সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
দেশের ৩৩টি রাজনৈতিক দল বিএনপির দাবির প্রতি সমর্থন জানিয়ে সরকারবিরোধী যুগপৎ আন্দোলনে সম্পৃক্ত হতে চেয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
আজ বুধবার নীলফামারীর সৈয়দপুর শহরে বিএনপির এক আলোচনা সভায় নজরুল ইসলাম খান বলেন, ‘সরকারের দুর্নীতি ও প্রতিহিংসার রাজনীতি দেশকে ধ্বংসের দিকে নিয়ে গেছে। এ থেকে উত্তরণে সরকার পরিবর্তনের বিকল্প নেই। তাই দেশের ৩৩টি রাজনৈতিক দল আমাদের দাবির প্রতি সমর্থন ব্যক্ত করে যুগপৎ আন্দোলনে সম্পৃক্ত হতে চেয়েছে।’
নজরুল ইসলাম খান আরও বলেন, দলীয় সরকারের অধীনে কখনোই সঠিকভাবে জনপ্রতিনিধিত্বশীল নির্বাচন সম্ভব নয়। তাই সংসদ ভেঙে দিয়ে সব দলের অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন করতে হবে। নয়তো জনগণকে সঙ্গে নিয়ে নিয়মতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে এ সরকারের পতন ঘটানো হবে।
সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আব্দুল গফুর সরকারের সভাপতিত্বে বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, সহসাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য বিলকিস ইসলাম ও নীলফামারী জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার এতে বক্তব্য দেন।
দেশের ৩৩টি রাজনৈতিক দল বিএনপির দাবির প্রতি সমর্থন জানিয়ে সরকারবিরোধী যুগপৎ আন্দোলনে সম্পৃক্ত হতে চেয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
আজ বুধবার নীলফামারীর সৈয়দপুর শহরে বিএনপির এক আলোচনা সভায় নজরুল ইসলাম খান বলেন, ‘সরকারের দুর্নীতি ও প্রতিহিংসার রাজনীতি দেশকে ধ্বংসের দিকে নিয়ে গেছে। এ থেকে উত্তরণে সরকার পরিবর্তনের বিকল্প নেই। তাই দেশের ৩৩টি রাজনৈতিক দল আমাদের দাবির প্রতি সমর্থন ব্যক্ত করে যুগপৎ আন্দোলনে সম্পৃক্ত হতে চেয়েছে।’
নজরুল ইসলাম খান আরও বলেন, দলীয় সরকারের অধীনে কখনোই সঠিকভাবে জনপ্রতিনিধিত্বশীল নির্বাচন সম্ভব নয়। তাই সংসদ ভেঙে দিয়ে সব দলের অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন করতে হবে। নয়তো জনগণকে সঙ্গে নিয়ে নিয়মতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে এ সরকারের পতন ঘটানো হবে।
সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আব্দুল গফুর সরকারের সভাপতিত্বে বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, সহসাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য বিলকিস ইসলাম ও নীলফামারী জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার এতে বক্তব্য দেন।
অহিংস গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক মাহবুবুল আলম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের একটি টিম
৫ ঘণ্টা আগেজামিনে কারাগার থেকে মুক্তি পাওয়ার পরই গ্রেপ্তার হয়েছেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা রাহেনুল হক। সোমবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান এবং এরপরই জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন
৫ ঘণ্টা আগেঅবশেষে কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। আগামী বৃহস্পতিবার কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএর ঘাট থেকে কেয়ারি সিন্দাবাদ নামক একটি জাহাজ পর্যটক নিয়ে সেন্ট মার্টিন যাবে
৫ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের আপ্যায়নবিষয়ক সম্পাদক ইমন খান জীবনকে (২৮) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার (২৪ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়
৬ ঘণ্টা আগে