রাজশাহী জেলা পরিষদের ওয়ার্ড কমল ছয়টি

রাজশাহী প্রতিনিধি
প্রকাশ : ০৬ জুন ২০২২, ১৬: ০২
আপডেট : ০৬ জুন ২০২২, ১৮: ৩৫

স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা অনুযায়ী রাজশাহী জেলা পরিষদের নতুন সীমা নির্ধারণ করা হয়েছে। নতুন সীমানা অনুযায়ী ছয়টি সাধারণ ওয়ার্ড কমে গেছে। আর সংরক্ষিত নারী আসনের ওয়ার্ড কমছে দুটি। আজ সোমবার জেলা প্রশাসক আবদুল জলিল ও সীমা নির্ধারণ কর্মকর্তা আবদুল জলিল নতুন সীমানা চূড়ান্ত করার কথা জানিয়েছেন। 

আগে রাজশাহী জেলা পরিষদের সাধারণ ওয়ার্ড ছিল ১৫টি। এ ছাড়া সংরক্ষিত ওয়ার্ড ছিল পাঁচটি। স্থানীয় সরকার বিভাগ সীমানা পুনর্নির্ধারণের নির্দেশনা দিলে গত ৫ মে জেলা প্রশাসক সীমানা নির্ধারণের একটি খসড়া প্রকাশ করেন। কারও কোনো আপত্তি বা পরামর্শ থাকলে ১৫ কার্যদিবসের মধ্যে লিখিতভাবে তাঁকে জানাতে বলা হয়। 

এ প্রক্রিয়া শেষে গতকাল রোববার চূড়ান্ত সীমানা নির্ধারণ করা হয়েছে। আগের ১৫টি সাধারণ ওয়ার্ড ও ৫টি সংরক্ষিত ওয়ার্ডকে এবার ৯টি সাধারণ ওয়ার্ড ও ৩টি সংরক্ষিত ওয়ার্ড করা হয়েছে। নতুন সীমানা অনুযায়ী জেলার ৯ উপজেলার প্রতিটি উপজেলাকে একটি করে সাধারণ ওয়ার্ড করা হয়েছে। শুধু পবা উপজেলার ৩ নম্বর ওয়ার্ডের সঙ্গে পড়ছে রাজশাহী সিটি করপোরেশন এলাকা। আর তিনটি সাধারণ ওয়ার্ড নিয়ে নারী সদস্যদের জন্য করা হয়েছে একটি করে সংরক্ষিত ওয়ার্ড। 

জেলার গোদাগাড়ী উপজেলা হয়েছে ১ নম্বর ওয়ার্ড। এ ছাড়া তানোর ২ নম্বর ওয়ার্ড, পবা ও রাজশাহী সিটি করপোরেশন ৩ নম্বর ওয়ার্ড, মোহনপুর ৪ নম্বর ওয়ার্ড, দুর্গাপুর ৫ নম্বর ওয়ার্ড, বাগমারা ৬ নম্বর ওয়ার্ড, পুঠিয়া ৭ নম্বর ওয়ার্ড, চারঘাট ৮ নম্বর ওয়ার্ড এবং বাঘা ৯ নম্বর ওয়ার্ড। আর ১, ২ ও ৩ নম্বর সাধারণ ওয়ার্ড নিয়ে করা হয়েছে ১ নম্বর সংরক্ষিত ওয়ার্ড। ৪, ৫ ও ৬ নম্বর সাধারণ ওয়ার্ড নিয়ে হয়েছে ১ নম্বর সংরক্ষিত ওয়ার্ড। এ ছাড়া ৭, ৮ ও ৯ নম্বর সাধারণ ওয়ার্ড নিয়ে হয়েছে সংরক্ষিত ওয়ার্ড-৩। 

রাজশাহীর জেলা প্রশাসক ও সীমানা নির্ধারণ কর্মকর্তা আবদুল জলিল জানান, যথাযথ প্রক্রিয়া মেনে জেলা পরিষদের নতুন সীমা নির্ধারণ করা হয়েছে। এরই মধ্যে নতুন সীমানা নির্ধারণের নথিপত্র মন্ত্রিপরিষদ সচিব ও স্থানীয় সরকার বিভাগের সচিবের কাছে পাঠানো হয়েছে। নতুন সীমা নিয়ে এখন কারও আর কোনো আপত্তি তোলার সুযোগ নেই। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আবু সাঈদকে ৪–৫ ঘণ্টা পরে হাসপাতালে নেওয়া হয়—শেখ হাসিনার দাবির সত্যতা কতটুকু

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

বিমানবন্দরে সাংবাদিক নূরুল কবীরকে হয়রানির তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

ভারত ও তরুণ প্রজন্মের নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রসঙ্গে যা বললেন মির্জা ফখরুল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত