড কমে গেছে। আর সংরক্ষিত নারী আসনের ওয়ার্ড কমছে দুটি। আজ সোমবার জেলা প্রশাসক আবদুল জলিল ও সীমা নির্ধারণ কর্মকর্তা আবদুল জলিল নতুন সীমানা চূড়ান্ত করার কথা জানিয়েছেন।
আগে রাজশাহী জেলা পরিষদের সাধারণ ওয়ার্ড ছিল ১৫টি। এ ছাড়া সংরক্ষিত ওয়ার্ড ছিল পাঁচটি। স্থানীয় সরকার বিভাগ সীমানা পুনর্নির্ধারণের নির্দেশনা দিলে গত ৫ মে জেলা প্রশাসক সীমানা নির্ধারণের একটি খসড়া প্রকাশ করেন। কারও কোনো আপত্তি বা পরামর্শ থাকলে ১৫ কার্যদিবসের মধ্যে লিখিতভাবে তাঁকে জানাতে বলা হয়।
এ প্রক্রিয়া শেষে গতকাল রোববার চূড়ান্ত সীমানা নির্ধারণ করা হয়েছে। আগের ১৫টি সাধারণ ওয়ার্ড ও ৫টি সংরক্ষিত ওয়ার্ডকে এবার ৯টি সাধারণ ওয়ার্ড ও ৩টি সংরক্ষিত ওয়ার্ড করা হয়েছে। নতুন সীমানা অনুযায়ী জেলার ৯ উপজেলার প্রতিটি উপজেলাকে একটি করে সাধারণ ওয়ার্ড করা হয়েছে। শুধু পবা উপজেলার ৩ নম্বর ওয়ার্ডের সঙ্গে পড়ছে রাজশাহী সিটি করপোরেশন এলাকা। আর তিনটি সাধারণ ওয়ার্ড নিয়ে নারী সদস্যদের জন্য করা হয়েছে একটি করে সংরক্ষিত ওয়ার্ড।
জেলার গোদাগাড়ী উপজেলা হয়েছে ১ নম্বর ওয়ার্ড। এ ছাড়া তানোর ২ নম্বর ওয়ার্ড, পবা ও রাজশাহী সিটি করপোরেশন ৩ নম্বর ওয়ার্ড, মোহনপুর ৪ নম্বর ওয়ার্ড, দুর্গাপুর ৫ নম্বর ওয়ার্ড, বাগমারা ৬ নম্বর ওয়ার্ড, পুঠিয়া ৭ নম্বর ওয়ার্ড, চারঘাট ৮ নম্বর ওয়ার্ড এবং বাঘা ৯ নম্বর ওয়ার্ড। আর ১, ২ ও ৩ নম্বর সাধারণ ওয়ার্ড নিয়ে করা হয়েছে ১ নম্বর সংরক্ষিত ওয়ার্ড। ৪, ৫ ও ৬ নম্বর সাধারণ ওয়ার্ড নিয়ে হয়েছে ১ নম্বর সংরক্ষিত ওয়ার্ড। এ ছাড়া ৭, ৮ ও ৯ নম্বর সাধারণ ওয়ার্ড নিয়ে হয়েছে সংরক্ষিত ওয়ার্ড-৩।
রাজশাহীর জেলা প্রশাসক ও সীমানা নির্ধারণ কর্মকর্তা আবদুল জলিল জানান, যথাযথ প্রক্রিয়া মেনে জেলা পরিষদের নতুন সীমা নির্ধারণ করা হয়েছে। এরই মধ্যে নতুন সীমানা নির্ধারণের নথিপত্র মন্ত্রিপরিষদ সচিব ও স্থানীয় সরকার বিভাগের সচিবের কাছে পাঠানো হয়েছে। নতুন সীমা নিয়ে এখন কারও আর কোনো আপত্তি তোলার সুযোগ নেই।
গাজীপুর মহানগরীর ছয়দানা এলাকায় একটি সোয়েটার কারখানা বন্ধ ঘোষণার প্রতিবাদে শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেছেন। আজ রোববার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকেরা। এতে মহাসড়কের উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন মানুষ।
৮ মিনিট আগেরাজধানীর বিভিন্ন এলাকায় ফের সড়ক অবরোধ করেছে ব্যাটারিচালিত রিকশা চালকেরা। এতে রাজধানীর বেশ কয়েকটি সড়কে যান চলাচল বন্ধসহ তীব্র যানজটের সৃষ্টি হয়েছে...
১২ মিনিট আগেরাজধানীর মিরপুরে একটি টিনশেড বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ ৭ জন দগ্ধ হয়েছেন। তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে...
৩৮ মিনিট আগেফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান শামীম তালুকদারকে (৪৬) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে শহরের কমলাপুরে নিজবাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল।
১ ঘণ্টা আগে