৩৩ রাজনৈতিক দল বিএনপিকে সমর্থন করে: নজরুল

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৩, ২০: ২০
আপডেট : ০৪ জানুয়ারি ২০২৩, ২০: ২৫

দেশের ৩৩টি রাজনৈতিক দল বিএনপির দাবির প্রতি সমর্থন জানিয়ে সরকারবিরোধী যুগপৎ আন্দোলনে সম্পৃক্ত হতে চেয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

আজ বুধবার নীলফামারীর সৈয়দপুর শহরে বিএনপির এক আলোচনা সভায় নজরুল ইসলাম খান বলেন, ‘সরকারের দুর্নীতি ও প্রতিহিংসার রাজনীতি দেশকে ধ্বংসের দিকে নিয়ে গেছে। এ থেকে উত্তরণে সরকার পরিবর্তনের বিকল্প নেই। তাই দেশের ৩৩টি রাজনৈতিক দল আমাদের দাবির প্রতি সমর্থন ব্যক্ত করে যুগপৎ আন্দোলনে সম্পৃক্ত হতে চেয়েছে।’

নজরুল ইসলাম খান আরও বলেন, দলীয় সরকারের অধীনে কখনোই সঠিকভাবে জনপ্রতিনিধিত্বশীল নির্বাচন সম্ভব নয়। তাই সংসদ ভেঙে দিয়ে সব দলের অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন করতে হবে। নয়তো জনগণকে সঙ্গে নিয়ে নিয়মতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে এ সরকারের পতন ঘটানো হবে।

সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আব্দুল গফুর সরকারের সভাপতিত্বে বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, সহসাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য বিলকিস ইসলাম ও নীলফামারী জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার এতে বক্তব্য দেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত